IPL 2024, KKR: কিউয়ি ক্রিকেটারের জন্য টাকার থলি নিয়ে অপেক্ষায় KKR
IPL 2024, Kolkata Knight Riders: রাচিনকে টার্গেট করার প্রধান কারণ, কার্যকরী ক্রিকেটার। যে কোনও পজিশনে ব্যাট করতে পারেন। প্রয়োজনে অ্যাটাক করতে পারেন, আবার ইনিংস হোল্ডও করতে পারেন। তাঁর ফিল্ডিং অনবদ্য। পার্টটাইম স্পিনার হলেও তাঁকে দিয়ে ফুল কোটার বোলিং করানো যায়। আরও সহজ করে বললে, কমপ্লিট ক্রিকেটার রাচিন। কেকেআরের দু-বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে যেমন গৌতম গম্ভীরের নেতৃত্ব ছিল তেমনই ওপেনিংয়ে তাঁর মতো দক্ষ একজন ওপেনার।

কলকাতা: সোনালি সময়ের অপেক্ষায় কলকাতা নাইট রাইডার্স। আগামী আইপিএলের ভাবনা অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। তার অন্য়তম উদাহরণ গৌতম গম্ভীরকে মেন্টর করা। দু-বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ২০১২ এবং ২০১৪ সালে দু-বারই গৌতম গম্ভীরের নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। এরপর থেকে শুধুই অপেক্ষা। মাঝে এক বার ফাইনালেও উঠেছিল। ট্রফি যদিও আসেনি। ট্রফি খরা কাটাতে মরিয়ে কলকাতা নাইট রাইডার্স। গম্ভীরের সঙ্গে কেকেআরে ট্রফি ভাগ্য ফিরবে, এমনটাই মনে করছেন সমর্থকরা। টিমের দায়িত্ব নিয়েই পরিকল্পনা গড়ে ফেলেছেন গম্ভীর। নিউজিল্যান্ডের তরুণ ক্রিকেটারের জন্য টাকার থলি নিয়ে অপেক্ষা করছে কেকেআর। তার নানা কারণ রয়েছে। বিস্তারিত রইল TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপে অভিষেক হয়েছে রাচিন রবীন্দ্রর। প্রথম ম্য়াচই ছিল ২০১৯ সালের চ্যাম্পিয়ন ইংল্য়ান্ড। অনবদ্য ইনিংস খেলেন রাচিন। ভারতের মাটিতে বিশ্বকাপ, এক তরুণ ক্রিকেটার এত বড় মঞ্চে নেমেই সেঞ্চুরি! ভারতের মাটিতে বিশ্বকাপের সেরা আবিষ্কার বলা যায় রাচিনকেই। বিশ্বকাপে বিশেষজ্ঞ এবং ধারাভাষ্যকার হিসেবে ছিলেন গৌতম গম্ভীর। খুব কাছ থেকে রাচিনের খেলা দেখেছেন। পর্যবেক্ষণ করেছেন। গৌতম গম্ভীরও বলেছেন, এই বিশ্বকাপে সবচেয়ে প্রতিভাবান মনে হয়েছে রাচিনকেই। তখন থেকেই কি হিসেব কষতে শুরু করেছিলেন গম্ভীর?
রাচিনকে টার্গেট করার প্রধান কারণ, কার্যকরী ক্রিকেটার। যে কোনও পজিশনে ব্যাট করতে পারেন। প্রয়োজনে অ্যাটাক করতে পারেন, আবার ইনিংস হোল্ডও করতে পারেন। তাঁর ফিল্ডিং অনবদ্য। পার্টটাইম স্পিনার হলেও তাঁকে দিয়ে ফুল কোটার বোলিং করানো যায়। আরও সহজ করে বললে, কমপ্লিট ক্রিকেটার রাচিন। কেকেআরের দু-বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে যেমন গৌতম গম্ভীরের নেতৃত্ব ছিল তেমনই ওপেনিংয়ে তাঁর মতো দক্ষ একজন ওপেনার।
কেকেআরে ভেঙ্কটেশ আইয়ারও ওপেন করেছেন। নীতীশ রানাকে দিয়েও ওপেন করানো হয়েছে। দু-জনই বাঁ হাতি। কিন্তু ধারাবাহিকতা দেখাতে পারেননি। অতীত না হয় বাদ দেওয়া হল। গত মরসুমে কলকাতা নাইট রাইডার্স সবচেয়ে বেশি ভুগেছে ওপেনিং নিয়েই। বেশ কিছু কম্বিনেশন দেখা হয়েছে। কোনও জুটিই ধারাবাহিকতা দেখাতে পারেনি। যে কারণে বারবার বদলাতে হয়েছে ওপেনিং জুটি। এ বার যদি রহমানুল্লা গুরবাজকে রিটেন করা হয় এবং রাচিনকে নেওয়া যায়, ওপেনিংয়ে মজবুত জুটি হতে পারে। এই জুটিতে কিপার, ব্য়াটার, স্পিনার, অনেক ফাঁকই পূরণ হতে পারে। তবে রাচিনকে নিতে হলে, অকশন টেবলে যে অনেক ঝড় সামলাতে হবে কেকেআরকে, এ বিষয়ে সন্দেহ নেই।
