KKR vs CSK IPL 2021 Match 15 Result : টানটান ম্যাচে ধোনিদের জয় ১৮ রানে

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee

Apr 21, 2021 | 11:41 PM

KKR vs CSK Live Score in Bengali: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

KKR vs CSK IPL 2021 Match 15 Result  : টানটান ম্যাচে ধোনিদের জয় ১৮ রানে

Follow Us

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের (IPL) টানটান ম্যাচ। প্রথমে ব্যাটিং করে ২২০ রান ধোনিদের। ৯৫ রানে অপরাজিত থাকেন ফাফ ডুপ্লেসি। জবাবে ব্যাট করতে নেমে ৬ ওভারের মধ্যেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অর্ধেক ব্যাটিং প্যাভেলিয়ানের পথ ধরে। ৪ উইকেট নিয়ে নাইট ব্যাটিংয়ের কোমর ভাঙলেন দীপক চাহার। কিন্তু রাসেলের ২২ বলে ৫৪, কার্তিকের ২৪ বলে ৪০ এবং শেষ বেলায় কামিন্সের ৩৪ বলে অপরাজিত ৬৬ রান খেলায় প্রাণ ফিরিয়ে দেয়। তবে শেষ ওভারের প্রথম বলেই প্রসিদ্ধ কৃষ্ণা রান আউট হতেই ম্যাচ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) পকেটে। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে হল ২৬টি ছক্কা।

 

 

 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 21 Apr 2021 11:20 PM (IST)

    শেষ ওভারের প্রথম বলেই খেলা শেষ

    শেষ ওভারের প্রথম বলে রান আউট প্রসিদ্ধ কৃষ্ণা। ১৮ রানে ম্যাচ জয় চেন্নাই সুপার কিংসের।

  • 21 Apr 2021 11:16 PM (IST)

    শেষ ওভারে চাই ২০ রান

    ম্যাচের শেষ ওভারে নাইটদের চাই ২০ রান। ভরসা কামিন্স।


  • 21 Apr 2021 11:04 PM (IST)

    ১৮ বলে চাই ৪০ রান

    শেষ ৩ ওভারে ম্যাচ জিততে নাইটদের চাই ৪০ রান। হাতে মাত্র ২ উইকেট। দুরন্ত প্যাট কামিন্স। ২৩ বলে হাফ সেঞ্চুরি অজি পেসারের।

  • 21 Apr 2021 10:56 PM (IST)

    টানা ৩টি ছয় কামিন্সের

    স্যাম কারানের বলে পরপর তিন বলে তিনটি ছক্কা হাঁকালেন প্যাট কামিন্স।

  • 21 Apr 2021 10:51 PM (IST)

    ৩০ বলে চাই রান ৭৫ রান

    ম্যাচে দাপট চেন্নাই সুপার কিংসের। শেষ ৩০ বলে ৭৫ রান চাই নাইটদের। হাতে মাত্র ৩ উইকেট। প্যাভেলিয়ানে ফিরলেন কার্তিক।

  • 21 Apr 2021 10:43 PM (IST)

    আউট রাসেল

    ২২ বলে ৫৪ রান করে আউট আন্দ্রে রাসল। স্যাম কুরানের বলে বোল্ড ড্রেরাস।

  • 21 Apr 2021 10:29 PM (IST)

    ১০ ওভারে ১২৭ রান চাই নাইটদের

    প্রথম ১০ ওভারে ৯৭ রান কেকেআরের। পরপর ছক্কা হাঁকিয়ে দলকে টেনে তোলার চেষ্ঠায় রাসেল।

     

  • 21 Apr 2021 10:08 PM (IST)

    পাওয়ার প্লে শেষ, ৫ উইকেট হারাল কেকেআর

    পাওয়ার প্লে শেষ হতেই অর্ধেক নাইট শিবির প্যাভেলিয়ানে। ৬ ওভারে নাইটদের রান ৪৫/৫

     

  • 21 Apr 2021 09:58 PM (IST)

    ফিরলেন অধিনায়ক

    তৃতীয় উইকেটের পতন, এবারও দীপক চাহার। ফেরালেন নাইট অধিনায়ককে।

     

  • 21 Apr 2021 09:50 PM (IST)

