লাহোর: রুদ্ধশ্বাস একটা ফাইনালের সাক্ষী রইল লাহোরের গদ্দাফি স্টেডিয়াম। ক্রিকেট বিশ্বও দেখল পাক তারকা শাহিন শাহ আফ্রিদির (Shaheen Shah Afridi) এক অধিনায়োকচিত ইনিংস। পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League) ফাইনালে মহম্মদ রিজওয়ানের মুলতান সুলতানের বিরুদ্ধে নেমেছিল লাহোর কালান্দার্স। এই নিয়ে পর পর দু’বার পিএসএল চ্যাম্পিয়ন হল লাহোর কালান্দার্স। গত বারের দুই ফাইনালিস্ট এ বারের ফাইনালেও মুখোমুখি হয়েছিল। শেষ বলের থ্রিলারে মাত্র ১ রানের রুদ্ধশ্বাস জয় লাহোরের। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি। লাহোরের ওপেনিং জুটিতে মিরজা বাইগ ও ফকর জামান তোলে ৩৮ রান। তিন নম্বরে নামেন আবদুল্লা শফিক। তিনি ৮টি চার ও ২টি ছয় মেরে ৪০ বলে ৬৫ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়ে আউট হন। এরপর স্যাম বিলিংস (৯), এহসান হাফিস শূন্যে ফেরেন। জিম্বাবোয়ের তারকা অলরাউন্ডার সিকন্দর রাজা আউট হন ১ রানে। এরপর শেষবেলায় মাত্র ১৫ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন শাহিন আফ্রিদি। শাহিন ২টি চার ও ৫টি ছক্কা হাঁকান। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ২০০ রান তোলে শাহিনের দল। রিজওয়ানের দল মুলতানের সামনে ২০১ রানের টার্গেট ছিল।
মুলতানের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন উসামা মীর। ১টি করে উইকেট নিয়েছেন আনোয়ার আলি, ইসানউল্লাহ এবং খুশদিল শাহ। কোনও উইকেট পাননি কায়রন পোলার্ড।
২০১ রানের টার্গেট তাড়া করতে নেমে মুলতান সুলতানস ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রানে আটকে যায়। রাইলি রোসো লড়াকু হাফসেঞ্চুরি (৫২) করেন। অধিনায়ক রিজওয়ান ৩৪ রানের ইনিংস খেলেন। পাশাপাশি উসমান খান ১৮, কায়রন পোলার্ড ১৯, টিম ডেভিড ২০, খুশদিল শাহ ২৫, আব্বাস আফ্রিদি ১৭ এবং আনোয়ার আলি ১ রান করেন। ব্যাট হাতে দাপট দেখানোর পর বল হাতেও নজর কাড়েন লাহোর অধিনায়ক। শাহিন ৪ ওভারে ৫১ রান খরচ করলেও ৪টি উইকেট নেন। ২টি উইকেট নেন রশিদ খান। ১টি উইকেট নিয়েছেন ডেভিড ওয়াইজ। চ্যাম্পিয়নের ট্রফি হাতে তুলতে হলে জয়ের জন্য মুলতানের শেষ বলে প্রয়োজন ছিল চার রান। ৩ রান নিয়ে ম্যাচ টাই করার চেষ্টা করতে গিয়ে রান আউট হন খুশদিল। ফের একবার লাহোরের কাছে মাথানত করতে হল মুলতানকে।
? W I N N E R S ?@lahoreqalandars – owners of the Supernova Trophy ?#HBLPSL8 | #SabSitarayHumaray | #MSvLQ pic.twitter.com/XIDb9hDRlw
— PakistanSuperLeague (@thePSLt20) March 18, 2023
ঘটনাচক্রে, এ বারের পাকিস্তান সুপার লিগের প্রথম ম্যাচে মুলতান সুলতানসকে ১ রানের ব্যবধাবে হারিয়ে যাত্রা শুরু করেছিল লাহোর কালান্দার্স। ফাইনালেও মুলতানকে সেই ১ রানেই হারিয়ে পিএসএল যাত্রা শেষ করল লাহোর।