Sunil Narine: ১০০ কোটির ক্লাবে কেকেআরের নারিন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 16, 2021 | 9:49 AM

১০ বছর বেগুনি জার্সিতে খেলছেন নারিন। ত্রিনিদাদের ক্রিকেটার ১৩৪টা ম্যাচে ৯৫৪ রান করার পাশাপাশি ১৪৩টা উইকেটও নিয়েছেন। দু'বার আইপিএল জেতা কেকেআরের (KKR) সাফল্যের অন্যতম নায়ক নারিন।

Sunil Narine: ১০০ কোটির ক্লাবে কেকেআরের নারিন
Sunil Narine: ১০০ কোটির ক্লাবে কেকেআরের নারিন (ছবি-আইপিএল টুইটার)

Follow Us

কলকাতা: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ক’বার জিতেছেন আইপিএল? চারবার। সাফল্যের নিরিখে ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মার (Rohit Sharma) ঠিক পরে। কিন্তু আয়ের হিসেব যদি দেখা হয়, তা হলে আইপিএলের (IPL) সবচেয়ে ধনী ক্রিকেটার ধোনিই। প্রথম আইপিএল থেকে খেলা চেন্নাই সুপার কিংসের ‘থালা’র গত মরসুম পর্যন্ত আয় ১৫২.৮ কোটি টাকা। ঘটনা হল, ১০০ কোটির ক্লাবে এ বার ঢুকে পড়লেন কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন (Sunil Narine)।

সবচেয়ে আয়ের হিসেবে আইপিএলের প্রথম চারে ভারতীয় ক্রিকেটাররাই। ধোনির পরই রয়েছেন ভারতের ওয়ান ডে ও টি-টোয়েন্টি ক্যাপ্টেন রোহিত। মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেনের এখনও পর্যন্ত আয় ১৪৬.৬ কোটি টাকা। তিনে বিরাট কোহলি। আরসিবির হয়ে গতবার পর্যন্ত অধিনায়কত্ব করা ভিকের অ্যাকাউন্টে ১৪৩.২ কোটি। এর পরই রয়েছেন সুরেশ রায়না। গত দুটো মরসুমে খুব একটা ভালো খেলতে পারেননি। চেন্নাই এ বার তাঁকে ছেড়েও দিয়েছে। কিন্তু তিনি আবার মাঠে নেমে পড়েছেন নতুন টিম খোঁজার জন্য। নেটে উজাড় করে দিচ্ছেন নিজেকে। সেই রায়নার আয় ১১০.৭ কোটি টাকা।

এই তালিকার বাইরেও একজন আছেন, যিনি দেশি নন। কিন্তু আইপিএলে তাঁর ভক্তকুলের সংখ্যা বিরাট-রোহিতের থেকে কিছু কম নয়। তিনি এবি ডে ভিলিয়ার্স। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আগেই। সদ্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। এ বার আরসিবির কোচিং টিমে দেখা যাবে তাঁকে। এবিডির আইপিএল থেকে আয় ১০২.৫ কোটি। দ্বিতীয় বিদেশি হিসেবে তাঁর পরেই জায়গা করে নিয়েছেন নারিন। গত মরসুম পর্যন্ত কেকেআর থেকে ক্যারিবিয়ান স্পিনারের আয় ছিল ৯৫.২ কোটি টাকা। ৬ কোটি দিয়ে আগামী মরসুমের জন্য নারিনকে রিটেইন করেছে কেকেআর। তার পরই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছেন তিনি।

১০ বছর বেগুনি জার্সিতে খেলছেন নারিন। ত্রিনিদাদের ক্রিকেটার ১৩৪টা ম্যাচে ৯৫৪ রান করার পাশাপাশি ১৪৩টা উইকেটও নিয়েছেন। দু’বার আইপিএল জেতা কেকেআরের (KKR) সাফল্যের অন্যতম নায়ক নারিন।

আরও পড়ুন: IPL Auction: কোন ৫ ক্রিকেটারের মেগা নিলামে সব থেকে বেশি দাম উঠতে পারে, দেখুন গ্যালারিতে