পুনে: আজ, শনিবার আইপিএল-১৫-র (IPL 2022) ৬১তম প্রথম ম্যাচে পুনের মাঠে মুখোমুখি হয়েছিল শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। আজ আইপিএল কেরিয়ারের ১০০তম ম্যাচে টসে জিতে শ্রেয়স আইয়ার শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। এ বারের আইপিএলের প্রথম পর্বের সাক্ষাতে ৭ উইকেটে কেকেআরকে হারিয়েছিল হায়দরাবাদ। ব্যাট হাতে আগুন ঝরিয়েছিলেন প্রাক্তন নাইট রাহুল ত্রিপাঠী। আজ কেকেআর নিল সেই ম্যাচে হারের বদলা। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলেছিল কেকেআর। হায়দরাবাদের টার্গেট ছিল ১৭৮। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৩ রানে আটকে গেল হায়দরাবাদ। ফলে ৫৪ রানে ম্যাচ জিতে নিল কেকেআর। এবং বেঁচে রইল কেকেআরের প্লে-অফের স্বপ্নও।
নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলেছিল কেকেআর। হায়দরাবাদের টার্গেট ছিল ১৭৮। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৩ রানে আটকে গেল হায়দরাবাদ। ফলে ৫৪ রানে ম্যাচ জিতে নিল কেকেআর।
ব্যাট হাতে আন্দ্রে রাসেল প্রথমে করে যান ২৮ বলে ৪৯ নট আউট। এর পর বল হাতে ৪ ওভারে ২২ রান দিয়ে তিনি তুলে নেন ৩ উইকেট।
সানরাইজার্স হায়দরাবাদকে ৫৪ রানের বড় ব্যবধানে হারাল কেকেআর।
১৮তম ওভারে জোড়া উইকেট তুলে নিলেন আন্দ্রে রাসেল। ওয়াশিংটন সুন্দরকে দিয়ে শুরু করে মার্কো জ্যানসেনকে তুলে নিয়ে থামলেন রাসেল।
খেলা বাকি আর মাত্র ৫ ওভারের। ম্যাচ জিততে হায়দরাবাদকে শেষের ৫ ওভারে তুলতে হবে ৭৮ রান। ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০০ রান তুলেছে হায়দরাবাদ।
এইডেন মার্করামের উইকেট তুলে নিলেন উমেশ যাদব। পাঁচ নম্বর উইকেট হারাল হায়দরাবাদ।
নিকোলাস পুরানের উইকেট তুলে নিলেন সুনীল নারিন। চতুর্থ ধাক্কা খেল হায়দরাবাদ।
অভিষেক শর্মার উইকেট তুলে নিলেন বরুণ চক্রবর্তী। তৃতীয় উইকেট হারাল অরেঞ্জ আর্মি। ৪৩ রান করে মাঠ ছাড়লেন হায়দরাবাদের ওপেনার।
খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৬ রান তুলেছে হায়দরাবাদ।
৯ রান করে মাঠ ছাড়লেন রাহুল ত্রিপাঠী। দ্বিতীয় উইকেট হারাল হায়দরাবাদ।
কেন উইলিয়ামসনের উইকেট তুলে নিলেন আন্দ্রে রাসেল। ৯ রান করে মাঠ ছাড়লেন হায়দরাবাদের অধিনায়ক উইলিয়ামসন।
টার্গেট ১৭৮। রান তাড়া করতে নামলেন কেন উইলিয়ামসন ও অভিষেক শর্মা।
২০ ওভারে ১৭৭ রানে থামল নাইটরা। ম্যাচ জিততে হায়দরাবাদকে তুলতে হবে ১৭৮ রান।
১৯তম ওভারে স্যাম বিলিংসের উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার।
পঞ্চম উইকেট হারাল নাইটরা। রিঙ্কু সিংয়ের উইকেট তুলে নিলেন টি নটরাজন।
১৫ রান করে উমরান মালিককে উইকেট দিয়ে বসলেন শ্রেয়স আইয়ার। চতুর্থ উইকেট হারাল কেকেআর।
নীতিশ রানার পর অজিঙ্ক রাহানের উইকেট তুলে নিলেন উমরান মালিক। ২৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেন জিঙ্কস।
