বেঙ্গালুরু: মহেন্দ্র সিং ধোনি হয়ে ওঠার সুযোগ ছিল তাঁর সামনে। সোমবারের রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টস (RCB vs LSG) ম্যাচের শেষ ওভার সেই সুযোগ করে দিয়েছিল। টানটান, রুদ্ধশ্বাস মুহূর্ত (IPL 2023)। জয়ের জন্য লখনউয়ের প্রয়োজন শেষ বলে ১ রান। ক্রিজে আবেশ খান ও রবি বিষ্ণোই। আরসিবির প্রয়োজন ১ উইকেট। এক হাতের গ্লাভস খুলে উইকেটের পিছনে তৈরি ছিলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। কিন্তু মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) হয়ে ওঠা হল না তাঁর। প্রথমে হর্ষল প্যাটেল ও পরে দীনেশ কার্তিক, দু’জনের ‘সৌজন্যে’ আরসিবির নাকের ডগা থেকে ম্যাচ বের করে নিয়ে চলে গিয়েছে লখনউ। বিস্তারিত রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।
নাটকীয় শেষ ওভার
জয়ের জন্য শেষ ওভারে লখনউয়ের প্রয়োজন ছিল ৫ রান। বল হাতে হর্ষল প্যাটেল। ওভারের প্রথম বলে জয়দেব উনাদকট ১ রান নেন। দ্বিতীয় বলেমার্ক উডকে ক্লিন বোল্ড করে দেন হর্ষল প্যাটেল। তৃতীয় বলে রবি বিষ্ণোই ২ রান নিয়ে রানের ব্যবধান কমান। চতুর্থ বলে রবি বিষ্ণোই ডিপ স্কোয়্যারে খেলে এক রান নেন। দুই দলের স্কোর সমান হয়ে যায়। নাটকের তখনও অনেক বাকি। পঞ্চম বলে ফাফ ডুপ্লেসির হাতে ক্যাচ দিয়ে ফেরেন জয়দেব উনাদকট। দর্শকরা ধরেই নিয়েছেন ১৬তম আইপিএলের প্রথম সুপার ওভারের থ্রিলার দেখতে চলেছেন তাঁরা। স্ট্রাইকে আবেশ খান। স্নায়ুর চাপ সামলে ১ রান পূর্ণ করাটা কঠিন। হর্ষল রান আপ শুরু করতেই ক্রিজ থেকে বেরিয়ে যান নন স্ট্রাইকার ব্যাটার রবি বিষ্ণোই। হর্ষল তাঁকে মানকাডিং করার ব্যর্থ চেষ্টা করেন। বল উইকেটে লাগাতে পারেননি। আম্পায়ার ডেড বল দেন। অন্যদিকে এক হাতের দস্তানা খুলে তৈরি ছিলেন দীনেশ কার্তিক। তিনি জানতেন, ব্যাটে বল যদি নাও লাগে তবু রান নেওয়ার জন্য দৌড়বেন ব্যাটার। হলও সেটাই। কিন্তু একটু পরিকল্পনায় গড়বড়। দীনেশ কার্তিকের হাত থেকে বল ছিটকে যায় এবং আবেশ ও রবি সুযোগ পেয়ে যান রান নেওয়ার। ডিকে যতক্ষণে সামলে উঠলেন ততক্ষণে ১ রান পূর্ণ হয়ে গিয়েছে।
Drama at the Chinnaswamy, a last-ball THRILLER ?#IPLonJioCinema #IPL2023 #TATAIPL #RCBvLSG | @LucknowIPL pic.twitter.com/AIpR9Q4gFB
— JioCinema (@JioCinema) April 10, 2023
ধোনির কারনামা
২০১৬ সালে টি-২০ বিশ্বকাপেও এমনই পরিস্থিতি দেখা দিয়েছিল। ভারত বনাম বাংলাদেশ ম্যাচ। কাকতালীয়ভাবে সেই ম্যাচটিও ছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে। শেষ বলে বাংলাদেশের ২ রানের প্রয়োজন। ১ রান নিলে সুপার ওভার। সে বার এমএস ধোনির চাতুরির কাছে ম্যাচ হারে বাংলাদেশ। মুশফিকুর রহমানকে রান আউট করে ভারতকে জিতিয়ে দেন ক্যাপ্টেন কুল। রইল ভিডিয়ো-
Remember this wicket keeper❤️?
.
.
Gambhir Vintage RCB #ShikharDhawanLeakedVideo Pooran #RCBvLSG #LSGvsRCB #ViratKohli Harshal Patel Dinesh Karthik #MSDhoni? Dhoni congratulations India pic.twitter.com/1sNTn30nmg— Mala Sinha (@malasinhabjp) April 10, 2023