চেন্নাই: “মহেন্দ্র সিং ধোনি ছাড়া চেন্নাই সুপার কিংস (CSK) অসম্পূর্ণ। সিএসকে ছাড়া ধোনি অসম্পূর্ণ।” উক্তিটি চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজির মালিক এন শ্রীনিবাসনের। তাঁর এই মন্তব্যে সায় দেওয়ার মানুষের অভাব হবে না। ‘ড্যাডিস আর্মি’ বলে যতই কটাক্ষ করুক, অভিজ্ঞতায় ভর করে চার চারটি ট্রফি এসেছে ফ্র্যাঞ্চাইজির ক্যাবিনেটে। তাই বলাই যায়, ধোনি ও সিএসকে একে অপরের পরিপূরক। হলুদ জার্সি গায়ে চড়িয়ে এ যাবৎ প্রচুর সাফল্য পেয়েছেন মাহি। ইতিমধ্যেই তাঁর আইপিএল অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। ২০২৩ সালের আইপিএল (IPL 2023) ধোনির শেষ ইন্ডিয়ান প্রিমিয়র লিগ কিনা স্পষ্ট নয়। আইপিএলের ১৬তম সংস্করণ শুরু হওয়ার আগে সিএসকে-র জার্সিতে ধোনির এতবছরের কারনামার দিকে নজর দেওয়া যাক। বিস্তারিত রইল TV9 Bangla–র এই প্রতিবেদনে।
এমএস ধোনি এমন একজন আইকনিক ক্রিকেটার যিনি সিএসকে ব্র্যান্ড তৈরিতে ব্যাপক প্রভাব রেখেছেন। ২৩৪টি ম্যাচ খেলে ১৩৫.২ স্ট্রাইক রেটে ৪৯৭৮ রান করেছেন। ২০২২ সালের জুন পর্যন্ত আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড তাঁর দখলে। ধোনি CSK-এর হয়ে সর্বাধিক ছক্কা (২২৯টি) হাঁকিয়েছেন এবং সামগ্রিকভাবে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন। গত মরসুমে ১৪টি ম্যাচে ১৩ ইনিংসে ১২৩.৪ স্ট্রাইক রেটে ২৩২ রান করেন ধোনি। একটি অর্ধশতরান। ২১টি চার ও ১০টি ছক্কা হাঁকিয়েছেন।
২০০৮ সালের আইপিএলে, ধোনিকে চেন্নাই সুপার কিংস ১.৫ মিলিয়ন ডলারে দলে নিয়েছিল। তারপর থেকে আর কখনওই নিলামে নামেননি এই উইকেটকিপার-ব্যাটার। IPL-এর বিধি লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পরে CSK এবং রাজস্থান রয়্যালসের উপর নিষেধাজ্ঞা জারি হয়। সেইসময় সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন রাইজিং পুনে সুপারজায়ান্টস ২০১৬ সালে আইপিএল ড্রাফটে ১২.৫০ কোটি টাকায় ধোনিকে তাঁদের প্রথম পছন্দের খেলোয়াড় হিসাবে বেছে নিয়েছিল। ২০১৮ সালে ফ্র্যাঞ্চাইজি থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ধোনি CSK-এ ফিরে আসেন। ২০১৮ সালের আইপিএলে ক্রিকেটারকে রিটেন করার জন্য় ১৫ কোটি টাকার বিনিময়ে দলের ফার্স্ট চয়েস হিসেবে ধোনির নাম সামনে আসে। তবে ২০২২ সালের প্লেয়ার রিটেনশনের সময় ১২ কোটি টাকা সেকেন্ড চয়েস হিসেবে ধোনির নাম ওঠে।
সিএসকের জন্য গতবারের আইপিএলটা মোটেও ভাল কাটেনি। ধোনির জন্য তো নয়ই। শেষ ১০টি আইপিএল ইনিংসে মাহির নামের পাশে একটিও অর্ধশতরান নেই। শূন্য রানে আউট হয়েছেন। স্কোর ৩৬-এর বেশি নয়। এ বারও তাঁর কাঁধে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব। গত মরসুমের পুনরবৃত্তি চান না। তাই প্রস্তুতিতে ফাঁক রাখতে চাইছেন না ধোনি। তিন সপ্তাহ আগে অনুশীলন শুরু, বাড়তি পরিশ্রম করছেন তিনি। বিদায়ী আইপিএলের আগে অনুরাগীদেক কাছে পুরনো মাহিকে মেলে ধরার প্রয়াস তাঁর।