
নয়াদিল্লি: দেখতে দেখতে চার দিন পেরিয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেটারদের বিশ্বকাপ (ICC World Cup 2023) হারের যন্ত্রণা এখনও টাটকা। এ বার ২টি শব্দে নিজের যন্ত্রণার কথা শোনালেন ভারতের উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুল (KL Rahul)। বিশ্বকাপ শেষ হওয়ার পরই শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) ৫ ম্যাচের টি-২০ সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচের দিন সোশ্যাল মিডিয়া সাইট X এ নিজের মনের অবস্থা তুলে ধরেছেন লোকেশ রাহুল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এ বারের ওডিআই বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। কিন্তু শেষ অবধি সোনালী ট্রফি রোহিত শর্মার হাতে ওঠেনি। বিশ্বকাপ ফাইনালে ভারত না জিতলেও কোটি কোটি ভারতীয় ক্রিকেট প্রেমীর কাছে মেন ইন ব্লু চ্যাম্পিয়ন। সমর্থকদের চোখে শুধু চ্যাম্পিয়ন হয়ে থেকে যেতে চায়নি টিম ইন্ডিয়া। রোহিত-বিরাট-রাহুলদের স্বপ্ন ছিল কোটি কোটি ভারতীয় ক্রিকেট প্রেমীর স্বপ্নপূরণ করা, দেশকে তৃতীয় বিশ্বকাপ ট্রফি এনে দেওয়া। তা না হওয়ায় এখনও যন্ত্রণা কুরে কুরে খাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। এ বার লোকেশ রাহুল জানালেন, তিনি এখনও বিশ্বকাপ হারের যন্ত্রণা ভোগ করছেন।
সোশ্যাল মিডিয়া সাইট X এ রাহুল তিনটি ছবি শেয়ার করেছেন। প্রথমটি হল, বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে দলের সকলের একসঙ্গে তোলা ছবি। দ্বিতীয়টি ফাইনাল ম্যাচে মাঠের এক ধারে রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুলদের গোল করে দাঁড়িয়ে থাকার ছবি। আর তৃতীয়টিতে রয়েছেন শুধু লোকেশ রাহুল। অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল তাঁর দলের জয়ের জন্য শেষ রান নেওয়ার সময় সঙ্গে সঙ্গে ভারতীয় টিমের উইকেট কিপার ব্যাটার মাঠের মাঝে হাঁটু মুড়ে বসে পড়েছিলেন। এই পোস্টের ক্যাপশনে রাহুল লিখেছেন, ‘এখনও যন্ত্রণা…।’ সঙ্গে একটি হৃদয় ভঙ্গের ইমোজি।
still hurts… 💔 pic.twitter.com/yRb2JPkelP
— K L Rahul (@klrahul) November 23, 2023
নেটদুনিয়ায় লোকেশ রাহুলের এই পোস্ট ভাইরাল হয়েছে। বর্তমানে চলতি ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজে তিনি বিশ্রামে রয়েছেন।