
বেঙ্গালুরু: আইপিএলে (IPL) ক্যাপ্টেন খুঁজে পেল কেকেআর (KKR)। ফিরে পেল প্যাট কামিন্সকেও। কিন্তু আইপিএলে নিলামের (IPL 2022 Auction) প্রথম দিন রাজস্থান বা দিল্লির মতো ঘর গুছিয়ে উঠতে পারল না কলকাতা নাইট রাইডার্স। আর সেই কারণেই নিলামের দ্বিতীয় দিনের দিকে তাকিয়ে রয়েছে নাইট টিম ম্যানেজমেন্ট। তবে পুরো টিমের দিকে তাকালে কিন্তু পরিষ্কার, টিমে বেশ কিছু ক্রিকেটারকে নেতা হিসেবে পেতে চলেছে কেকেআর। আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী, সুনীল নারিনদের আগেই রিটেইন করেছিল কলকাতার টিম। নতুন মরসুমের জন্য নেওয়া হল শ্রেয়স আইয়ার, প্যাট কামিন্স, নীতিশ রানা, শিবম মাভি, শেলডন জ্যাকসনকে।
পয়লা রাউন্ডেই শ্রেয়সকে তুলে বাজিমাত করেছিল কেকেআর। এ বারের নিলামে তাঁর দিকেই নজর ছিল সবার। তুমুল লড়াইয়ের পর ১২.২৫ কোটি টাকায় তাঁকে তুলে নেয় নাইট শিবির। টিমে যোগ দেওয়ার পরই কেকেআরের টুইটারে শ্রেয়সের বার্তা, ‘কেকেআর পরিবারের অংশ হতে পারায় দারুণ খুশি। টিমমেটদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। নাইটদের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে যেতে চাই।’
রিটেইন করা হয়েছে কাদের
১) আন্দ্রে রাসেল (১২ কোটি)
২) ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি)
৩) বরুণ চক্রবর্তী (৮ কোটি)
৪) সুনীল নারিন (৬ কোটি)
কারা এলেন কলকাতায়
১) শ্রেয়স আইয়ার (১২.২৫ কোটি টাকা)
২) প্যাট কামিন্স (৭.২৫ কোটি)
৩) নীতিশ রানা (৮ কোটি)
৪) শিবম মাভি (৭.২৫ কোটি)
৫) শেলডন জ্যাকসন (৬০ লক্ষ)
নাইটদের সিইও ভেঙ্কি মাইসোর বলছেন, ‘প্যাট কামিন্সকে ৭.২৫ কোটি টাকায় আবার টিমে ফেরত পেয়ে ভালো লাগছে। আশা করছি ও নিজেকে আরও বেশি মেলে ধরবে। শ্রেয়স আর কামিন্সকে তোলার সময় আমাদের হার্ট বিট বেড়ে গিয়েছিল। প্রথম রাউন্ডের পর কিছুটা শান্ত হতে পেরেছি।’ কামিন্স নাকি শ্রেয়স, কে হবেন ক্যাপ্টেন? ভেঙ্কির পরিষ্কার মন্তব্য, ‘কে ক্যাপ্টেন হবে টিমের, তা টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন কোচ। এটুকু বলা যেতে পারে, কামিন্স এবং শ্রেয়সের মতো নেতা হওয়ার বিকল্প আমাদের হাতে রয়েছে।’
আরও পড়ুন: RCB, IPL 2022 Auction: হর্ষল-হাসারঙ্গার কামব্যাক, দেখে নিন প্রথম দিন কেমন দল গোছাল আরসিবি