Kolkata Knight Riders IPL 2022 Auction: নিলামে অধিনায়কের খোঁজে কলকাতা নাইট রাইডার্স

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 12, 2022 | 8:00 AM

Kolkata Knight Riders IPL 2022 Auction in Bengali: কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বড় ফোকাস অধিনায়ক নির্বাচনের দিকে। সঙ্গে চাই ভালো একজন উইকেটকিপার।

Follow Us

কলকাতা: আজ আইপিএলের মেগা নিলাম (IPL 2022 Auction)। বাংলার ক্রিকেট প্রেমীদের নজর কলকাতা নাইট রাইডার্সের (KKR) দিকে। চার জন ক্রিকেটারকে রিটেইন করেছে কিং খানের দল। নিলামের টেবিলে বসার আগেই কলকাতায় পাকা আন্দ্রে রাসেল (Andre Russell), সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও ভেঙ্কটেশ আইয়ার। চার ক্রিকেটারকে ধরে রাখার পর ৪৮ কোটি টাকা নিয়ে নিলামের টেবিলে বসতে চলেছে কেকেআর। গত বারের দলে যাঁরা ছিলেন তাদের অনেককেই আবার দলে নেওয়ার একটা চেষ্টা হবে। তবে কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বড় ফোকাস অধিনায়ক নির্বাচনের দিকে। সঙ্গে চাই ভালো একজন উইকেটকিপার।

গত মরসুমে ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক ইওন মর্গ্যানকে নেতৃত্বে রেখে মাঠে নেমেছিল কেকেআর। তার আগে ছিলেন দীনেশ কার্তিক। কিন্তু এবার দুজনের একজনকেউ দলে রাখার বিষয়ে তারা আগ্রহ দেখাবে মনে হচ্ছে না। অধিনায়ক হিসেবে কাকে দলে টানতে পারে কিং খানের দল? তালিকায় মূলত দুটি নাম। প্রথমত তরুণ ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। দিল্লি ক্যাপিটালসের প্রত্যাবর্তন শুরু হয়েছিল শ্রেয়সের অধিনায়কত্বেই। পাশাপাশি তাঁর বয়স কম, তাই লম্বা সময়ের জন্য তাঁর ওপর দায়িত্ব দেওয়া য়েতে পারে।

দ্বিতীয় নাম হিসেবে আছে অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ জয়ী নেতা অ্যারন ফিঞ্চ। তাঁক দিকেও ঝুঁকতে পারে কেকেআর। তবে ফিঞ্চের ক্ষেত্রে সমস্যা তিনি আইপিএলের খুব একটা সফল নন। ফর্মে না থাকলে প্রথম দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠবে। কারণ ফিঞ্চকে অধিনায়ক করলে একজন বিদেশি ক্রিকেটারের জায়গা ব্লক হয়ে থাকছে। দলের প্রাক্তন ক্রিকেটার প্যাট কামিন্সের দিকেও নজর দিতে পারে কেকেআর। বল হাতে দুরন্ত পারফর্ম করার পাশাপাশি লাল বলে অ্যাসেজ জিতে নিজের অধিনায়কত্বের গুন প্রমাণ করেছেন কামিন্স। বিদেশি অধিনায়কের দৌড়ে আরেকটা নাম হতে পারেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।

অধিনায়ক নির্বাচনের পাশাপাশি একজন ভালো উইকেটকিপারও আছে নাইট শিবিরের ফোকাসে। নাম উঠতে পারে ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha), কুইন্টন ডি’কক, জনি বেয়াস্টো, ঈশান কিষাণের। তালিকায় থাকবেন ম্যাথিউ ওয়েড, স্যাম বিলিংস, নিকোলাস পুরান।

অধিনায়ক ও উইকেটকিপার নির্বাচনের পাশাপাশি একটা ব্যালেন্সড দলও তৈরি করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। রিনেটশনের তালিকা ধরলে ২জন বিদেশি ও ২জন ভারতীয় ক্রিকেটার আছে নাইট শিবিরে। তিনজন অলরাউন্ডার, একজন বোলার। তাই ওপেনার থেকে মিডল অর্ডার এবং বোলিং বিভাগে ভালো ক্রিকেটার তুলতে হবে ভেঙ্কি মাইসোরদের।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

