Virat Kohli: টেস্টে বিরাট কোহলিকে শূন্যর স্বাদ দিয়েছেন যে বোলাররা…

Jan 07, 2024 | 8:30 AM

দেশের জার্সিতে প্রথম বার টেস্ট ম্যাচ তিনি খেলেছিলেন ২০১১ সালে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেই সফরের দ্বিতীয় টেস্টে প্রথম বার শূন্যে আউট হয়েছিলেন তিনি। তারপর একাধিক বোলার তাঁকে টেস্টে শূন্যে আউট করেছেন। মাত্র একজন বোলার রয়েছেন, তিনি বিরাটকে টেস্টে ২ বার শূন্যে আউট করেছিলেন। আসন্ন ইংল্যান্ড টেস্ট সিরিজে তিনি থাকছেন। কী হবে যখন বিরাট তাঁর মুখোমুখি হবেন?

Virat Kohli: টেস্টে বিরাট কোহলিকে শূন্যর স্বাদ দিয়েছেন যে বোলাররা...
টেস্টে বিরাট কোহলিকে শূন্যর স্বাদ দিয়েছেন যে বোলাররা...
Image Credit source: X

Follow Us

কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) যখনই মাঠে নামেন গ্যালারি থেকে আসে শব্দব্রহ্ম। দেশের জার্সিতে ১০০-রও বেশি টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। চলতি জানুয়ারির শেষের দিকে ভারত সফরে আসছে ইংল্যান্ড টিম। তাতে ভারত এবং অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ২৫ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ। সেটি বিরাটের টেস্ট কেরিয়ারের ১১৪তম ম্যাচ হবে। দেশের জার্সিতে প্রথম বার টেস্ট ম্যাচ তিনি খেলেছিলেন ২০১১ সালে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেই সফরের দ্বিতীয় টেস্টে প্রথম বার শূন্যে আউট হয়েছিলেন তিনি। তারপর একাধিক বোলার তাঁকে টেস্টে শূন্যে আউট করেছেন। মাত্র একজন বোলার রয়েছেন, তিনি বিরাটকে টেস্টে ২ বার শূন্যে আউট করেছিলেন। আসন্ন ইংল্যান্ড টেস্ট সিরিজে তিনি থাকছেন। কী হবে যখন বিরাট তাঁর মুখোমুখি হবেন? তার আগে এক ঝলকে দেখে নিন টেস্টে বিরাট কোহলিকে শূন্যে কতজন বোলার আউট করেছিলেন।

টেস্ট ক্রিকেটে বিরাটকে শূন্যে আউট করা ক্রিকেটারদের তালিকা—

  1. রবি রামপাল – ২০১১ সালের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজের রবি রামপাল টেস্টে বিরাট কোহলিকে শূন্যে ফিরিয়েছিলেন।
  2. বেন হিলফেনাস – অস্ট্রেলিয়ার বেন হিলফেনাস ২০১১ সালের ডিসেম্বরে বিরাট কোহলিকে টেস্টে শূন্যে আউট করেছিলেন।
  3. লিয়াম প্লাঙ্কেট – ইংল্যান্ডের লিয়াম প্লাঙ্কেট এই তালিকায় রয়েছেন। তিনি ২০১৪ সালে ভারতের ইংল্যান্ড সফরে বিরাট কোহলির উইকেট নিয়েছিলেন।
  4. জেমস অ্যান্ডারসন – ২০১৪ সালে ভারতীয় দলের ইংল্যান্ড সফরে লিয়াম প্লাঙ্কেটের পাশাপাশি জেমস অ্যান্ডারসনও রানের খাতা খোলার আগেই কিং কোহলির উইকেট তুলেছিলেন। তিনিই একমাত্র বোলার যিনি বিরাট কোহলিকে টেস্ট ক্রিকেটে ২ বার শূন্যে ফিরিয়েছিলেন। ২০১৪ সালের পর ২০২১ সালের অগস্টে বিরাটকে শূন্যে আউট করেছিলেন জিমি।
  5. মিচেল স্টার্ক – ২০১৭ সালে পুনেতে হওয়া ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্টে বিরাট কোহলিকে শূন্যে ফিরিয়েছিলেন অজি তারকা মিচেল স্টার্ক।
  6. সুরাঙ্গা লকমল – শ্রীলঙ্কার সুরাঙ্গা লকমলও এই তালিকায় রয়েছেন। তিনি ২০১৭ সালের নভেম্বরে টেস্টে বিরাট কোহলিকে শূন্যে আউট করেছিলেন।
  7. স্টুয়ার্ট ব্রড – ইংল্যান্ডের তারকা স্টুয়ার্ট ব্রড ২০১৮ সালের সেপ্টেম্বরে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচে বিরাট কোহলিকে রানের খাতা খোলার আগেই আউট করেছিলেন।
  8. প্যাট কামিন্স – ২০১৮ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার তারকা বোলার ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচে বিরাট কোহলির উইকেট তুলে নিয়েছিলেন। বিরাট সেই ম্যাচে শূন্যে আউট হয়েছিলেন।
  9. কেমার রোচ – ২০১৯ সালের অগস্টে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচে বিরাট কোহলিকে শূন্যে ফিরিয়েছিলেন ক্যারিবিয়ান বোলার কেমার রোচ।
  10. আবু জায়েদ – ২০১৯ সালের নভেম্বরে ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচে ওপার বাংলার আবু জায়েদ শূন্য ফিরিয়েছিলেন বিরাট কোহলিকে।
  11. মইন আলি – ২০২১ সালে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচে বিরাট কোহলিকে শূন্যে আউট করেছিলেন ইংল্যান্ডের সিনিয়র বোলার মইন আলি।
  12. বেন স্টোকস – ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস ২০২১ সালের মার্চে টেস্ট ম্যাচে বিরাট কোহলিকে শূন্যে আউট করেছিলেন।
  13. এজাজ প্যাটেল – ২০২১ সালের ডিসেম্বরে শেষ বার শূন্যে আউট হয়েছিলেন বিরাট কোহলি। সে বার ভারতীয় বংশোদ্ভূত এজাজ প্যাটেল কোহলির উইকেট তুলে নিয়েছিলেন।

 

Next Article