T20 World Cup 2022: বিশ্বকাপে নিউজিল্যান্ড বোলিং আক্রমণ নিয়ে বড় মন্তব্য টিম সাউদির

Tim Southee: 'লকি বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলার। ও একাই ম্যাচের রং বদলে দিতে পারে। আমার মতে, সব মিলিয়ে আমাদের বোলিং লাইন আপে দারুণ ভারসাম্য রয়েছে'

T20 World Cup 2022: বিশ্বকাপে নিউজিল্যান্ড বোলিং আক্রমণ নিয়ে বড় মন্তব্য টিম সাউদির
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 20, 2022 | 2:20 AM

কলকাতা : টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) বৃষ্টির ভ্রুকুটি। বৃষ্টিতে ভেস্তে গিয়েছে বেশ কিছু ওয়ার্ম আপ ম্যাচ। এর মধ্যে রয়েছে ভারত-নিউজিল্য়ান্ড ওয়ার্ম আপ গেমও। সুপার ১২-এ দেখা হবে না ভারত-নিউজিল্যান্ডের। তবে পরের রাউন্ডে হতেও পারে। টি২০ বিশ্বকাপ, ভারতীয় দল (Team India) নিয়ে বিশেষ সাক্ষাৎকার দিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি (Tim Southee)। বিশ্বকাপের পরই নিউজিল্যান্ড সফর রয়েছে ভারতীয় দলের। ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সেই সিরিজ। তাদেরই সাক্ষাৎকার দিয়েছেন সাউদি। যা পাঠানো হয়েছে TV9Bangla কেও। নানা প্রসঙ্গেই উত্তর দিয়েছেন সাউদি। যার সংক্ষিপ্ত অংশ তুলে ধরা হল।

টি২০ বিশ্বকাপের আগে নিউজিল্য়ান্ড বোলিং আক্রমণকে কীভাবে দেখছেন টিম সাউদি? বলছেন, ‘আমাদের বোলিং আপে সবরকম বৈচিত্রই রয়েছে। অস্ট্রেলিয়ার পরিবেশ পরিস্থিতির জন্য আদর্শ বোলিং লাইন আপ। ভাল স্পিনার রয়েছে, তেমনই সুইং বোলারও। আমাদের সঙ্গে লকি ফার্গুসনের মতো দ্রুতগতির পেসার রয়েছে। লকি বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলার। ও একাই ম্যাচের রং বদলে দিতে পারে। আমার মতে, সব মিলিয়ে আমাদের বোলিং লাইন আপে দারুণ ভারসাম্য রয়েছে।’

ট্রেন্ট বোল্টের জুটিতে পেস বোলিংয়ের ত্রাস টিম সাউদি। এই জুটিকে সমীহ করে যে কোনও দলই। বিশেষত, সুইংয়ের পরিবেশে নতুন বলে এই জুটিকে সামলানো খুবই কঠিন। টিম সাউদি বলছেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট থেকে এক সঙ্গে খেলছি। ঘরোয়া ক্রিকেট, অনূর্ধ্ব ১৯ স্তরেও এক দলে খেলেছি। সিনিয়র দলে গত দশ বছর ধরে এক সঙ্গে খেলছি। নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই বোলিংয়ে জুটি গড়েছি। পরস্পরকে খুব ভালোভাবে বুঝি। শুধুমাত্র ক্রিকেটের নিরিখেই নয়, ব্যক্তিগত বোঝাপড়াও খুব ভাল। ক্রিকেট মাঠেও সেটা কাজে লাগে। এ ছাড়াও ডান-বাঁ হাতি কম্বিনেশনও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। একে অপরকে পরাপর্শ দিই, ভাল করলে সাবাশি দিই। যাকে খুব ভালোভাবে চিনি, তাকে উল্টোদিকে পাওয়াটা খুবই ভালো কাজে দেয়।’

টি২০ বিশ্বকাপে সুপার ১২ পর্বে অবশ্য মুখোমুখি হচ্ছে না ভারত। সেমিফাইনাল কিংবা ফাইনালে দেখা হতেও পারে। যদি দু-দল সেই অবধি পৌঁছায়। বিশ্বকাপ শেষ হতেই নিউজিল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। টিম সাউদি বলছেন, ‘ভারত খুবই শক্ত প্রতিপক্ষ এবং কোনও সন্দেহ নেই, আন্তর্জাতিক ক্রিকেটে খুবই শক্তিশালী দল। ভারতের বিরুদ্ধে খেলা সবসময়ই চ্যালেঞ্জের। ঘরের মাঠে ওদের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছি।’