Virat Kohli: কোহলির প্র্যাক্টিস দেখেও বিরাট চিৎকার!
Ahmedabad: টেস্টে ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে শেষ বার তিন অঙ্কের রান করেছিলেন কোহলি। তারপর থেকে এখনও অবধি টেস্টে শতরানের খরা কাটেনি বিরাটের। এই ম্যাচে কি সেই খরা কাটবে?
আমেদাবাদ: বিশ্বজুড়ে যে কোহলির ভক্তের অভাব নেই সে তো সবারই জানা। যখনই যে মাঠে খেলেছেন, ঝাঁকে ঝাঁকে উপস্থিত হয়েছেন বিরাটের ভক্তরা। রান পেলে তো বটেই, এমনকি রান না পেলেও ভক্তরা তাঁকে অনুপ্রাণিত করতে পিছপা হন না।আমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টে (Ahmedabad Test) প্রথম ইনিংসে ভালো খেলেছে অজিরা। ভারতের শুরুটাও ভালোই করেছেন রোহিত (Rohit Sharma) ও শুভমন গিল (Shubman Gill)। দ্বিতীয় দিনের শেষে ভারতের একটিও উইকেট ফেলতে পারেনি অজিরা। ফলত ব্যাট হাতে মাঠে নামতে হয়নি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli)। কিন্তু দিনের খেলা শেষের পর ব্যাট হাতে মাঠে নামলেন তিনি। যা দেখে প্রবল উত্তেজনায় মুখর হয়ে উঠল স্টেডিয়ামের সমস্ত দর্শক। বিস্তারিত জেনে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।
The chants for Virat Kohli during the match in Ahmedabad today – The King Kohli’s Craze! pic.twitter.com/lWfFbV0wlU
— CricketMAN2 (@ImTanujSingh) March 10, 2023
টেস্টে যখনই ভারতের দ্বিতীয় উইকেট পড়ে, গ্যালারি জুড়ে ‘কোহলি – কোহলি’ চিৎকার শোনা যায়। কিন্তু আমেদাবাদে এখনও তার অবকাশ হয়নি। গিল-পূজারা জুটি ভরসা দিচ্ছে ভারতকে। যদিও ব্যাট নিয়ে মাঠে নেমেছেন কিং কোহলি। নিজেকে প্রস্তুত রাখতে দিনের নির্ধারিত খেলার পর মাঠে ব্যাটিং টেকনিকগুলি ঝালিয়ে নিচ্ছিলেন তিনি। বিশ্বের সেরা এবং নিজেদের প্রিয় ব্যাটারকে মাঠে নামতে দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে আমেদাবাদের গ্যআলারি। ড্রেসিং রুম থেকে মাঠ অবধি পৌঁছনোর সময় ভক্তদের অভিবাদনও পেলেন তিনি। করতালির শব্দে ভরে উঠলো গোটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম।
King at work ? pic.twitter.com/yCSSlz9YhB
— Sunil (@Hitting_Middle) March 10, 2023
ইতিমধ্যেই সীমিত ওভারের ক্রিকেটে রানে ফিরেছেন কোহলি। কিন্তু টেস্ট ক্রিকেটে এখনও রানে ফিরতে পারেননি তিনি। বর্ডার- গাভাসকর ট্রফির গত তিনটি টেস্টে মাত্র ১১১ রান করেছেন ৩৪ বছরের এই বিধ্বংসী ব্যাটার। আমেদাবাদের পিচে সাহায্য পাচ্ছেন ব্যাটাররা। অজিদের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন খোয়াজা (১৮০) ও গ্রিন(১১৪)। এমন অবস্থায় সকলেই কোহলির রানে ফেরা নিয়ে আশাবাদী রয়েছেন। টেস্টে ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে শেষ বার তিন অঙ্কের রান করেছিলেন কোহলি। তারপর থেকে এখনও অবধি টেস্টে শতরানের খরা কাটেনি বিরাটের। এই ম্যাচে কি সেই খরা কাটবে?