CSK : সেলিব্রেশনে রাত কাবার, আইপিএল জয়ের পর কী ঘটেছিল ধোনির টিমে?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 16, 2023 | 12:05 AM

IPL : আমেদাবাদে এ বছরের আইপিএল ফাইনাল ছিল ২৮ মে। কিন্তু তুমুল বৃষ্টির কারণে তা গড়ায় রিজার্ভ ডেতে। সেদিনও বৃষ্টির ফলে ম্যাচ শেষ হতে হতে ৩০ তারিখ রাত ১.৩০ বেজে যায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হতে হতে ভোর ৩টে বেজে যায়। এরপর মাঠের মধ্যে দফায় দফায় চলতে থাকে ট্রফি নিয়ে ফটোসেশন। সঙ্গে সেলিব্রেশন। রাতভর ওই সেলিব্রেশনের চক্করে কারও খেয়ালই ছিল না ঘড়িতে ক'টা বাজছে।

CSK : সেলিব্রেশনে রাত কাবার, আইপিএল জয়ের পর কী ঘটেছিল ধোনির টিমে?
সেলিব্রেশনে রাত কাবার, আইপিএল জয়ের পর কী ঘটেছিল ধোনির টিমে?
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি : ২২ গজে কোনও দল কোনও ম্যাচে হারলে যেমন ক্রিকেটাররা দুঃখ পান, তেমনই তাঁরা জিতলে সেলিব্রেশনও হয় বাঁধনভাঙা। জয়ের আনন্দে মশগুল থাকাকালীন আর কোনও কিছু মাথায় থাকে না। ঘড়ির কাঁটা কোথায় তাতে নজর থাকে না। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (CSK) এ বছরের আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছে। শত শত ধোনি ভক্ত ও সিএসকে প্রেমীদের ইচ্ছেপূরণ হয়েছে। আইপিএলের অন্যতম সফল দল সিএসকে। এ বারের আইপিএলে জেতার পর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে একাসনে বসেছে সিএসকে। ২টি দলই এখনও অবধি ৫ বার করে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এ বারের আইপিএল ফাইনাল ইতিহাসের পাতায় নাম তুলেছে। তিন দিন ধরে ভারতের কোটিপতি লিগের ফাইনাল হয়েছে। এ যেন এক ধৈর্যর কড়া পরীক্ষা। সেই পরীক্ষায় পাস করার পর তাই স্বাভাবিকভাবেই যে কোনও দলই উচ্ছ্বাসে মেতে উঠত। ঠিক তেমনটাই হয়েছে সিএসকের সঙ্গে। যে কারণে IPL জয়ের সেলিব্রেশনে বুঁদ একাধিক ক্রিকেটারের ফ্লাইটও মিস হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়টি তুলে ধরেছেন সিএসকের ওপেনার ডেভন কনওয়ে (Devon Conway)। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সেলিব্রেশনের ‘সাইড এফেক্ট’

আমেদাবাদে এ বছরের আইপিএল ফাইনাল ছিল ২৮ মে। কিন্তু তুমুল বৃষ্টির কারণে তা গড়ায় রিজার্ভ ডেতে। সেদিনও বৃষ্টির ফলে ম্যাচ শেষ হতে হতে ৩০ মে রাত ১.৩০ বেজে যায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হতে হতে ভোর ৩টে বেজে যায়। এরপর মাঠের মধ্যে দফায় দফায় চলতে থাকে ট্রফি নিয়ে ফটোসেশন। সঙ্গে সেলিব্রেশন। রাতভর ওই সেলিব্রেশনের চক্করে কারও খেয়ালই ছিল না ঘড়িতে ক’টা বাজছে। সিএসকে ওপেনার ডেভন কনওয়ে জানান, সকলে ট্রফি জয়ের সেলিব্রেশনে এতটাই মত্ত ছিল যে অনেকেই ভুলে গিয়েছিল তাঁদের বাড়ি ফেরার বিমানের সময় হয়ে গিয়েছে। কনওয়ে জানান, মহেন্দ্র সিং ধোনি ছিলেন সিএসকের সেলিব্রেশনের সময়ও মধ্যমণি।

ইয়েলোব্রিগেডের সেলিব্রেশন নিয়ে ডেভন কনওয়ে বলেন, ‘সেলিব্রেশনের জন্য সেদিন একাধিক ক্রিকেটারের ফ্লাইট মিস হয়েছিল। মইন আলি এবং ওর পরিবার ওদের বাড়ি ফেরার জন্য একটা দিন পিছিয়ে দিয়েছিল। এরিক সাইমন্স (বোলিং কনসালটেন্ট) ওর ফ্লাইট বাতিল করেছিল। ডোয়েন প্রিটোরিয়াস ওর ফ্লাইট মিস করেছিল। তবে ওর পরিবার কোনওভাবে সঠিক সময়ে বিমান ধরেছিল। প্রায় সকাল ৯টা অবধি আমরা সবাই টিমরুমে বসেছিলাম। সবার মাঝে বসেছিল মহেন্দ্র সিং ধোনি। সেলিব্রেশন শেষ হওয়ার পর কেউ কেউ ব্রেকফাস্ট করতে গিয়েছিল। আর কেউ কেউ গিয়েছিল ঘুমোতে।’