KKR vs DC, IPL 2021 Match 59, Qualifier 2: রাহুলের ছয়ে পন্থের দিল্লিকে হারিয়ে ফাইনালে কেকেআর

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 14, 2021 | 8:37 AM

KKR vs DC Live Score: দেখুন দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

KKR vs DC, IPL 2021 Match 59, Qualifier 2: রাহুলের ছয়ে পন্থের দিল্লিকে হারিয়ে ফাইনালে কেকেআর
শুভমন-ভেঙ্কটেশ (ছবি-আইপিএল টুইটার)

Follow Us

শারজা: আইপিএলের (IPL) ৫৯তম ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে শারজায় আজ মুখোমুখি হয়েছিল ইওন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। টসে জিতে শুরুতে দিল্লিকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন কেকেআর অধিনায়ক ইওন মর্গ্যান। শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুলে ছিল দিল্লি ক্যাপিটালস। ফাইনালে উঠতে হলে কেকেআরকে তুলতে হত ১৩৬ রান। ১ বল বাকি থাকতেই ৭ উইকেটের বিনিময়ে ১৩৬ রান তুলে ফাইনালে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স।

মরুশহরের আইপিএলে অসম্ভবকে যেন সম্ভব করেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম পর্বে ভালো খেলতে না পারলেও দ্বিতীয় পর্বে একের পর এক ম্যাচে জিতে ফাইনালে পৌঁছে গেল কেকেআর। অন্যদিকে এ বারের আইপিএলের শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিল পন্থের দিল্লি। দুই দলই ফাইনালে পৌঁছনোর অন্যতম দাবিদার ছিল। আইপিএল ট্রফি দিল্লির সংসারে একবারও যায়নি। ফের একবার ট্রফির অপেক্ষা বাড়ল দিল্লির। গতবার অল্পের জন্য হাতছাড়া হয় ট্রফি। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল শ্রেয়স আইয়ারের দিল্লিকে। এ বার দ্বিতীয় কোয়ালিফায়ারে থামতে হল পন্থের দিল্লিকে।

১৫ ই অক্টোবর, দুর্গাপুজোর দশমীর দিন আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখে নামবে কলকাতা নাইট রাইডার্স।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 13 Oct 2021 11:15 PM (IST)

    ৩ উইকেটে জয়ী কেকেআর

    ১ বল বাকি থাকতেই ৭ উইকেটের বিনিময়ে ১৩৬ রান তুলে ফাইনালে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। ১৫ ই অক্টোবর, দুর্গাপুজোর দশমীর দিন আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখে নামবে কলকাতা নাইট রাইডার্স।

  • 13 Oct 2021 11:12 PM (IST)

    নারিন আউট

    শেষ ওভারে সাকিব আল হাসানের পর অশ্বিনের শিকার হলেন সুনীল নারিন।


  • 13 Oct 2021 11:09 PM (IST)

    সাকিব আউট

    শেষ ওভারে অশ্বিনের বলে আউট হলেন সাকিব আল হাসান

  • 13 Oct 2021 11:06 PM (IST)

    মর্গ্যান আউট

    নর্টজের ১৯তম ওভারের শেষ বলে আউট হলেন নাইট ক্যাপ্টেন ইওন মর্গ্যান। কোনও রান করেই মাঠ ছাড়লেন তিনি

  • 13 Oct 2021 10:58 PM (IST)

    দীনেশ কার্তিক আউট

    কোনও রান না করেই সাজঘরে ফিরলেন নাইটদের পুরনো ক্যাপ্টেন

  • 13 Oct 2021 10:52 PM (IST)

    শুভমন গিল আউট

    হাফসেঞ্চুরি পূর্ণ করতে পারলেন না শুভমন গিল। ৪৬ রান করে সাজঘরে ফিরলেন গিল

  • 13 Oct 2021 10:47 PM (IST)

    নীতিশ রানা আউট

    ১৩ রান করে সাজঘরে ফিরলেন নীতিশ রানা। এনরিক নর্টজে দিল্লিকে দ্বিতীয় উইকেট এনে দিলেন।

  • 13 Oct 2021 10:40 PM (IST)

    ১৫ ওভারে কেকেআর ১১৩ /১

    জয়ের কাছাকাছি কেকেআর। খেলা বাকি ৫ ওভারের। নাইটদের জয়ের জন্য প্রয়োজন ২৩ রান

  • 13 Oct 2021 10:34 PM (IST)

