Mohun Bagan vs KKR : মোহনবাগান সমর্থকদের বাধা দেয়নি কেকেআর! পাল্টা বিবৃতি নাইট ম্যানেজমেন্টের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

May 22, 2023 | 4:41 PM

Eden Gardens, KKR vs LSG: সেই ম্যাচে মোহনবাগান জার্সি পরে মাঠে ঢুকতে গিয়ে বাধার সম্মুখীন হন সমর্থকরা। মোহনবাগান লেখা স্কার্ফ, ফ্ল্যাগও নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। এমন অভিযোগ আসে মোহনবাগান সমর্থকদের তরফে। বিষয়টিতে হস্তক্ষেপ করে মোহনবাগান ক্লাবও। এ বার পাল্টা বিবৃতি দিল কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টও।

Mohun Bagan vs KKR : মোহনবাগান সমর্থকদের বাধা দেয়নি কেকেআর! পাল্টা বিবৃতি নাইট ম্যানেজমেন্টের
Image Credit source: KKR, IPL

Follow Us

কলকাতা : রিঙ্কু সিংয়ের আরও একটা অনবদ্য লড়াই দেখেছেন কলকাতার ক্রিকেট প্রেমীরা। শনিবার ইডেন গার্ডেন্সে কেকেআর হারলেও রিঙ্কুকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন সকলেই। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে আরও নানা ঘটনাই ঘটেছে। প্রাক্তন নাইট অধিনায়ক গৌতম গম্ভীরকে গ্যালারি থেকে কোহলির নাম ধরে বিদ্রুপ করাও ছিল অন্যতম ঘটনা। তবে ম্যাচের আগের ঘটনা শিরোনামে এসেছিল। মোহনবাগানের অন্যতম ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কা আইপিএলের টিম লখনউ সুপার জায়ান্টসের অন্যতম কর্ণধারও। ইডেনে কেকেআরের বিরুদ্ধে ম্যাচের আগেই ঘোষণা করেন, কলকাতা এবং মোহনবাগানকে সম্মান জানাতে সবুজ মেরুন জার্সিতে মাঠে নামবে লখনউ সুপার জায়ান্টস। শনিবারের ইডেনে ক্রুনাল পান্ডিয়া, মার্কাস স্টইনিসরা সেই জার্সি পরেই নেমেছিলেন। সেই ম্যাচে মোহনবাগান জার্সি পরে মাঠে ঢুকতে গিয়ে বাধার সম্মুখীন হন সমর্থকরা। মোহনবাগান লেখা স্কার্ফ, ফ্ল্যাগও নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। এমন অভিযোগ আসে মোহনবাগান সমর্থকদের তরফে। বিষয়টিতে হস্তক্ষেপ করে মোহনবাগান ক্লাবও। এ বার পাল্টা বিবৃতি দিল কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টও। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।

রবিবার মোহনবাগান ক্লাবের তরফে এক বিবৃতি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল। সমর্থকদের জার্সি পরে মাঠে না ঢুকতে দেওয়ায় কেকেআর টিম ম্যানেজমেন্টকেও এক হাত নিয়েছিল মোহনবাগান ক্লাব। তাদের পরিষ্কার বার্তা ছিল, কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে যারা মোহনবাগান জার্সি পরে মাঠে ঢুকছিলেন, তাদের মধ্যে কেকেআরেরও সমর্থক ছিল। শুধুমাত্র সবুজ মেরুন জার্সির জন্য তাদের ঢুকতে না দেওয়াটা মোহনবাগান ক্লাবকে অসম্মান করেছে কেকেআর ম্যানেজমেন্ট। অথচ এই জার্সি পরে ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখতেও গিয়েছেন সমর্থকরা। সেখানে তাদের কোনও বাধার সম্মুখীন হতে হয়নি।

কিছুক্ষণ আগে কলকাতা নাইট রাইডার্সের তরফে পাল্টা বিবৃতিতে বলা হয়েছে, সবুজ মেরুন জার্সি পরে সমর্থকদের ঢুকতে না দেওয়ার ঘটনার সঙ্গে কেকেআর ম্যানেজমেন্টের কোনও সম্পর্কই নেই। বিবৃতি অনুযায়ী, ‘আমরা যেটুকু বুঝেছি, একটা অ্যামবুশ মার্কেটিংয়ের চেষ্টা হয়েছিল। আইপিএলের নিয়ম অনুযায়ী যা করা যায় না। পুরো বিষয়টিই অ্যান্টি-অ্যামবুশ মার্কেটিং টিম দেখছে। কেকআর ম্যানেজমেন্টের এতে কোনও সম্পর্ক নেই। কেকেআরের সঙ্গে কলকাতার দারুণ সম্পর্ক রয়েছে। ইডেন গার্ডেন্সে প্রতিটি ম্যাচে গ্যালারি পূর্ণ থাকবে, এটাই কাম্য। কেকেআর ফ্র্যাঞ্চাইজি কখনোও সমর্থকদের সম্মানহানি করবে না।’

Next Article