KKR vs RR, IPL 2022 Match 47 Result: রিঙ্কু-রানা জুটিতে ভর করে জয়ে ফিরল নাইটরা

Kolkata Knight Riders vs Rajasthan Royals Live Score in Bangla: দেখুন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

KKR vs RR, IPL 2022 Match 47 Result: রিঙ্কু-রানা জুটিতে ভর করে জয়ে ফিরল নাইটরা
কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 02, 2022 | 11:27 PM

মুম্বই: আজ, সোমবার আইপিএল-১৫-র (IPL 2022) ৪৭তম প্রথম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। টসে জিতে শুরুতে সঞ্জুদের ব্যাটিং করতে পাঠান শ্রেয়স। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছিল রাজস্থান রয়্যালস। ম্যাচ জিততে কেকেআরকে তুলতে হত ১৫৩ রান। ৫ বল বাকি থাকতেই ১৫৮ রান তুলে নিয়ে ২ পয়েন্ট অর্জন করল কেকেআর। টানা ৫ ম্যাচে হারের পর জয়ের মুখ দেখল নাইটরা। ওয়াংখেড়েতে ৭ উইকেটে জয়ী শ্রেয়সের দল। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে (১৮ এপ্রিল) ৭ রানে জিতেছিল রাজস্থান। আজ সেই ম্যাচে হারের বদলা নিল কেকেআর। এবং জিইয়ে রাখল প্লে-অফের আশা।

Key Events

৭ উইকেটে জয়ী কেকেআর

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছিল রাজস্থান। ম্যাচ জিততে কেকেআরকে তুলতে হত ১২০ বলে ১৫৩ রান। ৫ বল বাকি থাকতেই টার্গেট পূর্ণ করে ফেলে কেকেআর।

৫ ম্যচ পরে জয়ে ফিরল নাইটরা

চলতি আইপিএলে টানা ৫ ম্যাচে হেরে কোণঠাসা হয়ে পড়েছিল নাইটরা। অবশেষে জয়ের দেখা পেল শ্রেয়সের দল। একইসঙ্গে বেগুনি শিবিরের প্লে-অফের আশাও বেঁচে রইলো।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 02 May 2022 11:19 PM (IST)

    জয়ে ফিরল নাইটরা

    রাজস্থানের বিরুদ্ধে ৭ উইকেটে জিতল কেকেআর। রিঙ্কু-রানা জুটিতে ভর করে ম্যাচ জিতল নাইটরা।

  • 02 May 2022 10:48 PM (IST)

    ১৫ ওভারে কেকেআর ১০৭/৩

    • খেলা বাকি ৫ ওভারের।
    • প্রথম ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছে নাইটরা।
    • ম্যাচ জিততে কেকেআরের এখনও প্রয়োজন ৩০ বলে ৪৬ রান।
  • 02 May 2022 10:39 PM (IST)

    শ্রেয়স আউট

    নাইট নেতা শ্রেয়স আইয়ারের উইকেট তুলে নিলেন ট্রেন্ট বোল্ট। ৩৪ রান করে মাঠ ছাড়লেন নাইট ক্যাপ্টেন।

  • 02 May 2022 10:24 PM (IST)

    ১০ ওভারে কেকেআর ৫৯/২

    • প্রথম ১০ ওভারের খেলা শেষ।
    • শুরুর ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৯ রান তুলেছে কেকেআর।
  • 02 May 2022 10:04 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র খেলা শেষ।
    • প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩২ রান তুলেছে কেকেআর।
    • ম্যাচ জিততে নাইটদের চাই এখনও ৮৪ বলে ১২১ রান।
  • 02 May 2022 10:01 PM (IST)

    ইন্দ্রজিৎ আউট

    বাবা ইন্দ্রজিৎের উইকেট তুলে নিলেন প্রসিধ কৃষ্ণা। দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলল নাইটরা।

  • 02 May 2022 09:57 PM (IST)

    ৫ ওভারে কেকেআর ২৫/১

    • প্রথম ৫ ওভারের খেলা শেষ।
    • প্রথম ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ২৫ রান তুলেছে নাইটরা।
  • 02 May 2022 09:50 PM (IST)

    ফিঞ্চ আউট

    অ্যারন ফিঞ্চের উইকেট তুলে নিলেন কুলদীপ সেন। ৪ রান করে মাঠ ছাড়লেন নাইট ওপেনার ফিঞ্চ।

  • 02 May 2022 09:46 PM (IST)

    ৩ ওভারে কেকেআর ১৫/০

    • প্রথম ৩ ওভারের খেলা শেষ।
    • কোনও উইকেট না হারিয়ে ১৫ রান তুলেছে কেকেআর।
  • 02 May 2022 09:34 PM (IST)

    রান তাড়া করতে নামল কেকেআর

    রান তাড়া করতে নামলেন অ্যারন ফিঞ্চ ও বাবা ইন্দ্রজিৎ

  • 02 May 2022 09:22 PM (IST)

    নাইটদের টার্গেট ১৫৩

    নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছে রাজস্থান রয়্যালস। ম্যাচ জিততে কেকেআরকে তুলতে হবে ১৫৩ রান

