Ishan Kishan-Aditi Hundia: মিস ইন্ডিয়া, তুমুল সুন্দরী, দুরন্ত সেক্সি- এ কোন গ্ল্যামগার্ল, যাঁর প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঈশান কিষাণ?

লাভবার্ডরা (ঈশান-অদিতি) নিজেদের সম্পর্ক নিয়ে সকলের সামনে সিলমোহর না দিলেও নেটদুনিয়ায় রীতিমতো চর্চায় এই জুটি। আপনি কি চেনেন ঈশানের এই সুন্দরী বান্ধবীকে?

Ishan Kishan-Aditi Hundia: মিস ইন্ডিয়া, তুমুল সুন্দরী, দুরন্ত সেক্সি- এ কোন গ্ল্যামগার্ল, যাঁর প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঈশান কিষাণ?
Ishan Kishan-Aditi Hundia: ঈশান কিষাণের লাস্যময়ী বান্ধবী অদিতি হুন্ডিয়াকে চেনেন?

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 09, 2022 | 4:18 PM

নয়াদিল্লি: ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ (Ishan Kishan) বর্তমানে ব্যস্ত ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজে। সদ্য শেষ হওয়া আইপিএলে তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স ছিল একেবারে বেহাল। তবে ঈশান মোট ১৪টি ম্যাচে করেছিলেন ৪১৮ রান। জাতীয় দলে তিনি কেমন পারফর্ম করেন, সে দিকে নজর থাকবে। এ সবের মধ্যে আবার ঈশানের বান্ধবীকে তুমুল আলোচনা। আইপিএল চলাকালীন মুম্বইয়ের প্রায় সব ম্য়াচেই গ্যালারিতে দেখা গিয়েছে অদিতি হুন্ডিয়াকে (Aditi Hundia)। ঈশানের টানেই যে মাঠে আসতেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ভারতের ম্যাচেও যে হাজির থাকবেন জয়পুরের মেয়ে, এতে আর আশ্চর্য কী! সুন্দরী অদিতির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ঈশান। লাভবার্ডরা নিজেদের সম্পর্ক নিয়ে সকলের সামনে সিলমোহর না দিলেও নেটদুনিয়ায় চর্চা চলছে এই জুটিকে নিয়ে। আপনি কি চেনেন ঈশানের এই সুন্দরী বান্ধবীকে?

চিনে নিন ঈশান কিষাণের সুন্দরী বান্ধবীকে —

যে লাস্যময়ী মহিলাকে ঈশানের বান্ধবী বলে মেতেছে নেটপাড়া তিনি হলেন অদিতি হুন্ডিয়া। জয়পুরের মেয়ে। ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি অদিতির জন্ম। পেশায় তিনি মডেল। আইপিএল চলাকালীন একাধিকবার ঈশান কিষাণকে সমর্থন করার জন্য ছুটে এসেছেন অদিতি। সদ্য শেষ হওয়া আইপিএলে প্রথম বার নয়, ২০১৯ সালে মুম্বই বনাম চেন্নাইয়ের এক ম্যাচে উপস্থিত হয়ে নেট দুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন অদিতি।

২০১৬ সাল থেকে মডেলিংয়ের সঙ্গে যুক্ত অদিতি। ২০১৬ সালে এলিট মিস রাজস্থান প্রতিযোগিতার রানার্স আপ হয়েছিলেন তিনি। এরপর ২০১৭ সালে ফেমিনা মিস ইন্ডিয়া রাজস্থানের খেতাব জিতেছিলেন। ২০১৮ সালে পোল্যান্ডে আয়োজিত হওয়া মিস সুপারন্যাশনাল প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এবং মিস সুপারন্যাশনাল ইন্ডিয়া ২০১৮-র বিজেতাও হন অদিতি। ২০১৮ সালে মিস ডিভার খেতাব উঠেছিল অদিতির ঝুলিতে।

  • অদিতির পড়াশোনা- সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পড়াশোনা করেছেন অদিতি।
  • অদিতির প্রিয় অভিনেতা – সলমন খান ও শাহরুখ খান।
  • অদিতির ভয় – অন্ধকার জায়গায় ভয় অদিতির।

২০১৬ সাল থেকে মডেলিংয়ের সঙ্গে যুক্ত অদিতি।

২০১৭ সালের মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট হয়েছিলেন অদিতি।

২০১৭ সালের ফেমিনা মিস ইন্ডিয়া রাজস্থানের খেতাব জেতেন অদিতি।

২০১৮ সালে মিস ডিভার খেতাব উঠেছিল অদিতির ঝুলিতে।

২০১৮ সালে অদিতি পোল্যান্ডে আয়োজিত হওয়া মিস সুপারন্যাশনাল প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এবং মিস সুপারন্যাশনাল ইন্ডিয়া ২০১৮-র বিজেতাও হন অদিতি।

২০১৯ সালে আরমান মালিকের মিউজিক ভিডিও ‘টুটে খাব’ (Tootey Khaab) -এ অদিতিকে অভিনয় করতে দেখা গিয়েছে।

২০১৯ সালে ঈশান কিষাণ নিজের জন্মদিন সেলিব্রেট করেছিলেন অদিতির সঙ্গে। দু’জনই নেটদুনিয়ায় নিজেদের ছবি শেয়ার করেছিলেন।