কলকাতা: তাঁকে ট্রোল করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন নেটিজেনরাও। মুখে যে যাই বলুক, দলেও ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিলেন। টেস্ট টিমে সহ-অধিনায়কের পদ খুইয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআইতে ওপেনিংয়ে তাঁকে নামানো হয়নি। কিপার ব্যাটার হিসেবে খেলছিলেন। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই লড়লেন লোকেশ রাহুল (KL Rahul)। উইকেটের পিছনে যেমন ক্ষিপ্রতা দেখালেন, ব্যাট হাতে বহুদিন পর ম্যাচ জেতালেন ভারতকে। রাহুলের ফর্মের প্রত্যাবর্তন নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় বইছে। একসময় যাঁরা ট্রোলের বন্যা বইয়ে দিয়েছিলেন তাঁদের মুখেও কেএলের স্তুতি। কী করে চুপ থাকেন নববিবাহিত স্ত্রী আথিয়া শেট্টি। বরাবরই অন্তর্মুখী আথিয়া (Athiya Shetty) বেশি কিছু বললেন না। ইনস্টা স্টোরিতে লিখলেন দুটো কথা। রবিবারের দ্বিতীয় ওডিআই ম্যাচের আগে স্ত্রী প্রশংসা নিঃসন্দেহে প্রেরণা জোগাবে রাহুলকে। কী লিখলেন আথিয়া? তুলে ধরল TV9 Bangla।
ওডিআই সিরিজ শুরুর আগে রাহুল ও আথিয়া মহাকাল মন্দিরের শরণাপন্ন হয়েছিলেন। কেরিয়ারে লাগাতার অফ ফর্ম ও সমালোচনার প্রভাব ব্যক্তিগত জীবনে প্রভাব পড়তেই পারে। সবকিছু স্বাভাবিক করতে রাহুলের রানে ফেরার প্রয়োজন ছিল। ব্যাটিংয়ে ম্য়াচ জেতানো ইনিংস খেলা রাহুলের ছবি ইনস্টা স্টোরিতে পোস্ট করে আথিয়া লেখেন, “আমার চেনা সবচেয়ে প্রাণবন্ত মানুষ।” সঙ্গে লাভ ইমোজি।” শুধু ব্যাট নয়, প্রথম ওডিআইতে নজর কেড়েছে তাঁর কিপিং। লেগ সাইডে দুটো অনবদ্য টেক, হার্দিক পান্ডিয়ার বোলিংয়ে স্টিভ স্মিথের ক্য়াচ। যেটা কার্যত প্রথম স্লিপের ক্য়াচ ছিল। ডান দিকে ঝাঁপিয়ে অনবদ্য ক্য়াচ নেন। কুলদীপ-যাদব রবীন্দ্র জাডেজার মতো দুই দক্ষ স্পিনারের বিরুদ্ধে কিপিং সহজ নয়। সেটা কিন্তু অনায়াসেই করেছেন।
অর্ধশতরানের ইনিংস খেলে শুধু দলকে জেতানোই নয়, টিম ম্যানজমেন্টের ভরসা আদায় করে নিয়েছেন। তবে এখনও অনেকটা পথ বাকি। আরও দুটো ওডিআই ম্যাচ এবং আইপিএল রয়েছে। ওডিআই বিশ্বকাপের আগে নিজেকে ট্র্যাকে ফেরানোই লক্ষ্য থাকবে কেএলের। মাঝে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও রয়েছে। ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ঋষভ পন্থের সেরা বিকল্প হিসেবে তাঁকে বেছে নিতে দু’বার ভাববে না টিম ম্যানেজমেন্ট।