সাউদাম্পটন: শুধু কলম্বোই নয়, বৃষ্টির ধাক্কা সাউদাম্পটনেও। আর এখানে প্রতিপক্ষকে চাপে ফেললেন এক বাঁ হাতি পেসার। ট্রেন্ট বোল্ট। ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। তারই প্রস্তুতিতে চার ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ঘরের মাঠে প্রথম ওয়ান ডে-তে হেরেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচেও টপ অর্ডারে ব্যাটিং ব্যর্থতা। সেখান থেকে অবশ্য ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। সিরিজ আপাতত সমতায়। আর এতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন লিয়াম লিভিংস্টোন। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বৃষ্টিতে অনেক দেরিতে শুরু হয় ম্যাচ। সুইং বোলিংয়ের আদর্শ পরিবেশ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। এমন পরিবেশে ট্রেন্ট বোল্ট কী করতে পারেন তা কারও অজানা নয়। বোল্ট বিদ্যুতে বিরাট ধাক্কা ইংল্যান্ড শিবিরে। ইনিংসের তৃতীয় ওভারে জোড়া উইকেট বোল্টের। জনি বেয়ারস্টো এবং জো রুটের বড় দুটি উইকেট। নিজের পরবর্তী ওভারে ফেরান বেন স্টোকসকে। কিউয়ি বাঁ হাতি পেসারের দাপটে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৮-৩!
ইংল্যান্ড টিমকে এই পরিস্থিতি উদ্ধার করতে পারেননি তরুণ ব্যাটার হ্যারি ব্রুকও। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি। দ্য হান্ড্রেড টুর্নামেন্টে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সাফল্যের জেরে শেষ মুহূর্তে ওয়ান ডে সিরিজে জায়গা করে নিয়েছেন। এই সিরিজে ভালো পারফর্ম করতে পারলে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নেওয়ার সুযোগ মিলতে পারে। এখনও অবধি নির্বাচকদের সেই ইতিবাচক বার্তা দিতে ব্যর্থ।
বৃষ্টিবিঘ্নিত ৩৪ ওভারের ম্যাচে ইংল্যান্ডকে ভরসা দেন লিয়াম লিভিংস্টোন। ওয়ান ডে ফরম্যাটে সর্বাধিক স্কোর গড়েন। তাঁর ৭৮ বলে অপরাজিত ৯৫ রানের ইনিংসের সৌজন্যে ৭ উইকেটে ২২৬ রান করে ইংল্যান্ড। শেষ দিকে ৩৫ বলে ৪২ রান স্যাম কারানের।
রান তাড়ায় একটা সময় অবধি ভালো জায়গায় ছিল নিউজিল্যান্ড। কিন্তু মিডল ও লোয়ার অর্ডারে ধস। ১১১-৩ থেকে ১৪৭ রানে অলআউট কিউয়িরা। সর্বাধিক ৫৭ রান গত ম্যাচে শতরানকারী ড্যারেল মিচেলের। ইংল্যান্ডের দুই বাঁ হাতি পেসার রিস টপলি এবং ডেভিড উইলি তিনটি করে উইকেট নেন। চার ম্যাচের সিরিজ আপাতত ১-১।