দোহা: কিংবদন্তিদের লিগের ফাইনাল (LLC 2023 Final) খেলা হল এশিয়া লায়ন্স এবং ওয়ার্ল্ড জায়ান্টসের মধ্যে। ফাইনালে শাহিদ আফ্রিদির এশিয়া লায়ন্স একতরফা ম্যাচে জায়ান্টসকে হারিয়ে দিল ৭ উইকেটে। লেজেন্ডস লিগ ক্রিকেটে এশিয়ার কিংবদন্তিদের (Asia Lions) বিরুদ্ধে ফাইনালে দাঁড়াতেই পারল না ওয়ার্ল্ড টিম (World Giants)। ব্যাটে-বলে ছাপ ফেলতে পারল না গতবারের বিজয়ী দল। বিশ্ব টিমের ব্যর্থতার দিনে টুর্নামেন্টের দ্বিতীয় সিজনে এশিয়া লায়ন্স জিতে নিল প্রথম এলএলসি খেতাব। লেজেন্ডস লিগে মোট তিনটি দল অংশ নেয়। ইন্ডিয়া মহারাজা, এশিয়া লায়ন্স এবং ওয়ার্ল্ড জায়ান্টস। খেতাব জয়ের ক্ষেত্রে শুধুমাত্র বাকি রইল ইন্ডিয়া মহারাজা। ম্যাচের বিস্তারিত Tv9 Bangla-র এই প্রতিবেদনে।
ওয়ার্ল্ড জায়ান্টসের ক্যাপ্টেন শেন ওয়াটসন টস দিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৭ রানের বেশি তুলতে পারেনি এশিয়া লায়ন্স। জ্যাক ক্যালিস অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলেন। এছাড়া রস টেলরের ৩২ রানের ইনিংস। ওয়ার্ল্ড জায়ান্টসের বাকি দল একেবারে ফ্লপ। এশিয়া লায়ন্সের হয়ে ৩.৫০ ইকোনমি রেটে ১৪ রান দিয়ে ২টি উইকেট নেন আব্দুর রাজ্জাক। এছাড়া থিসারা পেরেরা একটি উইকেট নেন।
Fifty reasons to visit the Tharanga drive! ??@upultharanga44 @AsiaLionsLLC#LegendsLeagueCricket #SkyexchnetLLCMasters #LLCT20 #YahanSabBossHain #WGvsAL pic.twitter.com/R1I6r9Jchq
— Legends League Cricket (@llct20) March 20, 2023
২৩ বল বাকি থাকতেই ৭ উইকেটে হারিয়ে ১৪৮ রান তুলে ফেলে এশিয়া লায়ন্স। এশিয়ার হয়ে রান তাড়ায় দুই ওপেনার উপুল থরঙ্গা এবং তিলকরত্নে দিলশান বড় ভূমিকা নিলেন। ২০৩ স্ট্রাইক রেটে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৭ রান করেন। দিলশান ৪টি চার হাঁকিয়ে ৫৮ রানের ইনিংস খেলেন। জুটির ১১৫ রানের পার্টনারশিপে ফাইনাল জিতে নেয় এশিয়া লায়ন্স।