KNIGHT RIDERS SQUAD : নাইট রাইডার্সের টিম ঘোষণা, রাসেল-নারিন সহ একঝাঁক প্লেয়ার…

Andre Russel-Sunil Narine : উদ্বোধনী মেজর লিগ ক্রিকেটেও দেখা যাবে নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজিকে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের যুগ্ম আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। তার আগে মেজর লিগ ক্রিকেটের মতো টুর্নামেন্ট আমেরিকায় এই খেলা নিয়ে অনেকটাই আগ্রহ তৈরি করেছে।

KNIGHT RIDERS SQUAD : নাইট রাইডার্সের টিম ঘোষণা, রাসেল-নারিন সহ একঝাঁক প্লেয়ার...
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 13, 2023 | 8:24 PM

কলকাতা : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মরসুম ভালো কাটেনি কলকাতা নাইট রাইডার্সের। তবে রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ারের উত্থান দেখেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কলকাতা নাইট রাইডার্স শুধু আইপিএলেই টিম রয়েছে তা নয়। ক্যারিবিয়ান প্রিমিয়ার, আইএল টি-টোয়েন্টি সহ একাধিক টুর্নামেন্টে কেকেআর ফ্র্যাঞ্চাইজির টিম রয়েছে। উদ্বোধনী মেজর লিগ ক্রিকেটেও দেখা যাবে নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজিকে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের যুগ্ম আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। তার আগে মেজর লিগ ক্রিকেটের মতো টুর্নামেন্ট আমেরিকায় এই খেলা নিয়ে অনেকটাই আগ্রহ তৈরি করেছে। মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি নিয়েছে লস এঞ্জেলসের টিম। উদ্বোধনী মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্টের জন্য লস এঞ্জেলস স্কোয়াড ঘোষণা করা হল। সুনীল নারিন, আন্দ্রে রাসেলের মতো কেকেআর তারকারা রয়েছেন টিমে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটে ঐতিহাসিক টুর্নামেন্ট হতে চলেছে মেজর লিগ ক্রিকেট। অভিষেক মরসুমে ছাপ ফেলতে মরিয়া নাইট রাইডার্স। দল বাছাইয়ের ক্ষেত্রে সেদিকেই নজর দেওয়া হয়েছে। সুনীল নারিন, আন্দ্রে রাসেল, জেসন রয়, অ্যাডাম জাম্পার মতো তারকা ক্রিকেটারদের সই করানো হয়েছে। তেমনই আলি খান, জসকরন মলহোত্রার মতো স্থানীয় প্লেয়ারদের নেওয়া হয়েছে। নাইট রাইডার্স স্কোয়াডে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত উন্মুক্ত চাঁদও। মার্কিন যুক্তরাষ্ট্রের এই টুর্নামেন্ট শুরু হবে ১৩ জুলাই। ফাইনাল হবে ৩১ জুলাই। লস এঞ্জেলসে অবশ্য কোনও ম্যাচ হবে না। ম্যাচগুলি হবে ডালাস, টেক্সাসে।

লস এঞ্জেলস নাইট রাইডার্স ফুল স্কোয়াড : সুনীল নারিন, আন্দ্রে রাসেল, অ্যাডাম জাম্পা, জেসন রয়, লকি ফার্গুসন, মার্টিন গাপ্টিল, রাইলি রোসো, উন্মুক্ত চাঁদ, আলি খান, আলি শেখ, ভাস্কর ইয়াদরাম, কর্নে ড্রাই, জসকরন মালহোত্রা, নীতীশ কুমার, সইফ বদর, শ্যাডলি ভ্যান শ্যালউইক