Shane Warne: মৃত্যুর আগে ওয়ার্নের শেষ ছবি

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Mar 08, 2022 | 8:00 PM

শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ওয়ার্ন। কিন্তু এখনও তাঁর দেহ পৌঁছায়নি পরিবারের কাছে। কাল সকালে দেহ পৌঁছে যাওয়ার কথা। ভিক্টোরিয়ান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পূর্ণ মর্যাদায় ওয়ার্নের শেষকৃত্য হবে।

Shane Warne: মৃত্যুর আগে ওয়ার্নের শেষ ছবি
শেন ওয়ার্ন। Courtesy: Twitter

Follow Us

মেলবোর্ন: শেন ওয়ার্নের (Shane Warne) মৃত্যুর খবর যে ধাক্কা দিয়েছে তা থেকে এখনও বেড়িয়ে আসতে পারেনি ক্রিকেট বিশ্ব। আর এর মাঝেই সামনে এল শেন ওয়ার্নের শেষ ছবি। থাইল্যান্ডের (Thailand) ছুটি কাটাতে গিয়েছিলেন শেন। মৃত্যুর দিন দুপুরে বন্ধুর মোবাইল ক্যামেরায় শেষবার ধরা দিয়েছিলেন অস্ট্রেলিয়ার (Australia) প্রাক্তন ক্রিকেটার তথা লেগ স্পিনের জাদুকর। তারপর তাঁকে পাওয়া গিয়েছিল নিজের হোটেলের ঘরের বিছানায়। শেন ওয়ার্নের নিথর দেহ। শুক্রবার সকালে রড মার্শের মৃত্যুর খবর পেয়েছিলেন শেন। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শোক বার্তাও দিয়েছিলেন তিনি। তখনও যে কেউ জানত না সেদিন সন্ধের মধ্যে তিনিও চলে যাবেন না ফেরার দেশে। তার আগে স্মৃতি হিসেবে রেখে গেলেন বন্ধুর মোবাইলে তোলা শেষ ছবিটা।

 

 

ঠিক কি হয়েছিল সেই দিন? ওয়ার্নের বন্ধু টম হল জানিয়েছেন, “পাশাপাশি দুটি ভিলায় ছিল ওয়ার্ন ও অ্যান্ডু। বিকেল ৫টার সময় দুজনের বাইরে যাওয়ার কথা। সেই কথা মত বিকেল ৫টায় অ্যান্ড্রু পৌঁছে যান ওয়ার্নের ভালায়। ফোন করেন ওয়ার্নকে। কিন্তু প্রাক্ন অজি ক্রিকেটার ফোন ধরেননি। সন্দেহ হয়, ঘরের ভেতরে ঢোকেন অ্যান্ড্রু। দেখেন টিভিতে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার (Pakistan vs Australia) টেস্ট ম্যাচ চলছে। আর বালিশের দিকে মুখ করে পরে আছেন ওয়ার্ন। খারাপ অবস্থা আন্দাজ করতে পেরে সঙ্গে সঙ্গে সিপিআর প্রয়োগ করার সিদ্ধান্ত নেয় অ্যান্ড্রু। খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্সে। কিন্তু ততক্ষণে সব শেষ।” থাইল্যান্ড প্রশাসনের পক্ষ থেকে ওয়ার্নের মৃতদেহের অটোপসি করা হয়। কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি তাতে।

শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ওয়ার্ন। কিন্তু এখনও তাঁর দেহ পৌঁছায়নি পরিবারের কাছে। কাল সকালে দেহ পৌঁছে যাওয়ার কথা। ভিক্টোরিয়ান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পূর্ণ মর্যাদায় ওয়ার্নের শেষকৃত্য হবে। স্থান এখনও ঠিক হয়নি। তবে মেলবোর্ন (Melbourne) ক্রিকেট গ্রাউন্ডেই সেটা হওয়ার সম্ভাবনা। উপস্থিত থাকতে পারেন প্রায় এক লক্ষ মানুষ। তার আগে যদিও পরিবার ও বন্ধুদের দেওয়া হবে বাড়তি সময়।

 

আরও পড়ুন : Shane Warne:বাবাকে খোলা চিঠি ওয়ার্ন কন্যার

Next Article