উমরান মালিক তুলে নিলেন নীতিশ রানার উইকেট। ১৬ বলে ২৬ রান করে মাঠ ছাড়লেন রানা।
পাওয়ার প্লে-র শেষে কেকেআরের স্কোর ১ উইকেটে ৫৫। ক্রিজে রয়েছেন নীতিশ রানা ও অজিঙ্ক রাহানে।
প্রথম উইকেট হারাল কেকেআর। ভেঙ্কটেশ আইয়ারের উইকেট তুলে মার্কো জ্যানসেন। ৭ রান করে মাঠ ছাড়লেন ভেঙ্কি।
কেকেআরের হয়ে ওপেনিংয়ে নামলেন অজিঙ্ক রাহানে ও ভেঙ্কটেশ আইয়ার।
আজ আইপিএল কেরিয়ারের ১০০তম ম্যাচে খেলতে চলেছেন শ্রেয়স আইয়ার।
A special milestone for Skipper Shreyas as he plays his 100th IPL match tonight ??@ShreyasIyer15 #AmiKKR #KKRvSRH #IPL2022 pic.twitter.com/NuhbxuFsf4
— KolkataKnightRiders (@KKRiders) May 14, 2022
দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), অভিষেক শর্মা, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, নিকোলাস পুরান (উইকেটকিপার), শশাঙ্ক সিং, ওয়াশিংটন সুন্দর, মার্কো জ্যানসেন, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও উমরান মালিক।
Here's our Playing 1️⃣1️⃣ for this crunch game in Pune ?#KKRvSRH #OrangeArmy #ReadyToRise #TATAIPL pic.twitter.com/ETFQAoRF9U
— SunRisers Hyderabad (@SunRisers) May 14, 2022
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটকিপার), রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, উমেশ যাদব, টিম সাউদি, বরুণ চক্রবর্তী।
A couple of changes in our Playing XI tonight! ?@winzoofficial #AmiKKR #KKRvSRH #IPL2022 pic.twitter.com/hs4N4HcTtb
— KolkataKnightRiders (@KKRiders) May 14, 2022
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নাইট নেতা শ্রেয়স আইয়ারের।
হায়দরাবাদের বিরুদ্ধে কি বড় রান করতে পারবেন নাইট নেতা শ্রেয়স? তিনি তো তৈরি, তাঁর রানের ব্যাপারটা সময়ই বলবে।
????? ?????! ?@ShreyasIyer15 #AmiKKR #KKRvSRH #IPL2022 pic.twitter.com/5A9bOVlF4I
— KolkataKnightRiders (@KKRiders) May 14, 2022
আর কিছুক্ষণ পর এমসিএতে নাইটদের বিরুদ্ধে নামবেন উইলিয়ামসনরা।
MCA Stadium ?, here we come! ?#KKRvSRH #OrangeArmy #ReadyToRise #TATAIPL pic.twitter.com/LsxO1yykwv
— SunRisers Hyderabad (@SunRisers) May 14, 2022
পুনের পথে রওনা দিলেন নাইটরা।
For one last time to Pune ?#AmiKKR #KKRvSRH #IPL2022 pic.twitter.com/mmullRxGRX
— KolkataKnightRiders (@KKRiders) May 14, 2022
এ বারের আইপিএলের প্রথম পর্বের সাক্ষাতে ৭ উইকেটে কেকেআরকে হারিয়েছিল হায়দরাবাদ। ব্যাট হাতে আগুন ঝরিয়েছিলেন প্রাক্তন নাইট রাহুল ত্রিপাঠী। ফলে কেকেআরের কাছে আজকের ম্যাচ বদলার।
এখনও অবধি আইপিএলের মঞ্চে মোট ২২ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে কেকেআর জিতেছে ১৪ বার, আর ৮ বার জিতেছে হায়দরাবাদ।