কলকাতা: আজ আইপিএলের মেগা নিলাম (IPL 2022 Auction)। বাংলার ক্রিকেট প্রেমীদের নজর কলকাতা নাইট রাইডার্সের (KKR) দিকে। চার জন ক্রিকেটারকে রিটেইন করেছে কিং খানের দল। নিলামের টেবিলে বসার আগেই কলকাতায় পাকা আন্দ্রে রাসেল (Andre Russell), সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও ভেঙ্কটেশ আইয়ার। চার ক্রিকেটারকে ধরে রাখার পর ৪৮ কোটি টাকা নিয়ে নিলামের টেবিলে বসতে চলেছে কেকেআর। গত বারের দলে যাঁরা ছিলেন তাদের অনেককেই আবার দলে নেওয়ার একটা চেষ্টা হবে। তবে কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বড় ফোকাস অধিনায়ক নির্বাচনের দিকে। সঙ্গে চাই ভালো একজন উইকেটকিপার।

গত মরসুমে ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক ইওন মর্গ্যানকে নেতৃত্বে রেখে মাঠে নেমেছিল কেকেআর। তার আগে ছিলেন দীনেশ কার্তিক। কিন্তু এবার দুজনের একজনকেউ দলে রাখার বিষয়ে তারা আগ্রহ দেখাবে মনে হচ্ছে না। অধিনায়ক হিসেবে কাকে দলে টানতে পারে কিং খানের দল? তালিকায় মূলত দুটি নাম। প্রথমত তরুণ ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। দিল্লি ক্যাপিটালসের প্রত্যাবর্তন শুরু হয়েছিল শ্রেয়সের অধিনায়কত্বেই। পাশাপাশি তাঁর বয়স কম, তাই লম্বা সময়ের জন্য তাঁর ওপর দায়িত্ব দেওয়া য়েতে পারে।

দ্বিতীয় নাম হিসেবে আছে অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ জয়ী নেতা অ্যারন ফিঞ্চ। তাঁক দিকেও ঝুঁকতে পারে কেকেআর। তবে ফিঞ্চের ক্ষেত্রে সমস্যা তিনি আইপিএলের খুব একটা সফল নন। ফর্মে না থাকলে প্রথম দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠবে। কারণ ফিঞ্চকে অধিনায়ক করলে একজন বিদেশি ক্রিকেটারের জায়গা ব্লক হয়ে থাকছে। দলের প্রাক্তন ক্রিকেটার প্যাট কামিন্সের দিকেও নজর দিতে পারে কেকেআর। বল হাতে দুরন্ত পারফর্ম করার পাশাপাশি লাল বলে অ্যাসেজ জিতে নিজের অধিনায়কত্বের গুন প্রমাণ করেছেন কামিন্স। বিদেশি অধিনায়কের দৌড়ে আরেকটা নাম হতে পারেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।

অধিনায়ক নির্বাচনের পাশাপাশি একজন ভালো উইকেটকিপারও আছে নাইট শিবিরের ফোকাসে। নাম উঠতে পারে ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha), কুইন্টন ডি’কক, জনি বেয়াস্টো, ঈশান কিষাণের। তালিকায় থাকবেন ম্যাথিউ ওয়েড, স্যাম বিলিংস, নিকোলাস পুরান।

অধিনায়ক ও উইকেটকিপার নির্বাচনের পাশাপাশি একটা ব্যালেন্সড দলও তৈরি করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। রিনেটশনের তালিকা ধরলে ২জন বিদেশি ও ২জন ভারতীয় ক্রিকেটার আছে নাইট শিবিরে। তিনজন অলরাউন্ডার, একজন বোলার। তাই ওপেনার থেকে মিডল অর্ডার এবং বোলিং বিভাগে ভালো ক্রিকেটার তুলতে হবে ভেঙ্কি মাইসোরদের।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

Next Article