কলকাতা: প্রথম দিন আইপিএলের মেগা নিলামের (IPL 2022 Auction LIVE) পয়লা রাউন্ড থেকে শ্রেয়স আইয়ার ও প্যাট কামিন্সকে তুলে রীতিমতো চমকে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মনে হয়েছিল, এ বার হয়তো দুরন্ত টিম বানানোর দিকেই এগোচ্ছে কেকেআর। কিন্তু দ্বিতীয় দিন কলকাতা তেমন চমক দিতে পারল না। উল্টে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সঙ্গে টক্কর দিয়েও অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে ঘরে তুলতে পারল না টিম ডেভিডকে। সব মিলিয়ে যা টিম হল, তাতে খুব বেশি কিছু ম্যাচ উইনার থাকলেও খুব যে গভীরতা রয়েছে টিমে, তা বলা যাবে না। বরং আইপিএলের অন্যান্য টিমগুলোর সঙ্গে লড়াইয়ে কিছুটা পিছিয়েই পড়ল কেকেআর।
আগে থেকেই আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী, সুনীল নারিনকে ধরে রেখেছে কেকেআরের টিম ম্যানেজমেন্ট। শনিবার নিলাম থেকে শ্রেয়স ও কামিন্সকে তুলেছে। দ্বিতীয় দিন কলকাতা টিমে তেমন নজরকাড়া নাম নেই। তবে, মিডল অর্ডারের কথা ভেবে অজিঙ্ক রাহানেকে তুলেছে শাহরুখ খানের টিম। রাহানের কেরিয়ার এমনিতেই প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। খারাপ পারফরম্যান্সের কারণে টেস্ট টিম থেকে বাদ পড়তে চলেছেন তিনি। তার উপর গত বছর দিল্লিতে যোগ দিলেও আইপিএলে খুব বেশি খেলার সুযোগ পাননি তিনি। সেই রাহানে কতটা পরিত্রাতা হবেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে এটাও ঘটনা যে, রাহানের জন্য খুব বেশি টাকা খরচ করতে হয়নি। ১ কোটি টাকা বেস প্রাইস রেখেছিলেন তিনি। তাতেই মুম্বইয়ের অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়েছে কেকেআর।
রাহানে ছাড়াও শ্রীলঙ্কার চামিকা করুণারত্নেকে নিল কেকেআর। ২৫ বছরের অলরাউন্ডার সাদা বল স্পেশালিস্ট। ৫২টা টি-টোয়েন্টি ম্যাচে ৩৪টা উইকেট নেওয়ার পাশাপাশি ৪১০ রান করেছেন। সর্বোচ্চ ৭৫ নট আউট। চামিকাকে বাদ দিলে বেগুনি জার্সিতে এ বার দেখা যাবে জম্মু-কাশ্মীরের পেস বোলার রসিখ সালাম দারকে। ১৭ বছর বয়সে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তাঁর অভিষেক হয়েছিল। কিন্তু বয়স ভাঁড়ানোর অভিযোগে দু’বছর তাঁকে নির্বাসিত করেছিল বোর্ড। এতদিন তিনি মুম্বইয়ের নেট বোলার ছিলেন। সেই তাঁকেই এ বার নিলাম থেকে তুলল কলকাতা।
মূলত তরুণ টিমের উপরেই ফোকাস করেছিল নাইটরা। সেই মতোই গোছানো হল টিম। রিঙ্কু সিংকে ফেরানো হল। মুম্বই থেকে এলেন অনুকুল রায়। বাবা ইন্দ্রজিৎ, অভিজিৎ তোমার, প্রথম সিংয়ের পাশাপাশি ১৯ বছরের পেসার অশোক শর্মাকেও তুলল নাইটরা।
রিটেইন করা হয়েছে কাদের –
১) আন্দ্রে রাসেল (১২ কোটি)
২) ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি)
৩) বরুণ চক্রবর্তী (৮ কোটি)
৪) সুনীল নারিন (৬ কোটি)
কারা এলেন কলকাতায় –
১) শ্রেয়স আইয়ার (১২.২৫ কোটি টাকা)
২) প্যাট কামিন্স (৭.২৫ কোটি)
৩) নীতিশ রানা (৮ কোটি)
৪) শিবম মাভি (৭.২৫ কোটি)
৫) শেলডন জ্যাকসন (৬০ লক্ষ)
৬) অজিঙ্ক রাহানে (১ কোটি)
৭) রিঙ্কু সিং (৫৫ লক্ষ)
৮) অনুকুল রায় (২০ লক্ষ)
৯) রসিক দার (২০ লক্ষ)
১০) বাবা ইন্দ্রজিৎ (২০ লক্ষ)
১১) চামিকা করুণারত্নে (৫০ লক্ষ)
১২) অভিজিৎ তোমার (৪০ লক্ষ)
১৩) প্রথম সিং (২০ লক্ষ)
১৪) অশোক শর্মা (৫৫ লক্ষ)
১৫) স্যাম বিলিংস (২ কোটি)
১৬) অ্যালেক্স হিলস (১ কোটি ৫০ লক্ষ)
১৭) টিম সাউদি (১ কোটি ৫০ লক্ষ)
১৮) রাকেশ কুমার (২০ লক্ষ)
১৯) মহম্মদ নবি (১ কোটি)
২০) উমেশ যাদব (২ কোটি)