LPL 2023: ব্যাট হাতে ব্যর্থ বাবর, উদ্বোধনী ম্যাচেই হার কলম্বো স্ট্রাইকারের

Lanka Premier League: টস জিতে জাফনা কিংসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কলম্বো স্ট্রাইকার। দ্রুত নিশান মধুশঙ্কা এবং রহমানুল্লা গুরবাজদের হারায় জাফনা। চরিত আসালঙ্কার ইনিংসও দীর্ঘস্থায়ী হয়নি। তবে নজর কাড়লেন তৌহিদ হৃদয়।

LPL 2023: ব্যাট হাতে ব্যর্থ বাবর, উদ্বোধনী ম্যাচেই হার কলম্বো স্ট্রাইকারের
Image Credit source: Twitter

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 31, 2023 | 12:12 AM

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেল। উদ্বোধনী অনুষ্ঠানের পর এ মরসুমের প্রথম ম্যাচ। হার দিয়ে টুর্নামেন্ট শুরু হল পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। নামী ক্রিকেটারদের মাঝে প্রথম ম্যাচে নজর কাড়লেন বাংলাদেশের তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। ব্যাট হাতে ব্যর্থ বাবর আজম। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

লঙ্কা প্রিমিয়ার লিগে এ বারই প্রথম নিলামের মাধ্যমে প্লেয়ার নেওয়া হয়েছিল। বেশির ভাগ টিমই অবশ্য তারকা ক্রিকেটারদের ধরে রেখেছিল। বেশ কিছু তরুণ ক্রিকেটার নিলামের মাধ্যমে সুযোগ পান। এ বার তাদের জ্বলে ওঠার পালা। প্রথম ম্যাচে অবশ্য নজর ছিল বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমের দিকে। সদ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলেছেন। এ বার টি-টোয়েন্টি লিগে খেলছেন।

টস জিতে জাফনা কিংসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কলম্বো স্ট্রাইকার। দ্রুত নিশান মধুশঙ্কা এবং রহমানুল্লা গুরবাজদের হারায় জাফনা। চরিত আসালঙ্কার ইনিংসও দীর্ঘস্থায়ী হয়নি। তবে নজর কাড়লেন তৌহিদ হৃদয়। ৩৯ বলে ৫৪ রানের অনবদ্য ইনিংস বাংলাদেশের এই তরুণ ব্যাটারের। শেষ দিকে ক্যামিও ইনিংস অধিনায়ক থিসারা পেরেরার। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান করে জাফনা কিংস। নাসিম শাহ, মাতিশা পাথিরানা, চামিকা করুণারত্নে এবং লক্ষ্মণ সান্দাকান একটি করে উইকেট নেন।

রান তাড়ায় দলীয় ৩৩ রানেই তারকা ব্যাটার বাবর আজমের উইকেট নেয় জাফনা কিংস। তারকা ব্যাটারকে মাত্র ৭ রানে ফেরান থিসারা পেরেরা। ২ বলে ১ রানে পাথুম নিশাঙ্কাও আউট। ক্রমশ চাপে পড়ে কলম্বো স্ট্রাইকার। ওপেনার নিরোশান ডিকেওয়েলা ৩৪ বলে ৫৮ রানের ইনিংস খেললেও সঙ্গী পেলেন না। ১৯.৪ ওভারে ১৫২ রানেই অলআউট কলম্বো। হারদোস ভিলজোয়েন ৩টি এবং বাঁ হাতি পেসার দিলশান মধুশঙ্কা ও বিজয়কান্ত বিয়াসকান্ত ২টি করে উইকেট নেন।