IPL 2023 : সঞ্জুর মাইলস্টোন ম্যাচে ইডেনে দাপট দেখাতে পারবে কি রানার কেকেআর?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 11, 2023 | 8:00 AM

KKR vs RR, IPL 2023 : চলতি আইপিএলে আজ কেকেআরের হোম ম্যাচ রয়েছে। সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে নীতীশ রানার দল। কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি।

IPL 2023 : সঞ্জুর মাইলস্টোন ম্যাচে ইডেনে দাপট দেখাতে পারবে কি রানার কেকেআর?
IPL 2023 : সঞ্জুর মাইলস্টোন ম্যাচে ইডেনে দাপট দেখাতে পারবে কি রানার কেকেআর?

Follow Us

কলকাতা : ইডেনে আজ আইপিএলে কলকাতা বনাম রাজস্থান ম্যাচ। চলতি আইপিএলে (IPL 2023) ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হয়েছে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। যদিও নাইটরা তাদের শেষ ২ ম্যাচে জিতেছে। অন্যদিকে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ভালো পারফর্ম করতে করতে হঠাৎ করেই খেই হারিয়ে ফেলেছে। হারের হ্যাটট্রিক করে ফেলেছে পিঙ্ক আর্মি। এই পরিস্থিতিতে রানার কেকেআরের বিরুদ্ধে ইডেনে নামবেন জস বাটলাররা। দুই দলই এখনও অবধি এ বারের আইপিএলে ১১টি করে ম্যাচে খেলেছে। তার মধ্যে নাইটদের জয় ৫ ম্যাচে, হার ৬ ম্যাচে। একইরকম ভাবে কেকেআরের মতোই রাজস্থানের জয় ৫টি, হার ৬টি। প্রসঙ্গত, এই ম্যাচে ২ দলের কয়েকজন ক্রিকেটার বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আজ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি —

১) রিঙ্কু সিং – আইপিএলে চারের হাফসেঞ্চুরি পূর্ণ করতে হলে কেকেআরের রিঙ্কু সিংয়ের ব্যাটে চাই আর ৬টি বাউন্ডারি।

২) আন্দ্রে রাসেল – আইপিএলে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করতে হলে আন্দ্রে রাসেলকে আর নিতে হবে ৪টি উইকেট। টি-২০ ক্রিকেটে ৪০০টি উইকেটের রেকর্ড স্পর্শ করতে হলে রাসেলকে নিতে হবে আর তিনটি উইকেট।

৩) ভেঙ্কটেশ আইয়ার – টি-২০ ক্রিকেটে চারের ডাবল সেঞ্চুরি পূর্ণ করার জন্য কেকেআরের ভেঙ্কটেশ আইয়ারের প্রয়োজন আর ২টি বাউন্ডারি।

৪) লকি ফার্গুসন – টি-২০ ক্রিকেটে লকি ফার্গুসনকে ১৫০টি উইকেটের রেকর্ড পূর্ণ করতে হলে আর নিতে হবে ৩টি উইকেট।

৫) টিম সাউদি – আইপিএলে উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য টিম সাউদির প্রয়োজন আর ৩টি উইকেট।

৬) যুজবেন্দ্র চাহাল – আইপিএলে সর্বাধিক উইকেট (১৮৩টি) নেওয়া ক্রিকেটার এতদিন ছিলেন ডোয়েন ব্র্যাভো। চলতি মরসুমে চাহাল তাঁকে স্পর্শ করে ফেলেছেন। আর একটি উইকেট পেলেই তিনি টপকে যাবেন ব্র্যাভোকে।

৭) সঞ্জু স্যামসন – আইপিএলে আজ রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের মাইলস্টোন ম্যাচ। ১৫০তম আইপিএল ম্যাচে খেলতে চলেছেন সঞ্জু।

৮) যশস্বী জয়সওয়াল – আইপিএলে ছক্কার হাফসেঞ্চুরির জন্য রাজস্থানের ওপেনার যশস্বীর প্রয়োজন আর ৭টি ছয়।

৯) জস বাটলার – আইপিএলে ১৫০টি ছক্কার রেকর্ড পূর্ণ করতে হলে জস বাটলারের আর প্রয়োজন ১টি ছয়।

 

Next Article