LPL 2023, BABAR AZAM: এশিয়া কাপের আগে হুঙ্কার! কলম্বোর হয়ে কামাল বাবরের

Lanka Premier League: বিশ্ব ক্রিকেটে মাত্র দু-জন টি-টোয়েন্টিতে শতরানের নিরিখে দু-অঙ্কে পৌঁছলেন। তালিকায় একমাত্র ছিলেন ক্রিস গেইল। যোগ হল বাবর আজমের নামও।

LPL 2023, BABAR AZAM: এশিয়া কাপের আগে হুঙ্কার! কলম্বোর হয়ে কামাল বাবরের
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2023 | 11:18 PM

আরও একটা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব ছিল। টাকার অঙ্কটাও বেশি ছিল। যদিও বাবর আজম লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার সিদ্ধান্ত নেন। এমন তথ্যই উঠে এসেছিল। কারণ হিসেবে বলা হয়েছিল, এশিয়া কাপ। এ বারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। যদিও টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। পাকিস্তান আয়োজক হলেও ম্যাচ হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় ক্রিকেট দল। ফলে এশিয়া কাপের বেশির ভাগ ম্যাচই হবে শ্রীলঙ্কায়। টেস্ট সিরিজের পর লঙ্কা প্রিমিয়ার লিগে খেলে সেখানকার পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। যদিও শুরুর দিকে সাফল্য পাচ্ছিলেন না। অনবদ্য প্রত্যাবর্তন করলেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

লঙ্কা প্রিমিয়ার লিগে এ দিন মুখোমুখি হয় গল টাইটান্স ও কলম্বো স্ট্রাইকার্স। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলম্বো অধিনায়ক নিরোশান ডিকেওয়েলা। তাঁর সিদ্ধান্ত সঠিক মনে হয়নি। গল টাইটান্স অনবদ্য ব্যাটিং করে। লাসিথ ক্রুসপুল ১৯ বলে ৩৬, শেভন ড্যানিয়েল ৩১ বলে ৪৯, ভানুকা রাজাপক্ষ ৩০ এবং কিউয়ি কিপার-ব্যাটার টিম সিফার্ট ৩৫ বলে অপরাজিত ৫৪ রান। নির্ধারিত ২০ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ১৮৮ রানের বিশাল স্কোর গড়ে গল টাইটান্স।

কলম্বো স্ট্রাইকার্সের বোলিং লাইন আপ খুবই ভালো। কিন্তু কেউই সুবিধা করতে পারেননি। পাকিস্তানের স্পিনার মহম্মদ নওয়াজ, জুনিয়র মালিঙ্গা মাতিসা পাথিরানা, চামিকা করুণারত্নে ওভার প্রতি ১০-এর বেশি রান দেন। এত বড় স্কোর গড়ে যেন নিশ্চিন্ত ছিল গল টাইটান্স। যদিও পরিস্থিতি পাল্টে গেল পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ইনিংসে।

কলম্বো স্ট্রাইকার্সের হয়ে ওপেন করেন তরুণ ব্যাটার পাথুম নিশাঙ্ক এবং তারকা ক্রিকেটার বাবর আজম। বোর্ডে বিশাল লক্ষ্য। শুরুটা ভালো হওয়া প্রয়োজন ছিল। প্রত্যাশা পূরণ করে এই জুটি। ওপেনিং জুটিতে ১১১ রান যোগ করেন এই দুই ব্যাটার। নিশাঙ্ক ৪০ বলে ৫৪ রানে ফেরেন। তবে বাবরকে আটকানো যায়নি। অবশেষে ৫৯ বলে ১০৪ রানের বিধ্বংসী ইনিংসে থামেন বাবর। ৮টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি মারেন। বাবর আউট হওয়ার সময় কলম্বো জয়ের দোরগোড়ায়। টি-টোয়েন্টি কেরিয়ারে দশম সেঞ্চুরি বাবরের। বিশ্ব ক্রিকেটে মাত্র দু-জন টি-টোয়েন্টিতে শতরানের নিরিখে দু-অঙ্কে পৌঁছলেন। তালিকায় একমাত্র ছিলেন ক্রিস গেইল। যোগ হল বাবর আজমের নামও। শেষ অবধি ১ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় কলম্বোর। এশিয়া কাপের আগে বাবরের ইনিংস বাকি দলগুলিকে চাপে রাখতে পারে।