    কেকেআরের শতরান

    ১৩.২ ওভারে নাইটদের দলগত শতরান পূর্ণ হল।

  • 13 Oct 2021 10:29 PM (IST)

    ভেঙ্কটেশ আউট

    ৫৫ রানের দুর্ধর্ষ ইনিংসের পর কাগিসো রাবাডার বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন নাইট ওপেনার ভেঙ্কটেশ আইয়ার।

  • 13 Oct 2021 10:24 PM (IST)

    ভেঙ্কটেশ আইয়ারের হাফসেঞ্চুরি

    শারজায় দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে ঋষভ পন্থের দিল্লির বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ভেঙ্কটেশ আইয়ার। আইপিএল কেরিয়ারের তৃতীয় অর্ধশতরান পূর্ণ করলেন ভেঙ্কি।

  • 13 Oct 2021 10:15 PM (IST)

    ১০ ওভারে কেকেআর ৭৬/০

    খেলা বাকি ১০ ওভারের। নাইটদের জয়ের জন্য প্রয়োজন এখনও ৬০ রান

  • 13 Oct 2021 09:55 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    ৬ ওভারে কোনও উইকেট না খুইয়ে কেকেআরের ওপেনিং জুটি তুলেছে ৫১ রান। ফাইনালে ওঠার জন্য নাইটদের এখনও প্রয়োজন ৮৫ রান

  • 13 Oct 2021 09:54 PM (IST)

    কেকেআরের ৫০ রান

    ৫.৪ ওভারে কেকেআর দলগত ৫০ রান পূর্ণ করল।

  • 13 Oct 2021 09:51 PM (IST)

    ৫ ওভারে কেকেআর ৪২/০

    ক্রিজে শুভমন গিল-ভেঙ্কটেশ আইয়ার। কেকেআরের জয়ের জন্য প্রয়োজন ৯৪ রান

  • 13 Oct 2021 09:42 PM (IST)

    ৩ ওভারে নাইটদের স্কোর ২১/০

    ভালো শুরু নাইটদের ওপেনিং জুটির

  • 13 Oct 2021 09:29 PM (IST)

    কেকেআরের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন শুভমন গিল ও ভেঙ্কটেশ আইয়ার।

  • 13 Oct 2021 09:14 PM (IST)

    দিল্লির ইনিংস শেষ

    নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুলেছে দিল্লি ক্যাপিটালস। ফাইনালে উঠতে হলে কেকেআরকে তুলতে হবে ১৩৬ রান।

  • 13 Oct 2021 09:07 PM (IST)

    রান আউট হেটমায়ার

    ১৭ রান করে সাজঘরে ফিরলেন শিমরন হেটমায়ার। ১৮.৩ ওভারে রান আউট হলেন তিনি।

  • 13 Oct 2021 08:57 PM (IST)

    দিল্লির শতরান

    ১৭.১ ওভারে দিল্লি দলগত শতরান পূর্ণ করল। ক্রিজে শিমরন হেটমায়ার ও শ্রেয়স আইয়ার

  • 13 Oct 2021 08:56 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে দিল্লির স্কোর ৪ উইকেটে ৯৯।

  • 13 Oct 2021 08:45 PM (IST)

    দিল্লির নেতা পন্থ আউট

    মাত্র ৬ রান করে আউট হলেন দিল্লির নেতা ঋষভ পন্থ। লকি ফার্গুসনের গতির সামনে হার মানলেন পন্থ।

  • 13 Oct 2021 08:42 PM (IST)

    ১৫ ওভারে দিল্লি ৯০/৩

    খেলা বাকি ৫ ওভারের। শেষ ৫ ওভারে কত রান তুলতে পারবে টিম দিল্লি নজর থাকবে সেদিকেই।

  • 13 Oct 2021 08:38 PM (IST)

    ধাওয়ান আউট

    ওপেনার শিখর ধাওয়ানের গুরুত্বপূর্ণ উইকেট হারাল দিল্লি। বরুণ চক্রবর্তী কেকেআরকে তৃতীয় উইকেট এনে দিলেন। ধাওয়ানের ক্যাচ নিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান

  • 13 Oct 2021 08:25 PM (IST)

    মার্কাস স্টোইনিস আউট

    শিবম মাভির বলে আউট হলেন মার্কাস স্টোইনিস। তিনি ১৮ রান করে সাজঘরে ফিরলেন

  • 13 Oct 2021 08:15 PM (IST)

