IPL 2023 Prize Money: চ্য়াম্পিয়নদের উপর টাকার বৃষ্টি! আইপিএলের বিজয়ীরা কত কোটি আর্থিক পুরস্কার পাবে?

IPL 2023: আইপিএল মানেই কোটি কোটি টাকার ছড়াছড়ি। আর ভারতের এই কোটিপতি লিগ জিতলে তাই থাকে কোটি কোটি টাকার আর্থিক পুরস্কার। এ বার কোন দলের উপর হবে টাকার বৃষ্টি?

IPL 2023 Prize Money: চ্য়াম্পিয়নদের উপর টাকার বৃষ্টি! আইপিএলের বিজয়ীরা কত কোটি আর্থিক পুরস্কার পাবে?
চ্য়াম্পিয়নদের উপর টাকার বৃষ্টি! আইপিএলের বিজয়ীরা কত কোটি আর্থিক পুরস্কার পাবে?

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 23, 2023 | 9:00 AM

কলকাতা : আইপিএল (IPL) বিশ্বের সবথেকে ধনী ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ। যা নিয়ে কোনও সন্দেহ নেই। এ বারের আইপিএলের মিডিয়া স্বত্ব বিশাল দামে বিক্রি হয়েছিল বলে আইপিএলের ব্র্যান্ড ভ্যালুও বেড়েছে। দেখতে দেখতে ১৬তম আইপিএল শেষের দোরগোড়ায়। আজ, মঙ্গলবার রয়েছে প্রথম কোয়ালিফায়ার। তাতে মুখোমুখি হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এরপর ২৪ মে এলিমিনেটরে মুখোমুখি হবে ক্রুণাল পান্ডিয়ার লখনউ সুপার জায়ান্টস ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। তারপর হবে কোয়ালিফায়ার ২। আর সবশেষে ফাইনাল। আইপিএলের ফাইনাল যত ঘনিয়ে আসছে টুর্নামেন্টের আর্থিক পুরস্কারের (IPL 2023 Prize Money) নিয়ে আলোচনা চলছে। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে এ বারের আইপিএলের পুরস্কার মূল্যর বিষয়ে জেনে নিন।

আইপিএল মানেই কোটি কোটি টাকার ছড়াছড়ি। আর ভারতের এই কোটিপতি লিগ জিতলে তাই থাকে কোটি কোটি টাকার আর্থিক পুরস্কার। এ বার বিজয়ী দলের উপর হবে কত টাকার বৃষ্টি? জানা গিয়েছে, এ বারের আইপিএল চ্যাম্পিয়নরা ২০ কোটি টাকার আর্থিক পুরস্কার পাবে। খালি হাতে ফিরতে হবে না রানার্স দলকেও। তারা ১৩ কোটি টাকার আর্থিক পুরস্কার পাবে। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা ২টি দল পাবে ৭ কোটি টাকা করে আর্থিক পুরস্কার।

এ ছাড়া ক্রিকেটারদের জন্য আলাদা আর্থিক পুরস্কারের ব্যাপারও রয়েছে। যেমন – মরসুমের সবচেয়ে বেশি রান করা ব্যাটার পাবেন অরেঞ্জ ক্য়াপ। আর এই অরেঞ্জ ক্যাপজয়ী ক্রিকেটার পাবেন ১৫ লক্ষ টাকা। মরসুমের সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পাবেন পার্পল ক্য়াপ। আর এই পার্পল ক্যাপজয়ী ক্রিকেটার পাবেন ১৫ লক্ষ টাকা। এ ছাড়া চলতি আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পাবেন ১২ লক্ষ টাকার আর্থিক পুরস্কার। এই মরসুমে সবথেকে বেশি ছক্কা হাঁকানো ক্রিকেটার পাবেন ১২ লক্ষ টাকা। আর সুপার স্ট্রাইকার পুরস্কার যে পাবেন তিনি পাবেন ১৫ লক্ষ টাকা।