Cricket: দুই বোলার, টানা ছয় বলে ৬ উইকেট, হ্যাটট্রিক একজনের!

Cricket Unique Record: যেখানে দুই বোলার টানা ছয় বলে ৬টি উইকেট নিয়েছেন। যদিও হ্যাটট্রিক হয়েছে একজনেরই। এমন রেকর্ড আগে হয়েছে কি? পরিসংখ্যান খুঁজে দেখা কঠিন। কোন টুর্নামেন্টে এই রেকর্ড হল! জেনে নিন বিস্তারিত।

Cricket: দুই বোলার, টানা ছয় বলে ৬ উইকেট, হ্যাটট্রিক একজনের!
Image Credit source: Matthew Lewis-ICC/ICC via Getty Images

Jul 09, 2025 | 4:02 PM

ক্রিকেট মাঠে হামেশাই নানা রেকর্ড দেখা যায়। সেটা শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়। ঘরোয়া ক্রিকেটেও এমন অনেক চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখা যায়। সবটা হয়তো সকলের সামনে আসে না। এমনই এক দুর্দান্ত রেকর্ড ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে। যেখানে দুই বোলার টানা ছয় বলে ৬টি উইকেট নিয়েছেন। যদিও হ্যাটট্রিক হয়েছে একজনেরই। এমন রেকর্ড আগে হয়েছে কি? পরিসংখ্যান খুঁজে দেখা কঠিন। কোন টুর্নামেন্টে এই রেকর্ড হল! জেনে নিন বিস্তারিত।

ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট। জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটারও নিয়মিত খেলেন। আন্তর্জাতিক ক্রিকেট না থাকলে কিংবা টিমে সুযোগ না পেলে ম্যাচ প্র্যাক্টিসের মধ্যে থাকতে ঘরোয়া ক্রিকেটে নেমে পড়েন তাঁরা। এমনই রেকর্ড গড়লেন ইংল্যান্ড তথা ল্যাঙ্কাশায়ারের দুই পেসার সাকিব মাহমুদ ও মার্ক উড। দুটো নামের কোনওটিই অচেনা নয়। কী ভাবে হল এই রেকর্ড?

৬টি ডেলিভারি, ৬টি উইকেট। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে গত ৪ জুলাই নর্দ্যাম্পটন শায়ারের বিরুদ্ধে টানা চার বলে চার উইকেট নেন শাকিব মাহমুদ। তাঁর দাপটে ছন্নছাড়া হয়ে পড়ে নর্দ্যাম্পটনশায়ার। হ্যাটট্রিক সহ মোট চার উইকেট। পরদিন অর্থাৎ ৫ জুলাই এই শেষ থেকেই যেন শুরু করেন ল্যাঙ্কাশায়ারের আর এক পেসার মার্ক উড। প্রতিপক্ষ যদিও আলাদা। ডার্বিশায়ারের বিরুদ্ধে শুরুতেই আক্রমণ। ইনিংসের প্রথম দু-বলেই দুটি উইকেট তুলে নেন মার্ক উড। যার সৌজন্যে টানা ছয় বলে ছটি উইকেট, ভিন্ন বোলার, প্রতিপক্ষও আলাদা। দুর্দান্ত এবং ব্যতিক্রমী একটা রেকর্ড।