BCCI Grade : জাডেজার উন্নতি, রাহুলের অবনতি, তালিকায় নেই ঋদ্ধি; দেখে নিন বোর্ডের চুক্তি তালিকা…

Central Contract : বর্ডার-গাভাসকর ট্রফিতে প্রথম দু-ম্য়াচে চরম ব্য়র্থতার পর বাকি দুই ম্য়াচে বাদ পড়েন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে প্রথম ম্য়াচে অপরজিত ৭৫ রানের ইনিংস। বাকি দুই ম্য়াচে ফের ব্য়র্থতা।

BCCI Grade : জাডেজার উন্নতি, রাহুলের অবনতি, তালিকায় নেই ঋদ্ধি; দেখে নিন বোর্ডের চুক্তি তালিকা...
Image Credit source: twitter

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 27, 2023 | 1:21 AM

মুম্বই : পুরুষদের ক্রিকেটে নতুন চুক্তি তালিকা প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। গ্রেড এ প্লাসে রয়েছেন চারজন ক্রিকেটার। ফর্ম নিয়ে ব্য়াপক সমালোচনায় পড়েছিলেন লোকেশ রাহুল। একের পর এক ব্য়র্থতা। বর্ডার-গাভাসকর ট্রফিতে প্রথম দু-ম্য়াচে চরম ব্য়র্থতার পর বাকি দুই ম্য়াচে বাদ পড়েন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে প্রথম ম্য়াচে অপরজিত ৭৫ রানের ইনিংস। বাকি দুই ম্য়াচে ফের ব্য়র্থতা। প্রত্যাশিত ভাবেই চুক্তিতে অবনতি হল লোকেশ রাহুলে। গ্রেড এ থেকে বি-তে নেমে গেলেন রাহুল। তেমনই উন্নতি হল বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার। তালিকায় নেই গত বার টেস্ট থেকেও বাদ পড়া কিপার-ব্য়াটার ঋদ্ধিমান সাহা। আর কে কোন গ্রেডে? বিস্তারিত TV9Bangla-য়।

বোর্ডের সর্বোচ্চ স্তর অর্থাৎ ‘এ’ প্লাস ক্য়াটেগরিতে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাডেজা। এই চার জন বার্ষিক ৭ কোটি টাকার চুক্তির তালিকায় রয়েছেন। এর পরই ‘এ’ ক্য়াটেগরিতে রয়েছেন- হার্দিক পান্ডিয়া, মহম্মদ সামি, রবিচন্দ্রন অশ্বিন, ঋষভ পন্থ, অক্ষর প্য়াটেল। এই ক্য়াটেগরিতে থাকা ক্রিকেটাররা বার্ষিক পাঁচ কোটি টাকার চুক্তিতে রয়েছে।

বি ক্য়াটেগরি অর্থাৎ বার্ষিক ৩ কোটি টাকার চুক্তিতে রয়েছেন- চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব, শুভমন গিল। সি ক্য়াটেগরি অর্থাৎ বার্ষিক ১ কোটির চুক্তিতে রয়েছেন-উমেশ যাদব, শিখর ধাওয়ান, শার্দূল ঠাকুর, ঈশান কিষাণ, দীপক হুডা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্য়ামসন, অর্শদীপ সিং, শ্রীকার ভরত।