IPL 2021: পঞ্জাবের বিরুদ্ধে সাবধানী নাইট শিবির

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 01, 2021 | 9:25 AM

দুটো দলই প্লে অফের (Play Off) দৌড়ে রয়েছে। একটা ম্যাচ হারা মানে, প্লে অফের দৌড় থেকে কয়েক যোজন পিছিয়ে যাওয়া। কারণ ২ পয়েন্ট এখানে অনেক গুরুত্বপূর্ণ। ১১ ম্যাচে কেকেআরের সংগ্রহ ১০ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে পঞ্জাব কিংসের সংগ্রহ ৮ পয়েন্ট।

IPL 2021: পঞ্জাবের বিরুদ্ধে সাবধানী নাইট শিবির
কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস। ছবি: টুইটার

Follow Us

দুবাই: একটা জয়। সেই জয়ই পাল্টে দিয়েছে দলের মানসিকতা। চেন্নাইয়ের (Chennai Super Kings) বিরুদ্ধে হারলেও দিল্লির (Delhi Capitals) বিরুদ্ধে দুরন্ত কামব্যাক করেছে নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। অপ্রতিরোধ্য দিল্লিকে হারিয়ে মর্গ্যানরা (Eoin Morgan) বুঝিয়ে দিয়েছেন, চাইলে তাঁরা সব পারেন। আজ রাতে নাইটদের সামনে লোকেশ রাহুলের পঞ্জাব। আইপিএলে কলকাতা-পঞ্জাব দ্বৈরথ মানে বরাবরের সেই এক ক্যাচলাইন- বীর বনাম জারা। কিন্তু এ বারের আইপিএলে মরুশহরে এখনও দেখা যায়নি দু’জনের কাউকে। তাই সব ছাপিয়ে লড়াইটা সীমাবদ্ধ মর্গ্যান বনাম রাহুলে।

দুটো দলই প্লে অফের (Play Off) দৌড়ে রয়েছে। একটা ম্যাচ হারা মানে, প্লে অফের দৌড় থেকে কয়েক যোজন পিছিয়ে যাওয়া। কারণ ২ পয়েন্ট এখানে অনেক গুরুত্বপূর্ণ। ১১ ম্যাচে কেকেআরের সংগ্রহ ১০ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে পঞ্জাব কিংসের সংগ্রহ ৮ পয়েন্ট। রাহুলদের কাছে প্রতিটি ম্যাচই ডু অর ডাই। সঙ্গে তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকেও। নাইটরা ম্যাচ ফস্কালেই প্লে অফের দৌড় থেকেও পিছিয়ে যাবে- সতর্ক কেকেআর (KKR) শিবির।

দুই শিবিরেই রয়েছে চোট আতঙ্ক। হ্যামস্ট্রিংয়ের চোটে শেষ ম্যাচে খেলতে পারেননি রাসেল। অন্যদিকে পঞ্জাবও পায়নি মায়াঙ্ক আগারওয়ালকে। ম্যাচের দিনই বোঝা যাবে দুই ক্রিকেটারের পরিস্থিতি। তবে রাসেল আগের ম্যাচে না খেললেও কলকাতার জয়ে কোনও বাধা হয়নি। পরিবর্ত টিম সাউদি অভিজ্ঞতার দাম দিয়েছেন। ফর্মে ফিরেছেন সুনীল নারিনও (Sunil Narine)। কিন্তু আন্দ্রে রাসেল যে সবসময়ই বড় ম্যাচে একটা ফ্যাক্টর। যিনি থাকা মানে, দলের ওজন অনেকটা বেড়ে যাওয়া।

আত্মবিশ্বাসের চূড়ায় থাকলেও সাবধানী নাইট শিবির। পঞ্জাবের টপ অর্ডারে রাহুল, গেইলরা যে কোনও সময় ভয়ানক হয়ে উঠতে পারেন। এছাড়া বোলিং বিভাগে সামি, আর্শদীপ সিংদের পেসের সঙ্গে বিষ্ণোই, ব্রারদের ঘূর্ণি তো আছেই। তাই অঙ্ক কষেই পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে শাহরুখের দল। কারণ, একটু বেগতিক হলেই পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে।

আরও পড়ুন: IPL 2021 KKR vs PBKS Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচ

আরও পড়ুন: IPL 2021: ভয়ডরহীন ক্রিকেটই প্লে-অফের স্বপ্ন দেখাচ্ছে আরসিবিকে

আরও পড়ুন: IPL 2021 Points Table: কেকেআরের ম্যাচের আগে দেখুন আইপিএলের পয়েন্ট টেবলে কোন দল কোথায় রয়েছে

Next Article