কলকাতা: রবিবার ছুটির দিন। জমিয়ে মাংস ভাত খেয়ে ঘুমোনোর মতো একটা দিন। কিন্তু ক্রিকেটারদের ছুটির দিন বলে কিছু হয় না। আবার যে ক্রিকেটার চাইছেন আবার ২২ গজে ফিরতে, তাঁর জন্য তো নয়ই। রাজকোট টেস্ট শুরু হতে আর দিন তিনেক মতো সময় রয়েছে। তার আগে ভারতীয় শিবিরে ফিরল খানিক স্বস্তি। ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) শেষ ৩ টেস্টের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়ে গিয়েছে। তাতে একদিকে খারাপ ও ভালো দুই-ই রয়েছে। খারাপ হল, পুরো সিরিজে বিরাট কোহলির না থাকা। আর ভালো হল, স্কোয়াডে রাখা হয়েছে লোকেশ রাহুল ও রবীন্দ্র জাডেজাকে। অবশ্য বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছিল বিসিসিআইয়ের মেডিকেল টিম রাহুল ও জাডেজাকে ফিট সার্টিফিকেট দিলেই তাঁরা খেলতে পারবেন। রবি-দুপুরে নেটে ব্যাটিংয়ে নেমে পড়লেন কেএল রাহুল (KL Rahul)। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল।
লোকেশ রাহুল তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে নেটে নিজের ব্যাটিং অনুশীলনের ভিডিয়ো শেয়ার করেছেন। বর্তমানে তিনি বেঙ্গালুরুর এনসিএতে রয়েছেন। সেখানেই এ বার নেট প্র্যাক্টিসে নেমে পড়লেন রাহুল। ছোট্ট ওই ভিডিয়োতে রাহুলকে সাবলীল ভাবে ব্যাটিং করতে দেখা গিয়েছে।
Boss KL Rahul in the nets! 😍 #INDvsAUS pic.twitter.com/a48KPaHLNa
— Kunal Yadav (@Kunal_KLR) February 11, 2024
ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলছেন রাহুল। হায়দরাবাদ টেস্টে তিনি চারে নেমে প্রথম ইনিংসে ৮৬ রান করেছিলেন এবং দ্বিতীয় ইনিংসে ২২ রান করেছিলেন। এর পর সিরিজের দ্বিতীয় টেস্টে অবশ্য তিনি খেলেননি। বিসিসিআই জানিয়েছিল, রাহুলের ডান উরুতে ব্যাথা (কোয়াড্রিসেপস) রয়েছে।
ভাইজ্যাগ টেস্টে লোকেশ রাহুলের জায়গায় চারে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। তাতে প্রথম ইনিংসে ২৭ ও দ্বিতীয় ইনিংসে ২৯ রান করেছিলেন শ্রেয়স। তিনি বাকি তিন টেস্টের জন্য টিম থেকে বাদ পড়েছেন। অবশ্য তাঁকে বাদ দেওয়ার কোনও কারণ জানায়নি বোর্ড। শোনা গিয়েছিল তিনি পিঠ ও কুঁচকির চোটের কারণে নেই সিরিজের শেষ ৩ টেস্টে। অর্থাৎ শ্রেয়স না থাকায় রাজকোটে রাহুল টিমে ফিরলে ভারতীয় মিডল অর্ডারে স্বস্তি ফিরবে, সেটা বলাই যায়।