Ruturaj Gaikwad-MS Dhoni: ধোনির থেকে নেতৃত্ব শিখেছেন! এশিয়াডে অধিনায়ক ঋতুরাজ যা বললেন…
Asian Games 2023, Men's Cricket: চেন্নাই সুপার কিংসে ধোনির নেতৃত্বে দীর্ঘ সময় খেলার সুযোগ হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়ের। ২০২২ সালের আইপিএলে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন জাডেজাকে। যদিও মাঝপথে ধোনিকেই নেতৃত্বের দায়িত্ব ফের নিতে হয়। চেন্নাই টিমের অন্দরের খবর, ঋতুরাজ গায়কোয়াড়কে নেতৃত্বের জন্য তৈরি করছেন ধোনি। হতেই পারে আইপিএলের আগামী সংস্করণে চেন্নাইকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ!
হানঝাউ: এশিয়ান গেমস ক্রিকেটে প্রথম বার অংশ নিচ্ছে ভারত। ইতিমধ্যেই একটি সোনার পদকও জিতেছে। ভারতের মহিলা ক্রিকেট টিম অভিষেক এশিয়ান গেমসেই সোনা জিতে ইতিহাস গড়েছে। চ্যাম্পিয়ন টিমের গুরুত্বপূর্ণ সদস্য জেমাইমা আগেই পুরুষ টিম বার্তা দিয়েছিলেন, ‘আমরা সোনা জিতেছি, এ বার তোমাদের পালা।’ পুরুষদের ক্রিকেটে ভারতের অভিযান শুরু হচ্ছে কাল। সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে ভারত। প্রতিপক্ষ নেপাল। এশিয়ান গেমসে অভিযান শুরুর আগে ভারতীয় দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় যা বললেন, বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
চেন্নাই সুপার কিংসে ধোনির নেতৃত্বে দীর্ঘ সময় খেলার সুযোগ হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়ের। ২০২২ সালের আইপিএলে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন জাডেজাকে। যদিও মাঝপথে ধোনিকেই নেতৃত্বের দায়িত্ব ফের নিতে হয়। গত সংস্করণে ধোনি নেতৃত্ব দেবেন কিনা সংশয় ছিল। দৌড়ে ছিলেন বেন স্টোকস। চোট থাকা স্টোকসকে সব ম্যাচে পাওয়া যেত না বলে সেই সম্ভাবনা ক্ষীণ ছিল। চেন্নাই টিমের অন্দরের খবর, ঋতুরাজ গায়কোয়াড়কে নেতৃত্বের জন্য তৈরি করছেন ধোনি। হতেই পারে আগামী সংস্করণে চেন্নাইকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ!
আপাতত ঋতুরাজের কাঁধে দেশের নেতৃত্ব। হানঝাউ এশিয়ান গেমসে অভিযান শুরুর আগে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনকে ধোনির প্রসঙ্গে প্রশ্ন করা হয়। ঋতুরাজ গায়কোয়াড় বলছেন, ‘ধোনির কাছে অনেক কিছুই শিখেছি। তবে প্রত্য়েকেরই নিজস্ব একটা ধরণ থাকে। ওঁর নেতৃত্বের ধরণ, ব্যক্তিগত আলাদা। আমিও আলাদা। ধোনি যা করেন, আমি নকল করতে চাই না। তবে হ্যাঁ, কিছুক্ষেত্রে তাঁর থেকে শেখা বিষয়গুলো কাজে লাগানোর চেষ্টা করব। বিশেষ করে ম্যাচে চাপের মুহূর্তে ওঁ যে ভাবে ঠান্ডা মাথায় পরিস্থিতির মোকাবিলা করেন, সেটা চেষ্টা করব। তবে আমি যে ভাবে নেতৃত্ব দিতে চাই সে ভাবেই দেব। দলের প্রতিটা সদস্য যেন স্বভাবসিদ্ধ খেলতে পারে সে দিকে নজর রাখব।’
এশিয়াডে টিম ইন্ডিয়ার কোচ ভিভিএস লক্ষ্মণ। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান তিনি। যুব দলেরও কোচ। চিনে ক্রিকেট খেলাটা ব্যতিক্রমী অভিজ্ঞতা হবে, এমনটাই মনে করেন ভিভিএস।