    ১০ ওভারে দিল্লি ৬৫/১

    প্রথম ১০ ওভারে ১ উইকেট খুইয়ে দিল্লি তুলেছে ৬৫ রান। শেষ ১০ ওভারে কত রান তুলতে পারবে দিল্লি, নজর রাখতে হবে সেদিকেই।

    শিখর ধাওয়ান ২৯*, মার্কাস স্টোইনিস ১৫*

  • 13 Oct 2021 08:00 PM (IST)

    দিল্লির দলগত ৫০ রান

    ৭.১ ওভারে দিল্লি দলগত ৫০ রান পূর্ণ করল।

    ক্রিজে মার্কাস স্টোইনিস ও শিখর ধাওয়ান

  • 13 Oct 2021 07:54 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৩৮ রান তুলেছে দিল্লি ক্যাপিটালস।

  • 13 Oct 2021 07:50 PM (IST)

    ৫ ওভারে দিল্লি ৩৪/১

    প্রথম ৫ ওভারে এক উইকেট হারিয়ে দিল্লি তুলেছে ৩৪ রান।

  • 13 Oct 2021 07:46 PM (IST)

    পৃথ্বী শ আউট

    ১৮ রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট হলেন পৃথ্বী শ। কেকেআরকে প্রথম উইকেট এনে দিলেন বিস্ময় স্পিনার বরুণ

  • 13 Oct 2021 07:45 PM (IST)

    টি-২০-তে গব্বরের ২০০তম ছয়

    কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটের ২০০তম ছয় পূর্ণ করলেন শিখর ধাওয়ান

  • 13 Oct 2021 07:40 PM (IST)

    ৩ ওভারে দিল্লি ১৮/০

    প্রথম ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে দিল্লি তুলেছে ১৮ রান।

    তৃতীয় ওভারে একটি চার ও একটি ছয় মেরেছেন পৃথ্বী শ।

    শিখর ১*, পৃথ্বী ১৭*

  • 13 Oct 2021 07:32 PM (IST)

    ১ ওভারে দিল্লি ১/০

    প্রথম ওভারে মাত্র ১ রান তুলেছে দিল্লি। দিল্লির ওপেনিং জুটিকে বড় শট মারার কোনও বলই দেননি সাকিব আল হাসান। প্রথম ওভারে ৫টি ডট বল দিলেন সাকিব

  • 13 Oct 2021 07:30 PM (IST)

    দিল্লির ইনিংস শুরু

    দিল্লির হয়ে ওপেনিংয়ে নামলেন পৃথ্বী শ ও শিখর ধাওয়ান

  • 13 Oct 2021 07:23 PM (IST)

    দুই দলই তৈরি, হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার জন্য আপনারা তৈরি তো?

    আইপিএলের মেগা ম্যাচের জন্য দুই দলই তৈরি, হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার জন্য আপনারা তৈরি তো?

  • 13 Oct 2021 07:16 PM (IST)

    দিল্লির প্রথম একাদশ

    দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), মার্কাস স্টোইনিস, শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, আভেশ খান, এনরিক নর্টজে।

  • 13 Oct 2021 07:15 PM (IST)

    কেকেআরের প্রথম একাদশ

    কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, ইওন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুনীল নারিন, লকি ফার্গুসন, সাকিব আল হাসান, বরুণ চক্রবর্তী, শিবম মাভি।

  • 13 Oct 2021 07:02 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল কলকাতা নাইট রাইডার্স।

    টসে জিতে শুরুতে পন্থের দিল্লিকে ব্যাটিং করতে পাঠাল কেকেআর।

  • 13 Oct 2021 06:38 PM (IST)

    নাইটদের বিরুদ্ধে লড়তে তৈরি টিম দিল্লি

    কেকেআরের বিরুদ্ধে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য তৈরি পন্থের দিল্লি। হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য আপনারা তৈরি তো?

  • 13 Oct 2021 06:34 PM (IST)

    মহাঅষ্টমীর সন্ধ্যায় ক্যাপ্টেন মর্গ্যান তৈরী মহা যুদ্ধের জন্য

    মহাঅষ্টমীর সন্ধ্যায় ক্যাপ্টেন মর্গ্যান তৈরী মহা যুদ্ধের জন্য। আজ হাসি ফুটবে কি কেকেআর সমর্থকদের মুখে?

  • 13 Oct 2021 06:30 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    এখনও পর্যন্ত আইপিএলে মোট ২৭ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে কেকেআর জিতেছে ১৫ বার। দিল্লি জিতেছে ১২ বার।