India vs South Africa: বিরাট মন্ত্রেই দীক্ষা রাহুলের

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Jan 18, 2022 | 5:30 PM

এ প্রসঙ্গে তিনি বলেন, 'এ বিষয়ে এখনও আমি কিছু ভাবিনি। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া সব সময়ই অনেক স্পেশাল। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। ভারতীয় ক্রিকেটের ঐতিহ্যকে বহন করার জন্য সবটা উজাড় করে দিতে চাই। জোহানেসবার্গ টেস্ট থেকে অনেক কিছু শিখেছি। ধোনি, বিরাটের থেকেও ক্যাপ্টেন্সির শিক্ষা নিয়েছি। আমি কোনও টার্গেট সেট করি না।'

India vs South Africa: বিরাট মন্ত্রেই দীক্ষা রাহুলের
বিরাট কোহলি ও কেএল রাহুল। ছবি: টুইটার

Follow Us

পার্ল: বিরাটের (Virat Kohli) দেখানো পথেই হাঁটতে চান বুমরা-রাহুলরা। গতকাল জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) বলেছেন বিরাটই নেতা। আর আজ প্রোটিয়া সফরে একদিনের সিরিজে ভারতের অধিনায়ক বলে দিলেন, নেতা বিরাটের আদর্শেই গোটা দল উদ্বুদ্ধ। বিরাট দেখিয়েছেন তাঁরা কি করতে পারেন। আর সেই মন্ত্রেই দীক্ষা রাহুলের (KL Rahul)। কাল থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু একদিনের সিরিজ। পার্লে প্রথম একদিনের ম্যাচে নামার আগে মানসিক ভাবে টিম ইন্ডিয়া অনেকটাই বিপর্যস্ত। টেস্ট সিরিজে হার, বিরাটের ক্যাপ্টেন্সি ছাড়া- সব মিলিয়ে মাঠের বাইরে দলের মনোবল একেবারেই ভালো নয়। তবে সিরিজ জয়ই পারে সমস্ত খারাপ লাগাকে পিছনে ফেলে দিতে। আর সেই লক্ষ্যে বুধবার থেকে ঝাঁপাচ্ছে টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজ হারের বদলা একদিনের সিরিজেই নিতে চায় ভারতীয় দল। ৭ বছর পর ক্রিকেটার হিসেবে মাঠে নামবেন বিরাট কোহলি। সে দিকেও তাকিয়ে ক্রিকেটমহল।

 

কেএল রাহুলের অধিনায়কত্বে জোহানেসবার্গ টেস্টে হেরেছে ভারত। ভারতীয় দলের টেস্ট অধিনায়ক হিসাবে তাঁর নাম প্রবল ভাবে চর্চায় রয়েছে। সূত্রের খবর, প্রোটিয়া সফর শেষের পর টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করবে বোর্ড। ধোনি-বিরাটের পর টেস্ট ক্যাপ্টেন হতে পারেন লোকেশ রাহুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনও আমি কিছু ভাবিনি। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া সব সময়ই অনেক স্পেশাল। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। ভারতীয় ক্রিকেটের ঐতিহ্যকে বহন করার জন্য সবটা উজাড় করে দিতে চাই। জোহানেসবার্গ টেস্ট থেকে অনেক কিছু শিখেছি। ধোনি, বিরাটের থেকেও ক্যাপ্টেন্সির শিক্ষা নিয়েছি। আমি কোনও টার্গেট সেট করি না। ম্যাচ প্রতি ম্যাচ নিয়েই ভাবতে চাই। দুই মহান অধিনায়ক আমাদের দেখিয়েছে কি ভাবে এগোতে হয়। বিরাটের ক্যাপ্টেন্সিতে আমরা অসাধারণ সব ম্যাচ জিতেছি। সেই ধারাকে বহন করাই লক্ষ্য।’

 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ওপেনিং করবেন রাহুল। গত এক-দেড় বছরে দলের স্বার্থে বিভিন্ন পজিশনেই ব্যাটিং করেছেন কর্ণাটকের এই ক্রিকেটার। রোহিত শর্মা না থাকায় ধাওয়ানের সঙ্গে ওপেন করবেন রাহুলই। নিজেই জানিয়েছেন সেই কথা।

 

 

 

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পর বেশি একদিনের ম্যাচ খেলেনি ভারতীয় ক্রিকেট দল। এ বছরও ভারতের সূচিতে একদিনের ম্যাচের তালিকা বেশি নেই। রাহুল বলেন, ‘এ বছরও আমরা অনেক কম একদিনের সিরিজ খেলব। আমরা সবাই একসঙ্গে বসে আলোচনা করেছি। প্রত্যেকেই মুখিয়ে আছে। আমরা সবাই মাঠে নেমে ভালো ক্রিকেট খেলতে চাই। এই ম্যাচগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

 

 

আরও পড়ুন: Virat Kohli: নেতৃত্বের অলঙ্কার ছেড়ে ৭ বছর পর ব্যাটার বিরাটে নজর

Next Article