Virat Kohli Anniversary: বিরুষ্কার চতুর্থ বিবাহবার্ষিকী

বিরাট কোহলি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লেখেন, '৪ বছর ধরে তুমি আমার সব কিছু সহ্য করে চলেছ। ৪ বছর ধরে বিরক্ত করা সত্ত্বেও তুমি আমাকে প্রতিটা দিন ভালোবেসে চলেছ। ৪ বছরে ভগবান আমাদের মধ্যে অনেক ভালোবাসা ভরে দিয়েছে। আমি এমন একজন মহিলাকে পেয়েছি যে সত্‍, উদার, সাহসী এবং প্রতিটা মুহূর্তে আমাকে অনুপ্রাণিত করে যায়। সমগ্র বিশ্ব আমার বিপরীতে দাঁড়ালেও এই মানুষটি আমার পাশেই থাকে।'

Virat Kohli Anniversary: বিরুষ্কার চতুর্থ বিবাহবার্ষিকী
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ছবি: টুইটার

| Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Dec 11, 2021 | 7:28 PM

মুম্বই: বিরাট কোহলি (Virat Kohli)-অনুষ্কা শর্মার (Anushka Sharma) চতুর্থ বিবাহবার্ষিকী। ৪ বছর আগে ১১ ডিসেম্বর ইতালিতে বিরাট আর অনুষ্কার বিয়ে হয়েছিল। চার বছর পূর্ণ হওয়ার দিনেও একে অপরের উপর ভালোবাসা উজাড় করে দিল।

 

ইনস্টাগ্রামে দু’জনের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করেন অনুষ্কা শর্মা আর বিরাট কোহলি। ছবিতে তাঁদের কন্যা ভামিকাকেও দেখা যায়। বিরাট কোহলি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লেখেন, ‘৪ বছর ধরে তুমি আমার সব কিছু সহ্য করে চলেছ। ৪ বছর ধরে বিরক্ত করা সত্ত্বেও তুমি আমাকে প্রতিটা দিন ভালোবেসে চলেছ। ৪ বছরে ভগবান আমাদের মধ্যে অনেক ভালোবাসা ভরে দিয়েছে। আমি এমন একজন মহিলাকে পেয়েছি যে সত্‍, উদার, সাহসী এবং প্রতিটা মুহূর্তে আমাকে অনুপ্রাণিত করে যায়। সমগ্র বিশ্ব আমার বিপরীতে দাঁড়ালেও এই মানুষটি আমার পাশেই থাকে। আমাদের ৪ বছর বিবাহ সম্পন্ন হল। প্রতিটা মুহূর্তে তুমি আমাকে পরিপূর্ণ করে তুলেছ। যে ভাবে ভালোবাসি ঠিক সে ভাবেই আরও বেশি ভালোবেসে যাব। এই বছরটা আমাদের কাছে আরও স্পেশাল কারণ এই প্রথম আমরা একটা পরিবার হয়ে উঠেছি। ভামিকাকে পেয়ে আমাদের জীবন পরিপূর্ণ হয়ে উঠেছে।’

 

 

 

বিরাট কোহলির জন্য সোশ্যাল নেটওয়ার্কে ভালোবাসা উজাড় করে দেন স্ত্রী অনুষ্কা শর্মাও। বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেন তিনিও। সামনেই দক্ষিণ আফ্রিকা (South Africa) সফর। ক’দিন বাদেই প্রোটিয়া সফরে উড়ে যাবেন বিরাটরা। সেখানে ৩টে টেস্ট ম্যাচের সিরিজ এবং ৩টে একদিনের ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল।

 

আরও পড়ুন: এক ফ্রেমে ধোনি-পঙ্কজ, মুহূর্তে ভাইরাল ছবি