অজি ক্রিকেটে জোড়া নক্ষত্রপতন, প্রয়াত অ্যালান ডেভিডসন ও অ্যাশলে ম্যালেট

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 30, 2021 | 6:18 PM

অস্ট্রেলিয়া ক্রিকেটে শোকের ছায়া। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দুই কিংবদন্তি ক্রিকেটারকে হারাল অজিরা।

অজি ক্রিকেটে জোড়া নক্ষত্রপতন, প্রয়াত অ্যালান ডেভিডসন ও অ্যাশলে ম্যালেট
অজি ক্রিকেটে জোড়া নক্ষত্রপতন, প্রয়াত অ্যালান ডেভিডসন ও অ্যাশলে ম্যালেট (ছবি-টুইটার)

Follow Us

সিডনি: অস্ট্রেলিয়া ক্রিকেটে শোকের ছায়া। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দুই কিংবদন্তি ক্রিকেটারকে হারাল অজিরা। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর ৭৬ বছর বয়সে মারা গেলেন টেস্ট ক্রিকেটে অজিদের সব থেকে সফল অফ-স্পিনার অ্যাশলে ম্যালেট (Ashley Mallet)। এবং ম্যালেটের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই এক টেস্ট ম্যাচে ১০০ রান এবং ১০টি উইকেট নেওয়া প্রথম প্লেয়ার অ্যালান ডেভিডসনও (Alan Davidson) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯২ বছর। স্বাভাবিক ভাবেই অস্ট্রেলিয়া দুই রত্নকে হারিয়ে গভীর শোকে আচ্ছন্ন।

অ্যালান ডেভিডসন ছিলেন নিউ সাউথ ওয়েলসের অলরাউন্ডার। তিনি একজন বাঁ-হাতি সুইং বোলার ছিলেন, যিনি নিজের কেরিয়ারে ১৮৬ টি উইকেট এবং ১৩২৮ রান করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট ম্যাচে খেলেছেন এবং ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হল অফ ফেমেও অন্তর্ভুক্ত হয়েছিলেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) চেয়ারম্যান রিচার্ড ফ্রিউডেনস্টাইন (Richard Freudenstein) এক বিবৃতিতে বলেছেন, “অ্যালান ডেভিডসনের চলে যাওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেট এবং সারা বিশ্বের ক্রিকেটের জন্য একটি দুঃখজনক মুহূর্ত। তিনি (অ্যালান) ছিলেন ক্রিকেটের অন্যতম এক তারকা ক্রিকেটার। তিনি যে শুধু অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলস ক্রিকেট দলেরই অন্যতম সেরা প্লেয়ার ছিলেন তেমনটা নয়, প্রত্যেকের কাছে তিনি ছিলেন এক অনুপ্রেরণা। মেন্টর হিসেবেও তিনি কাজ করে গিয়েছেন। সিএ-এর পক্ষ থেকে তাঁর পরিবার, বন্ধু, সহকর্মীদের গভীর সমবেদনা জানাচ্ছি।”

ক্রিকেট অস্ট্রেলিয়া অ্যাশলে ম্যালেটকে একজন সহৃদয় মানুষ বলেই স্মরণ করে। অজি ক্রিকেটে বল হাতে তাঁর অবদান কোনও মতেই ভোলার নয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান রিচার্ড ফ্রিউডেনস্টাইন বলেছেন, “অ্যাশলে ম্যালেট একজন চমৎকার খেলোয়াড়, প্রশংসিত সাংবাদিক এবং অত্যন্ত প্রশংসিত লেখক ছিলেন। তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটে শুধুমাত্র একজন খেলোয়াড় হিসেবেই নয়, একজন প্রসিদ্ধ গল্পকার হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”

ম্যালেট ক্রিকেট কেরিয়ার শেষ করার পর, অনেক তরুণ স্পিনারকে প্রশিক্ষণ দিয়েছিলেন। শ্রীলঙ্কায় স্পিন অস্ট্রেলিয়া প্রোগ্রাম এবং স্পিন অ্যাকাডেমি স্থাপন করেছিলেন। এ ছাড়াও তিনি অসংখ্য বই লিখেছেন, যার মধ্যে ব্যাটিং গ্রেট ভিক্টর ট্রাম্পার এবং সহযোগী স্পিন উইজার্ড ক্ল্যারি গ্রিমেটের জীবনীও রয়েছে।

আরও পড়ুন: T20 World Cup 2021: কৃষ্ণাঙ্গ বিপ্লবে অংশ নিয়ে হাঁটু মুড়লেন ডি’কক

আরও পড়ুন: T20 World Cup 2021: ভারতের বিরুদ্ধে শাহিনের মতো বোলিং করতে চাই: বোল্ট

আরও পড়ুন: South Africa vs Sri Lanka Live Score, T20 World Cup 2021: রান আউট দাসেন, তৃতীয় উইকেট হারাল দঃ আফ্রিকা

Next Article
Babar Azam: ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে বিরাট কোহলির রেকর্ডে ভাগ বসালেন বাবর আজম
T20 World Cup 2021: ডু অর ডাই ম্যাচে বাঁ-হাতি বোল্টই চিন্তা বাড়াচ্ছেন বিরাটদের