Legends League Cricket: লেজেন্ডস লিগে ক্রিস গেইল, ভারতের বিধ্বংসী ওপেনারের সঙ্গে এক দলে

Chris Gayle :স্পিন বিভাগে থাকছেন শ্রীলঙ্কার রহস্য় স্পিনার অজন্তা মেন্ডিস এবং প্রাক্তন কিউই অধিনায়ক ড্য়ানিয়েল ভেত্তোরি।

Legends League Cricket: লেজেন্ডস লিগে ক্রিস গেইল, ভারতের বিধ্বংসী ওপেনারের সঙ্গে এক দলে
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Sep 04, 2022 | 4:19 PM

নয়াদিল্লি : লেজেন্ডস ক্রিকেট ক্রিকেট খেলবেন ক্রিস গেইল (Chris Gayle)। টি ২০ বিশেষজ্ঞ গেইল খেলবেন গুজরাত জায়ান্টসের হয়ে। সেপ্টেম্বরের ১৬ তারিখ থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু। গুজরাত দলে রয়েছেন ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সেওয়াগ। গেইল-সেওয়াগ জুটি এক সঙ্গে। কতটা রোমাঞ্চকর হতে পারে, এখন থেকেই কল্পনা করা যেতে পারে। লেজেন্ডস ক্রিকেট লিগের (Legends League Cricket) ড্রাফ্টের নিয়ম অনুযায়ী তিন দিনের মধ্যে স্কোয়াড সম্পূর্ণ করতে হবে ফ্র্যাঞ্চাইজি গুলোকে। গুজরাত ১৫ জন ক্রিকেটারের জন্য প্রায় ৬ লক্ষ টাকা খরচ করেছে। পার্সের বাকি টাকা থেকে ক্রিস গেইলকে নেওয়ার সিদ্ধান্ত গুজরাত ফ্র্যাঞ্চাইজির। গুজরাতকে নেতৃত্ব দেবেন বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)।

লেজেন্ডস ক্রিকেট লিগের মুখ্য কার্যনির্বাহি আধিকারিক রমন রাহেজা বলেন, ‘শুক্রবারের ড্রাফ্টের পরই ক্রিস গেইলকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল গুজরাত ফ্র্যাঞ্চাইজি। আলোচনা ফলপ্রসূ হয়েছে। গেইল খেলবেন।’ ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগ ছাড়াও সতীর্থ লেন্ডল সিমন্সকে পাচ্ছেন গেইল। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে পার্থিব প্য়াটেলও রয়েছেন এই দলে। স্পিন বিভাগে থাকছেন শ্রীলঙ্কার রহস্য় স্পিনার অজন্তা মেন্ডিস এবং প্রাক্তন কিউই অধিনায়ক ড্য়ানিয়েল ভেত্তোরি। পেস বোলিং বিভাগে রয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন মিচেল ম্যাকক্লেনাঘান, ভারতের অন্যতম সফল পেসাররা।

গুজরাট জায়ান্টসের ঘোষিত স্কোয়াড : বীরেন্দ্র সেওয়াগ (অধিনায়ক), পার্থিব প্যাটেল, ক্রিস গেইল, এলটন চিগুমবুরা, ক্রিস ট্রেমলেট, রিচার্ড লেভি, গ্রেম সোয়ান, যোগীন্দর শর্মা, অশোক দিন্দা, ড্যানিয়েল ভেত্তোরি, কেভিন ও’ব্রায়েন, স্টুয়ার্ট বিনি, মিচেল ম্যাকক্লেনাঘান, লেন্ডল সিমন্স, মনবিন্দর বিসলা, অজন্তা মেন্ডিস।