মুম্বই: আজ, রবিবার আইপিএল-১৫-র (IPL 2022) ১৬তম দিন। সুপার সানডে-র ডাবল হেডারের প্রথম ম্যাচে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) নেমেছিল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে। টসে জিতে রবিবারের প্রথম ম্যাচে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন নাইট ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৫ রান তুলেছিল ঋষভ পন্থের দিল্লি। কেকেআরের টার্গেট ছিল ২১৬। দিল্লির হয়ে সর্বোচ্চ রান করেছেন অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার (৪৫ বলে ৬১)। কেকেআরের হয়ে সর্বাধিক উইকেট (২টি) নিয়েছেন সুনীল নারিন। হারের হ্যাটট্রিক আটকানোই আজ লক্ষ্য ছিল দিল্লির। অন্যদিকে জয়ের হ্যাটট্রিকের চেষ্টা করছিল নাইটরা। তবে ওয়ার্নার-পৃথ্বী জুটির পর অক্ষর-শার্দূল জুটিতে শেষ অবধি নাইটদের যে লক্ষ্যমাত্রা দিয়েছিল, তা পূরণ করে উঠতে পারল না বেগুনি শিবির। ফলে জয়ের হ্যাটট্রিক হল না উমেশদের। উল্টে ৪৪ রানে দিল্লির কাছে হেরে গেল কলকাতা।
আজ রবিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচে টসে জিতে পন্থের দিল্লিকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। ৪৪ রানে কেকেআরকে হারাল দিল্লি।
আইপিএলের গত মরসুমে কেকেআরে ছিলেন কুলদীপ। তবে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি। তবে দিল্লিতে পন্থ যে আস্থা দেখিয়েছেন কুলদীপের ওপর, সেই আস্থার মান রাখছেন কুলদীপ। আজ ৪ ওভার বল করে ৩৫ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ যাদব।
২ বল বাকি থাকতেই অল আউট হয়ে গেল কেকেআর। ৪৪ রানে ম্যাচ জিতে নিলেন পন্থরা।
শেষ ওভারে আন্দ্রে রাসেলের উইকেট তুলে নিলেন শার্দূল ঠাকুর। ২৪ রান করে মাঠ ছাড়লেন রাসেল।
১৭ ওভার শেষে কেকেআরের স্কোর ৮ উইকেটে ১৫২। ম্যাচ জিততে নাইটদের প্রয়োজন ৬৪ রান।
পরপর উইকেট হারাচ্ছে কেকেআর। এক ওভারে তিনটি উইকেট তুলে নিয়েছেন কুলদীপ যাদব। কামিন্স, নারিনের পর উমেশের উইকেট তুলে নিলেন কুলদীপ।
প্যাট কামিন্সের পর সুনীল নারিনের উইকেটও তুলে নিলেন কুলদীপ যাদব। সাত নম্বর উইকেট হারাল নাইটরা।
কুলদীপ যাদব তুলে নিলেন নাইটদের গত ম্যাচের তারকা প্যাট কামিন্সের উইকেট। রীতিমতো চাপে পড়ে গিয়েছে কেকেআর।
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলেছে নাইটরা।
স্যাম বিলিংয়ের উইকেট তুলে নিলেন খালিল আহমেদ। ১৫ রান করে মাঠ ছাড়লেন বিলিংস। পঞ্চম উইকেট হারাল কেকেআর।
নাইট ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের উইকেট তুলে নিলেন কুলদীপ যাদব। ৫৪ রান করে মাঠ ছাড়লেন শ্রেয়স।
পুরনো দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন শ্রেয়স আইয়ার।
তৃতীয় উইকেট হারাল কেকেআর। ললিত যাদবের বলে পৃথ্বী শ-র হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন নীতিশ রানা। ২০ বলে ৩০ রান করে গেলেন রানা।
খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৯১ রান তুলেছে নাইটরা। ম্যাচ জিততে এখনও কেকেআরকে তুলতে হবে ১২৫ রান।
পাওয়ার প্লে-র খেলা শেষ।
ভেঙ্কটেশ আইয়ারের পর অজিঙ্ক রাহানের উইকেটও তুলে নিলেন খালিল আহমেদ। দ্বিতীয় উইকেট হারাল কেকেআর। ৮ রান করে মাঠ ছাড়লেন জিঙ্কস।
নাইট ওপেনার ভেঙ্কটেশ আইয়ারের উইকেট তুলে নিলেন খালিল আহমেদ। প্রথম উইকেট হারাল কেকেআর। ১৮ রান করে মাঠ ছাড়লেন ভেঙ্কি।
কেকেআরের সামনে বড় লক্ষ্য। রান তাড়া করতে নেমে পড়লেন নাইটদের ওপেনিং জুটি অজিঙ্ক রাহানে ও ভেঙ্কটেশ আইয়ার।
শেষ ওভারের প্রথম বলে ৪ মারলেন শার্দূল ঠাকুর। তাঁর দলের স্কোর ২০০-র গণ্ডি পেরিয়ে গেল।
১৯ ওভারে ৫ উইকেটের বিনিময়ে দিল্লি ক্যাপিটালস তুলেছে ১৯৯ রান। শেষ ওভারে কত রান তোলে টিম দিল্লি সেদিকে নজর রাখতে হবে।
ডেভিড ওয়ার্নারকে শেষমেশ প্যাভিলিয়নে পাঠালেন বেগুনি টুপির মালিক উমেশ যাদব। ৪৫ বলে ৬১ রান করে মাঠ ছাড়লেন অজি তারকা ওপেনার।
