KKR vs RR : সময় হয়েছে লেজেন্ড তকমা দেওয়ার, দাবী রাজস্থান অধিনায়কের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

May 12, 2023 | 1:03 AM

Kolkata Knight Riders vs Rajasthan Royals Post Match : কলকাতা নাইট রাইডার্স টানা দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর ছিল। কিন্তু বোলিংয়ে যুজবেন্দ্র চাহাল এবং ব্যাটিংয়ে যশস্বী জয়সোয়াল, এই দু-জনই কেকেআরের আত্মবিশ্বাস তছনছ করে দিল। যুজবেন্দ্র চাহাল স্লগ ওভারে বোলিং করলেন। ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৪ উইকেট। আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেট সংগ্রাহক হলেন। তেমনই যশস্বী জয়সোয়াল আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়লেন।

KKR vs RR : সময় হয়েছে লেজেন্ড তকমা দেওয়ার, দাবী রাজস্থান অধিনায়কের
Image Credit source: IPL

Follow Us

দীপঙ্কর ঘোষাল : টানা দ্বিতীয় ম্যাচ। গত ম্যাচে হার, ইডেনে জয়। দায়িত্ব পালনে ত্রুটি রাখেননি যুজবেন্দ্র চাহাল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪ উইকেট নিয়েছিলেন এই লেগ স্পিনার। কিন্তু দলের হারে তাঁর পারফরম্যান্স ঢাকা পড়ে যায়। কলকাতায় আসার আগে শেষ আধডজন ম্যাচের আগে ৫টিতে হেরেছিল রাজস্থান রয়্যালস। কলকাতা নাইট রাইডার্স টানা দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর ছিল। কিন্তু বোলিংয়ে যুজবেন্দ্র চাহাল এবং ব্যাটিংয়ে যশস্বী জয়সোয়াল, এই দু-জনই কেকেআরের আত্মবিশ্বাস তছনছ করে দিল। যুজবেন্দ্র চাহাল স্লগ ওভারে বোলিং করলেন। ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৪ উইকেট। আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেট সংগ্রাহক হলেন। তেমনই যশস্বী জয়সোয়াল আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়লেন। অল্পের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর। মাত্র ৪৭ বলে ৯৮ রানে অপরাজিত থাকেন যশস্বী। অধিনায়ক সঞ্জু স্যামসন অপরাজিত ৪৮ রানে। ৪১ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয়। কলকাতার প্লে-অফের রাস্তাও কার্যত বন্ধ করে দিল রাজস্থান রয়্যালস। ম্যাচ শেষে অনন্য দাবী তুললেন রাজস্থান অধিনায়ক। ম্যাচের সেরা যশস্বী জয়সোয়ালই বা কী বলছেন! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টানা দু-ম্যাচে চার উইকেট। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নিরিখে গত ম্যাচেই ডোয়েন ব্র্যাভোকে ছুঁয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। মাত্র ১ উইকেট প্রয়োজন ছিল তাঁর। একাদশতম ওভারে তাঁকে আক্রমণে আনেন অধিনায়ক সঞ্জু স্যামসন। দ্বিতীয় বলেই ফেরান কেকেআর অধিনায়ক নীতীশ রানাকে। এই উইকেটেই নজির। সেখানেই থামেননি চাহাল। ম্যাচ শেষে রাজস্থান অধিনায়ক বলেন, ‘এ বার সময় হয়েছে যুজবেন্দ্র চাহালকে লেজেন্ড তকমা দেওয়ার।’

চাহাল প্রসঙ্গে রাজস্থান রয়্যালস অধিনায়ক আরও বলছেন, ‘ওর মতো প্লেয়ার যে কোনও দলের সম্পদ। ওকে আলাদা করে কিছু বলতে হয় না। শুধু বলটা হাতে তুলে দিলেই যথেষ্ঠ। লেগ স্পিনাররা ডেথ ওভারে বোলিং করতে পারে ওকে দেখে সেই ধারনাও গড়ে উঠেছে।’ ভুললেন যশস্বীর ইনিংসের কথাও। উল্টো প্রান্তে ছিলেন অধিনায়ক সঞ্জুই। বলছেন, ‘আমাকে বেশি কিছু করতেই হয়নি। শুধু ওকে স্ট্রাইক দিয়েছি এবং ব্যাটিং দেখেছি। পাওয়ার প্লে-তে ব্যাট করতে খুবই ভালোবাসে। এত সুন্দর একটা ইনিংস দেখে ভালো লাগছে।’

Next Article