IND vs ENG, 1st Test: আবার ফিকে গিলের ব্যাট, ৫০তম টেস্টে রাহুলের ঝকঝকে হাফসেঞ্চুরি

Jan 26, 2024 | 12:10 PM

KL Rahul: টেস্ট কেরিয়ারের ৫০তম ম্যাচে দুরন্ত ছন্দে ভারতের তারকা ক্রিকেটার কেএল রাহুল। হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিন হাফসেঞ্চুরি হাঁকালেন লোকেশ রাহুল। লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ৩ উইকেটে ২২২। ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ২৪৬ রানের থেকে ২৪ রান পিছিয়ে রয়েছে ভারত।

IND vs ENG, 1st Test: আবার ফিকে গিলের ব্যাট, ৫০তম টেস্টে রাহুলের ঝকঝকে হাফসেঞ্চুরি
আবার ফিকে গিলের ব্যাট, ৫০তম টেস্টে রাহুলের ঝকঝকে হাফসেঞ্চুরি

Follow Us

কলকাতা: ভারতীয় ক্রিকেটের প্রিন্স বলা শুরু হয়েছে শুভমন গিলকে (Shubman Gill)। গত বছরের শেষ থেকে এখনও অবধি দেশের হয়ে যে ক’টি ম্যাচ খেলেছেন শুভমন গিল, তাতে তাঁকে চেনা ছন্দে দেখা যায়নি। হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের প্রথম ইনিংসে ফিকে গিলের ব্যাট। মাত্র ২৩ রান করে মাঠ ছেড়েছেন গিল। অন্যদিকে টেস্ট কেরিয়ারের ৫০তম ম্যাচে দুরন্ত ছন্দে কেএল রাহুল। হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিন হাফসেঞ্চুরি হাঁকালেন লোকেশ রাহুল (KL Rahul)। লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ৩ উইকেটে ২২২। ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ২৪৬ রানের থেকে ২৪ রান পিছিয়ে রয়েছে ভারত।

হায়দরাবাদের উপ্পলে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ১৪ রানে অপরাজিত ছিলেন শুভমন গিল। সঙ্গে ৭৬ রানে অপরাজিত ছিলেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় দিনের শুরুতে যশস্বীকে ফেরান জো রুট। এরপর শুভমন গিলের উইকেট তুলে নেন ইংল্যান্ডের হয়ে ডেবিউ ম্যাচ খেলতে নামা টম হার্টলি। ৬৬ বলে ২৩ রান করে মাঠ ছাড়েন গিল। পঞ্জাবের ছেলে গিলের গত ১০টি টেস্ট ম্যাচে দেখলে তাঁর অনুরাগীরা হতাশ হতে বাধ্য। কারণ গত ১০টি টেস্টে তাঁর ব্যাটে এসেছে মাত্র ২টি সেঞ্চুরি। আর একটিও অর্ধশতরানও হয়নি। নেটদুনিয়ায় গিলের এই ছন্দপতন নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে।

টেস্ট কেরিয়ারে হাফসেঞ্চুরিতে অর্ধশতরান লোকেশ রাহুলের…

ইংল্যান্ডের বিরুদ্ধে চার নম্বরে নেমে বেশ ছন্দেই রয়েছেন লোকেশ রাহুল। ৭২ বলে অর্ধশতরানে পৌঁছন রাহুল। তাতে ছিল ৪টি ছয়। এটি রাহুলের টেস্ট কেরিয়ারের ১৪তম অর্ধশতরান। এ বার দেখার লাঞ্চ বিরতির পর তিনি তিন অঙ্কের রানে পৌঁছতে পারেন কিনা। তাঁর সঙ্গে ৩৪ রানে অপরাজিত রয়েছেন শ্রেয়স আইয়ার।

Next Article