রোভম্যান পাওয়েলের উইকেট তুলে নিলেন সুনীল নারিন। চতুর্থ উইকেট হারাল দিল্লি। ৮ রান করে মাঠ ছাড়লেন রোভম্যান।
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬১ রান তুলেছে দিল্লি।
সুনীল নারিন তুলে নিলেন ললিত যাদবের উইকেট। মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন ললিত।
আন্দ্রে রাসেল কেকেআরকে এনে দিলেন দ্বিতীয় সাফল্য। দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ ২৭ রান করে মাঠ ছাড়লেন।
কেকেআরের বিরুদ্ধে ৩৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন দিল্লির ওপেনার ডেভিড ওয়ার্নার।
১১ ওভারের খেলা শেষ।
বরুণ চক্রবর্তী নাইটদের এনে দিলেন প্রথম সাফল্য। ৫১ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন দিল্লির ওপেনার পৃথ্বী শ। ৮.৪ ওভারে প্রথম উইকেট হারাল দিল্লি।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন দিল্লির ওপেনার পৃথ্বী শ।
পাওয়ার প্লে-র খেলা শেষ।
প্রথম ৫ ওভারের খেলা শেষ।
দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেনিংয়ে নামলেন পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার।
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটকিপার), সুনীল নারিন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, রসিখ সালাম দার, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।
We go unchanged in our first day game of #IPL2022! ?@winzoofficial #KKRHaiTaiyaar #KKRvDC pic.twitter.com/lKxehBLt1C
— KolkataKnightRiders (@KKRiders) April 10, 2022
টিম দিল্লিতে আজ একটি পরিবর্তন। অনরিখ নর্টজের জায়গা নিয়েছেন খালিল আহমেদ।
দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, খালিল আহমেদ ও কুলদীপ যাদব।
? Khaleel ? Nortje ?
One change and we're all set to roar against #KKR ?#YehHaiNayiDilli | #IPL2022 | #KKRvDC #TATAIPL | #IPL | #DelhiCapitals | @Dream11 pic.twitter.com/rNDwblopuA
— Delhi Capitals (@DelhiCapitals) April 10, 2022
টসে জিতে পন্থের দিল্লির বিরুদ্ধে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার।
কলকাতার বিরুদ্ধে রবিবারের দুপুরের ম্যাচে নামার আগে ওয়ার্নার-কুলদীপদের জোশ কেমন জানেন? দেখুন ভিডিও…
Dilli, How's the ????? ?#YehHaiNayiDilli | #IPL2022#TATAIPL | #IPL | #DelhiCapitals | #KKRvDC | #DCAllAccess | @TajMahalMumbai | @davidwarner31 | #OctaRoarsForDC pic.twitter.com/JxQtaIwfDi
— Delhi Capitals (@DelhiCapitals) April 10, 2022
পুরনো দলের বিরুদ্ধে আজ শ্রেয়স আইয়ারের জ্বলে ওঠার পালা।
Eyes ? on the win ?#TATAIPL | #KKRvDC pic.twitter.com/tWGzM4yMQi
— IndianPremierLeague (@IPL) April 10, 2022
ম্যাচ ডে মুডে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা। শ্রেয়সের কাছে আজকের লড়াই বিশেষ। কারণ আজ তিনি পুরনো দলের বিরুদ্ধে নাইট জার্সিতে নেতৃত্ব দেবেন তিনি।
Matchday vibes ?❤️
Dilliwale #KKRvDC ke liye ??????? hai ??#YehHaiNayiDilli | #IPL2022#TATAIPL | #IPL | #DelhiCapitals pic.twitter.com/FW97HwrRCV
— Delhi Capitals (@DelhiCapitals) April 10, 2022
আর মাত্র ১ ঘণ্টা পর শুরু হবে রবিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচ। তাতে মুখোমুখি কলকাতা ও দিল্লি।
??'? ? ??????-?????? ??????! ? ?
Hello & welcome from the Brabourne Stadium – CCI for Match 1⃣9⃣ of the #TATAIPL 2022. ? ?
The @ShreyasIyer15-led @KKRiders squares off against @RishabhPant17's @DelhiCapitals. ? ? #KKRvDC
Who will come out on top❓ pic.twitter.com/IWQMOsVRy5
— IndianPremierLeague (@IPL) April 10, 2022