
দুবাই: দু’দিন আগেই ইন্ডিয়া সিমেন্টের একটি অনুষ্ঠানে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) বলেছিলেন, আগামী বছরও আইপিএলে (IPL) থাকছেন তিনি। চলতি টুর্নামেন্টেই তাঁর অবসর নেওয়ার সম্ভাবনা নেই। ঘরের মাঠে দর্শকদের সামনে অবসর নেওয়ার অনুভূতিটাই আলাদা। কিন্তু কয়েকদিন কাটতে না কাটতেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন মাহি। আজ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে টসের সময় ধোনি বলেন, ”আগামী বছরও হলুদ জার্সিতে দেখা যাবে আমাকে। তবে চেন্নাইয়ের হয়ে খেলব কি না, সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না। আগামী বছর দুটো নতুন দল আসছে। রিটেনসন প্রক্রিয়া কি হবে, সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না। তাই কিছুটা জটিলতা থাকছেই। ”
“You’ll see me in yellow next season but whether I’ll be playing for CSK you never know. There are a lot of uncertainties coming up, two new teams are coming, we don’t know what the retention rules are and so on.” – THALA#CSKvPBKS #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/FwfctwMSNo
— Chennai Super Kings – Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) October 7, 2021
এখানেই প্রশ্ন, কোন ভূমিকায় পাওয়া যাবে ধোনিকে? আসন্ন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতীয় টিমের মেন্টর (mentor) হিসেবে থাকছেন ধোনি। আগামী বছর আইপিএলেরও কি তাহলে চেন্নাই সুপার কিংসের (CSK) মেন্টরের ভূমিকায় দেখা যাবে মাহিকে? কারণ তিনি নিজেই বলেছেন, তাঁর গায়ে থাকবে হলুদ জার্সি। হয়তো প্লেয়ার হিসেবে একটা ম্যাচ খেলবেন। যেটা হবে মহেন্দ্র সিং ধোনির আইপিএলের কেরিয়ারের শেষ ম্যাচ। বাকি সময়টা চেন্নাই সুপার কিংসের ডাগ আউটে বসে দল পরিচালনার কাজটা করবেন তিনি। এই যুক্তিতে ঢুকে পড়ছে সাম্প্রতিকতম একটি বিতর্কও। ভারতীয় টিমের মেন্টর হওয়ার পর একটি রাজ্য সংস্থার কর্তা স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। চেন্নাইয়ের হয়ে খেলছেন যে ধোনি, তিনিই কি করে বিরাট কোহলিদের মেন্টর হন? বোর্ডের এক কর্তা তখন জানিয়েছিলেন, এই আইপিএল খেলেই হয়তো অবসর নেবেন ধোনি। ফলে, বিশ্বকাপের সময় স্বার্থের সংঘাতের কোনও প্রশ্নই থাকছে না। সেই ধোনিই যখন ঘোষণা করেছিলেন, পরের আইপিএলেও দেখা যাবে এমএসডিকে, তাতে অনেকেই অবাক হয়েছিলেন।
চলতি আইপিএলে ক্রিকেটার ধোনির পারফরম্যান্স একেবারেই আহামরি নয়। একাধিকবার ব্যাটিংয়ের সুযোগ পেয়েও চেনা ছন্দে দেখা যায়নি তাঁকে। উইকেটের পেছনেও যে কার্যকর ভূমিকায় দেখা যেত, তেমনই আছেন, এমনটা বলা যাবে না। ক্রিকেট পণ্ডিতদের মতে মাহি হয়তো এবার সত্যিই শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছেন। ৪০ বছরেও খেলা চালিয়ে গেলে দলের ওপর বোঝা হয়ে উঠতে পারেন। সেটা কোনও মতেই চাইবেন না ভারতীয় ক্রিকেটের কিং। তাই সময় থাকতে থাকতেই হয়তো নিয়ে ফেলবেন অবসরের সিদ্ধান্ত। আইপিএলের পর শুরু হবে টি-২০ বিশ্বকাপ। সেখানেই নতুন ভূমিকায় মাঠে নামবেন তিনি। মেন্টর সিং ধোনি।
আরও পড়ুন : IPL 2021: শ্রীনগরের রাস্তায় সবজি বেচতেন উমরানের বাবা