Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ind vs Pak, ODI World Cup : ‘কেনিয়ার বিরুদ্ধে হারবে তবু পাকিস্তানের কাছে নয়’, কে বলছেন এমন কথা?

ক্রিকেটে ভারত-পাক ম্যাচ মানেই প্রত্যাশার পাহাড়। ক্রিকেটারদের উপর প্রবল চাপ। এখানেই আপত্তি প্রাক্তন ক্রিকেটার ও জাতীয় দলের কোচ অনিল কুম্বলের।

Ind vs Pak, ODI World Cup : 'কেনিয়ার বিরুদ্ধে হারবে তবু পাকিস্তানের কাছে নয়', কে বলছেন এমন কথা?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2023 | 2:25 PM

কলকাতা : বাইশ গজে ভারত-পাকিস্তানের (Ind vs Pak) দ্বৈরথ এখন খুব কম দেখা যায়। তবে চলতি বছরে সেই আক্ষেপ অনেকটাই মিটবে। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত একাধিকবার ভারত ও পাকিস্তানের সাক্ষাৎ হতে চলেছে। প্রথমে এশিয়া কাপ ও পরে ওডিআই বিশ্বকাপ। ক্রিকেটে ভারত-পাক ম্যাচ মানেই প্রত্যাশার পাহাড়। ক্রিকেটারদের উপর প্রবল চাপ। এখানেই আপত্তি প্রাক্তন ক্রিকেটার ও জাতীয় দলের কোচ অনিল কুম্বলের (Anil Kumble)। তিনি ভারত পাকিস্তান ম্যাচকে আর পাঁচটা ম্যাচের মতোই দেখতে চান। এই ম্যাচ ঘিরে অতিরিক্ত হাইপ তুলে ক্রিকেটারদের উপর চাপ তৈরি করার বিরুদ্ধে তিনি। নিজের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছেন কুম্বলে। কী বলেছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দেশের এই কিংবদন্তি লেগ স্পিনার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ছিলেন বরাবরই উজ্জ্বল। টেস্ট হোক বা ওডিআই। লাল বলের ফরম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে কুম্বলের উইকেট সংখ্যা ৮১। ওডিআইতে সেটা ৫৪। ১৯৯৯ সালে দিল্লি টেস্টে তাঁর দশে দশ ইতিহাস হয়ে রয়েছে। ক্রিকেট জীবনে নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, “আমাদের বলা হতো কেনিয়ার কাছে হারো তাতে সমস্যা নেই। কিন্তু পাকিস্তানের কাছে মোটেও হারা চলবে না।” এমন প্রত্যাশা ক্রিকেটারদের উপর প্রবল চাপ সৃষ্টি করে বলে জানিয়েছেন কুম্বলে। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যে চারিদিকে এত আলোচনা, তাতে ক্রিকেটারদের উপর চাপ দ্বিগুণ হয়ে যায়। জানিয়েছেন বিরাট কোহলিদের প্রাক্তন কোচ।

৩০ অগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে। কলম্বোতে ১০ সেপ্টেম্বর ফের মুখোমুখি হতে পারে দুটি দল যদি ভারত ও পাকিস্তান উভয় টিম সুপার ফোরে জায়গা করে নেয়। কলম্বোতেই ১৭ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল। এরপর ওডিআই বিশ্বকাপে লিগ পর্বে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাক মুখোমুখি হচ্ছে ১৪ অক্টোবর।