    দ্বিতীয় উইকেটের পতন

    নাইট শিবিরে  জোড়া ধাক্কা দিলেন দীপক চাহার। আউট রানা। ১৭ রানে ২ উইকেট হারাল কেকেআর।

  • 21 Apr 2021 09:39 PM (IST)

    প্রথম ওভারেই প্রথম উইকেট

    প্রথম ওভারের চাহারের বলে ০ রানে আউট শুভমন গিল। চাপে কেকেআর।

     

  • 21 Apr 2021 09:20 PM (IST)

    শুভমনদের টার্গেট ২২১

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস ৩ উইকেট হারিয়ে তুলেছে ২২০ রান।

  • 21 Apr 2021 09:15 PM (IST)

    ধোনিকে ফেরালেন রাসেল

    ১৭ রান করে সাজঘরে ফিরলেন ক্যাপ্টেন কুল

  • 21 Apr 2021 09:02 PM (IST)

    বাকি মাত্র ৩ ওভার

    ১৭ ওভারে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ১৭২

  • 21 Apr 2021 08:58 PM (IST)

    নারিনের খাতায় মইনের উইকেট

    ২৫ রান করে মাঠ ছাড়লেন মইন আলি

  • 21 Apr 2021 08:49 PM (IST)

    ১৫ ওভারে চেন্নাই ১৪৪/১

    ক্রিজে ফাফ ডু’প্লেসি ও মইন আলি। ডু’প্লেসি রয়েছেন ৬৩ রানে। মইন খেলছেন ৮ রানে

  • 21 Apr 2021 08:30 PM (IST)

    ঋতুরাজকে ফেরালেন বরুণ

    ৬৪ রান করে সাজঘরে ফিরলেন চেন্নাই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়

  • 21 Apr 2021 08:23 PM (IST)

    চেন্নাইয়ের শতরান

    ১১.২ ওভারে চেন্নাই দলগত শতরান পূর্ণ করল।

  • 21 Apr 2021 08:18 PM (IST)

    ঋতুরাজের অর্ধশতরান

    ৩৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড।

  • 21 Apr 2021 08:15 PM (IST)

    ১০ ওভারে ধোনিদের স্কোর ৮২/০

    কোনও উইকেট না হারিয়ে চেন্নাইয়ের ওপেনিং জুটি ১০ ওভারে তুলেছে ৮২ রান

  • 21 Apr 2021 07:57 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    ভালো শুরু চেন্নাইয়ের। পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে ওপেনিং জুটি তুলেছে  ৫৪ রান।

  • 21 Apr 2021 07:55 PM (IST)

    সিএসকের ৫০ রান

    ৫.৩ ওভারে চেন্নাই সুপার কিংস দলগত ৫০ রান পূর্ণ করল

  • 21 Apr 2021 07:51 PM (IST)

    ৫ ওভারে চেন্নাই ৪৪/০

    ভালো শুরু চেন্নাই সুপার কিংসের। ওপেনিং জুটি ৫ ওভারে তুলেছে ৪৪ রান।

  • 21 Apr 2021 07:29 PM (IST)

    চেন্নাইয়ের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন ফাফ ডু’প্লেসি ও ঋতুরাজ গায়কোয়াড

  • 21 Apr 2021 07:14 PM (IST)

    সিএসকের প্রথম একাদশ

    চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটকিপার), ঋতুরাজ গায়কোয়াড, ফাফ ডু প্লেসি, মইন আলি, লুনগি এনগিডি, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাডেজা, স্যাম কারান, শার্দূল ঠাকুর, দীপক চাহার।

  • 21 Apr 2021 07:10 PM (IST)

    কেকেআরের প্রথম একাদশ

    কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, ইওন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুনীল নারিন, প্যাট কামিন্স, আন্দ্রে রাসেল, কমলেশ নাগরকোটি, বরুণ চক্রবর্তী, প্রসিধ কৃষ্ণা

  • 21 Apr 2021 07:00 PM (IST)

    টস আপডেট

    টস জিতল কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইওন মর্গ্যানের।

  • 21 Apr 2021 06:57 PM (IST)

    কোন দলের পাল্লা ভারি?

    এই নিয়ে আইপিএলে  ২২ বার মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। ৮ বার জিতেছে কেকেআর। সিএসকে জিতেছে ১৪ বার