Rachel Khawaja: ৯ বছরের ছোট প্রেমিকার ধর্ম পরিবর্তন, তারপর নিকাহ করেন পাক বংশোদ্ভুত অজি ক্রিকেটার
Usman Khawaja's Love Story: অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা ও তাঁর স্ত্রী ব়্যাচেল খোয়াজার মাখোমাখো প্রেম। কীভাবে শুরু হল মন দেওয়া নেওয়া?
কলকাতা: ভারতের মাটিতে ব্যাট হাতে তাণ্ডব অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজার (Usman Khawaja)। আমেদাবাদে বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) চতুর্থ টেস্টে ১৮০ রানের ইনিংস খেলেছেন খোয়াজা। ১০ ঘণ্টা ধরে ৪২২ বলের মোকাবিলা করেছেন। যা ভারতের মাটিতে যে কোনও অস্ট্রেলিয়ার ব্যাটারের থেকে বেশি। পাশাপাশি বর্ডার-গাভাসকর ট্রফিতে প্রথম শতরানকারী অস্ট্রেলিয়ান ব্যাটার তিনি। দলকে রানের পাহাড়ে তুলে রেকর্ড বুকেও ঢুকে পড়েছেন খোয়াজা। একটা সময় ভারত সফরে এসে জল বয়ে যাওয়া খোয়াজার ব্যাট বিক্রম দেখে উচ্ছ্বসিত তাঁর স্ত্রী ব়্যাচেল খোয়াজা (Rachel Khawaja)। পাকিস্তানের বংশোদ্ভুত অস্ট্রেলিয়ার ক্রিকেটার খোয়াজার প্রেম কাহিনীও তাঁর ব্যাটিংয়ের মতোই জমাটি। কোথায় পরিচয় হল ব়্যাচেলের সঙ্গে? কীভাবে প্রেম ও বিয়ে, রইল Tv9 Bangla-র এই প্রতিবেদনে।
খোয়াজার জন্ম ইসলামাবাদে। পাঁচ বছর বয়সে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে আসেন তিনি। বড় হওয়া ও পড়াশোনা কুইন্সল্যান্ডে। ব়্যাচেলের জন্ম, বেড়ে ওঠা সবই ব্রিসবেনে। ইউনিভার্সিটি থেকে দু’জনের প্রেম শুরু। যত দূর শোনা যায়, মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছেন সুন্দরী ব়্যাচেল। ২০১৫ সালে উসমান ও ব়্যাচেলের প্রেমপর্ব সূচনা হয়। বিয়ের আগে ব়্যাচেলের পদবী ছিল ম্যাকলিন। তিনি জন্মগতভাবে অস্ট্রেলিয়ান এবং ক্যাথলিক ক্রিশ্চান। ৯ বছরের বড় অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটার উসমান খোয়াজার সঙ্গে প্রেম চলেছিল বছরখানেক ধরে।
এরপর ২০১৬ সালে ব়্যাচেলের ২১তম জন্মদিনে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ঘোড়সওয়ারির সময় প্রেমিকাকে নাটকীয়ভাবে বিয়ের প্রস্তাব দেন খোয়াজা। কিন্তু বিয়ে করে সংসার করতে হলে তো ধর্ম পরিবর্তন করতে হবে। উসমান খোয়াজার দাবি, ক্যাথলিক ক্রিশ্চান ব়্যাচেল এই বিষয়ে সিদ্ধান্ত নিতে দু’বার ভাবেননি। আনুষ্ঠানিক বিয়ের বছর খানেক আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেন ব়্যাচেল। এরপর সিডনিতে খোয়াজা ও ম্যাকলিন পরিবারের উপস্থিতিতে ২০১৭ সালে নিকাহ সেরে নেন ব়্যাচেল ও উসমান। ব়্যাচেল ম্যাকলিন থেকে হয়ে যান ব়্যাচেল খোয়াজা।
২০১৮ সালে সাদা পোশাকে চার্চ ওয়েডিং সারেন যুগলে। আনুষ্ঠানিকভাবে সেটাই তাঁদের বিয়ে। ২০১৯ সালে ডেইল মেলকে দেওয়া সাক্ষাৎকারে ব়্যাচেল বলেন, ২০১৬ সালে নিকাহ সেরেছিলাম। যার অর্থ আমরা ইতিমধ্যেই দু’বছরের বিবাহিত। ২০২০ সালে খোয়াজা দম্পতির সংসার আলো করে আসে এক ফুটফুটে কন্যা। ২০২২ সালে খোয়াজার পরিবারে সদস্য সংখ্যা বেড়েছে। দম্পতির পুত্র সন্তানের জন্ম হয় সেবছর।