চার-ছক্কার মরুঝড়, টি-২০ তে বিধ্বংসী ব্যাটিং ৫০ লাখে কেনা KKR ওপেনারের

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 30, 2023 | 3:20 PM

Rahmanullah Gurbaz: ৩৫ টি ওয়ান ডে ম্যাচ খেলে ৫ টি শতরানের রেকর্ড ছিল গুরবাজের। তবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে শতরানটা অধরাই ছিল। অবশেষে সেই খামতি মেটালেন কেকেআর তারকা। দেশের জার্সিতে ৪৪ তম টি-২০ ম্যাচে শতরান এল তাঁর ব্যাটে। ৫২ বলে শতারান করেন তিনি।

চার-ছক্কার মরুঝড়, টি-২০ তে বিধ্বংসী ব্যাটিং ৫০ লাখে কেনা KKR ওপেনারের
রহমানউল্লাহ গুরবাজ
Image Credit source: ছবি: X

Follow Us

কলকাতা: ওডিআই বিশ্বকাপে নতুন আফগান কাব্য লিখেছিল আফগানিস্তান। বিশ্বকাপের প্রথম অঘটনও তাদের হাত ধরেই। একের পর এক দুরন্ত সব পারফরম্যান্স উপহার দিয়েছিল আফগান বাহিনী। আর সেই ধারা এখনও অব্যাহত। এ বার টি-২০ তে ধ্বংসাত্মক শতরানকে সকলকে চমকে দিলেন আফগান তারকা রহমানউল্লাহ গুকবাজ। শুক্রবার, আরব আমিরশাহির বিরুদ্ধে দেশের জার্সিতে আন্তর্জাতিক টি-২০ তে শতরানের স্বাদ পেয়েছেন গুরবাজ। নতুন বছরের আইপিএলে কেকেআরের বেগুনি জার্সিতে ধরা দেবেন তিনি। ব্যাটের এই ধার বজায় থাকলে, বেগুনি জার্সিতে বাজিমাত করবেন এই তারকা।

৩৫ টি ওয়ান ডে ম্যাচ খেলে ৫ টি শতরানের রেকর্ড ছিল গুরবাজের। তবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে শতরানটা অধরাই ছিল। অবশেষে সেই খামতি মেটালেন কেকেআর তারকা। দেশের জার্সিতে ৪৪ তম টি-২০ ম্যাচে শতরান এল তাঁর ব্যাটে। ৫২ বলে শতারান করেন তিনি। আফগানিস্তানের তৃতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ এর মঞ্চে শতরানের রেকর্ড গড়লেন গুরবাজ। এর আগে হজরতউল্লাহ জাজাই ও মহম্মদ শেহজাদ এই রেকর্ড স্পর্শ করেন। গুরবাজের দুর্দান্ত পারফরম্যান্স হাসি ফোটাচ্ছে কেকেআর ভক্তদের মুখে। কারণ এ বার কেকেআরের হয়ে ওপেনিংয়ে নামবেন তিনি।


যদি এভাবেই জ্বলে উঠতে পারেন তবে খুব স্বাভাবিকভাবেই এগিয়ে যাবে নাইটরা। ২০২৩ সালেই আইপিএলে অভিষেক হয় তাঁর। কেকেআরের জার্সিতেই কোটিপতি লিগের যাত্রা শুরু করেন গুরবাজ। কেকেআরের হয়ে আগের মরসুমে ১১ ম্যাচ খেলে ২২৭ রান করেছেন তিনি। এ বারএ তাঁকে ধরে রেখেছে গৌতম গম্ভীরের কেকেআর। নতুন বছরের আইপিএলে শাহরুখ খানের দলের অন্যতম ভরসা হয়ে উঠতে চলেছেন এই আফগান ব্যাটার। গুরবাজের এই সাফল্যে খুশি তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেকেআর। নাইটদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে গুরবাজকে শুভেচ্ছা জানানো হয়েছে।

Next Article