  • 02 May 2022 08:58 PM (IST)

    সঞ্জু ফিরলেন সাজঘরে

    শিবম মাভি তুলে নিলেন রাজস্থানের অধিনায়কের উইকেট।  ৫৪ রান করে মাঠ ছাড়লেন সঞ্জু।

  • 02 May 2022 08:55 PM (IST)

    পরাগ আউট

    রিয়ান পরাগের উইকেট তুলে নিলেন টিম সাউদি। চতুর্থ উইকেট হারাল পিঙ্ক আর্মি।

  • 02 May 2022 08:43 PM (IST)

    ১৫ ওভারে রাজস্থান ১০৫/৩

    • খেলা বাকি আর মাত্র ৫ ওভারের।
    • ১৫ ওভার শেষে রাজস্থানের স্কোর ৩ উইকেটে ১০৫।
  • 02 May 2022 08:37 PM (IST)

    সঞ্জুর হাফসেঞ্চুরি

    কেকেআরের বিরুদ্ধে ৩৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন।

  • 02 May 2022 08:35 PM (IST)

    করুণ আউট

    অনুকূল রায় আইপিএল অভিষেকে পেলেন প্রথম উইকেট। ১৩ বলে ১৩ রান করে করুণ নায়ার ফিরলেন সাজঘরে।

  • 02 May 2022 08:20 PM (IST)

    ১০ ওভারে রাজস্থান ৬২/২

    • খেলা বাকি ১০ ওভারের।
    • ক্রিজে সঞ্জু স্যামসন ও করুণ নায়ার।
    • প্রথম ১০ ওভারে দুই ওপেনারের উইকেট হারিয়ে ফেলেছে রাজস্থান।
  • 02 May 2022 08:12 PM (IST)

    বাটলার আউট

    জস বাটলারের উইকেট তুলে নিলেন টিম সাউদি। দ্বিতীয় ধাক্কা খেল রাজস্থান।

  • 02 May 2022 07:57 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে- শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ৩৮
    • সঞ্জু রয়েছেন ২১ রানে
    • বাটলার ব্যাট করছেন ১৩ রানে
  • 02 May 2022 07:54 PM (IST)

    ৫ ওভারে রাজস্থান ২৭/১

    • প্রথম ৫ ওভারের খেলা শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ২৭।
    • শুরুর ৫ ওভারের মধ্যে ওপেনার দেবদত্তের উইকেট হারিয়ে ফেলেছে রাজস্থান।
    • ক্রিজে জস বাটলার ও সঞ্জু স্যামসন।
  • 02 May 2022 07:43 PM (IST)

    ৩ ওভারে রাজস্থান ৭/১

    • প্রথম ৩ ওভারের খেলা শেষ।
    • এক উইকেট হারিয়ে শুরুর ৩ ওভারে ৭ রান তুলেছে রাজস্থান।
  • 02 May 2022 07:41 PM (IST)

    দেবদত্ত আউট

    প্রথম উইকেট হারাল রাজস্থান। দেবদত্ত পাড়িক্কালকে ফেরালেন উমেশ যাদব। ২ রান করে সাজঘরে ফিরলেন দেবদত্ত।

  • 02 May 2022 07:30 PM (IST)

    রাজস্থানের ইনিংস শুরু

    রাজস্থানের হয়ে ওপেনিংয়ে নামলেন জস বাটলার ও দেবদত্ত পাড়িক্কাল।

  • 02 May 2022 07:10 PM (IST)

    কেকেআরের প্রথম একাদশ

    কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: অ্যারন ফিঞ্চ, অনুকূল রায়, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), বাবা ইন্দ্রজিৎ (উইকেটকিপার), রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, উমেশ যাদব, টিম সাউদি, শিবম মাভি।

  • 02 May 2022 07:06 PM (IST)

    রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ

    দেখে নিন রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: জস বাটলার, দেবদত্ত পাড়িক্কাল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), করুণ নায়ার, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট ও প্রসিধ কৃষ্ণা।

  • 02 May 2022 07:02 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শুরুতে রাজস্থানের বিরুদ্ধে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার।

  • 02 May 2022 06:49 PM (IST)

    ম্যাচ ডে মুডে দুই দল

    আর কিছুক্ষণ পর আইপিএলের ম্যাচে মুখোমুখি হতে চলেছে কেকেআর ও রাজস্থান।

  • 02 May 2022 06:42 PM (IST)

    চলতি আইপিএলে প্রথম সাক্ষাতের ফল

    চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে (১৮ এপ্রিল) কেকেআরের বিরুদ্ধে ৭ রানে জিতেছিল রাজস্থান। ৫টি উইকেট পেয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। আজ সেই ম্যাচে হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে কেকেআরের কাছে।

  • 02 May 2022 06:32 PM (IST)

    এক নজরে হেড টু হেড

    এখনও অবধি আইপিএলে মোট ২৫ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে কেকেআর জিতেছে ১৩ বার আর ১০ বার জিতেছে রাজস্থান। ২টি ম্যাচ অমীমাংসিত।