Shahbaz Ahmed: আন্তর্জাতিক ক্রিকেটের আবহ নিয়েছেন আরসিবি ড্রেসিংরুমেই

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 16, 2022 | 5:17 PM

ভারতীয় দলে সুযোগ পাওয়ার প্রথম খবর জানতে পারেন বাংলা ক্রিকেট সংস্থার তরফেই। জাতীয় দলের নির্বাচক প্রধান চেতন শর্মাও ফোন করেছিলেন।

Shahbaz Ahmed: আন্তর্জাতিক ক্রিকেটের আবহ নিয়েছেন আরসিবি ড্রেসিংরুমেই
Image Credit source: TWITTER

Follow Us

কলকাতা : বাংলার (Bengal Cricket) হয়ে ধারাবাহিক ভালো খেলছিলেন। আইপিএলেও সীমিত সুযোগ কাজে লাগিয়েছেন। জাতীয় দলে ডাক আসবে, এমনটাই প্রত্যাশা করছিলেন শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। জিম্বাবোয়ে সফরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারতে। স্কোয়াডে ছিলেন অফস্পিনার ওয়াশিংটন সুন্দর। কাউন্টি ক্রিকেট খেলছিলেন। ফিল্ডিংয়ে ডাইভ দেওয়ায় কাঁধে চোট পান। জিম্বাবোয়ে সফর থেকে সুন্দর ছিটকে গিয়েছেন। পরিবর্ত হিসেবে ডাক পেয়েছেন বাংলার বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার শাহবাজ আহমেদ। আজই রওনা হচ্ছেন টিম ইন্ডিয়ার (Team India) নতুন এই সদস্য। উচ্ছ্বসিত, কিছুটা স্নায়ুর চাপ, চোখে বড় স্বপ্ন। ইডেন গার্ডেন্সে দাঁড়িয়ে নিজের প্রত্যাশা, লক্ষ্য সম্পর্কে নানা বিষয়ে কথা বললেন শাহবাজ।

প্রথমবার জাতীয় দলে ডাক। শাহবাজ বলছেন, ‘প্রথম বার জাতীয় দলে ডাক পেয়েছি। খুবই ভালো লাগছে। এখন অপেক্ষা সুযোগের। খেলার সুযোগ পেলে ভালো পারফর্ম করার চেষ্টা থাকবে। কবে সুযোগ আসবে তা নিয়ে কোনওদিন ভাবিনি। বাংলা দল, আরসিবিতে সমস্ত প্রক্রিয়া মেনে খেলার চেষ্টা করেছি। বিশ্বাস ছিল সুযোগ আসবেই।’ প্রতিটি ক্রিকেটারেরই প্রত্যাশা থাকে টেস্ট খেলার। শাহবাজেরও কি এমনই প্রত্যাশা? বাংলার এই ক্রিকেটার বলছেন, ‘এতকিছু ভাবিনি। আপাতত ওয়ান ডে দলে ডাক পেয়েছি। খেলার সুযোগ পেলে ফিনিশারের ভূমিকা পালন করতে চাই। বল হাতে হোক বা ব্যাটিংয়ে, ম্যাচ ফিনিশ করেই মাঠ ছাড়তে চাই। টেস্ট পরের ব্যাপার। সেটা নিয়ে পরে ভাবব।’

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বার প্রবেশ করতে চলেছেন। তার আবহ পেয়েছেন আরও আগেই। মানিয়ে নিতে সমস্যা হবে না বলেই মনে করেন শাহবাজ। বলছেন, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ পেয়েছি। আন্তর্জাতিক ক্রিকেটের অনেক কিছুই তাদের দেখে শিখেছি। তাগিদ, শরীরীভাষা, অভিব্যক্তি, কীভাবে চাপ সামলাতে হয়, তাদের দেখে সেগুলো বোঝার চেষ্টা করেছি।’ ভারতীয় দলে সুযোগ পাওয়ার প্রথম খবর জানতে পারেন বাংলা ক্রিকেট সংস্থার তরফেই। জাতীয় দলের নির্বাচক প্রধান চেতন শর্মাও ফোন করেছিলেন, এমনটাই জানালেন শাহবাজ।

Next Article