কলকাতা: বিপদ কখনও বলে কয়ে আসে না। যেমন ২০২২ সালের শেষে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে প্রাণটাই যেতে বসেছিল ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের। মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন পন্থ। নতুন জীবনের পথে ধীরে ধীরে এগিয়ে চলেছেন ঋষভ। তাঁরই মতো এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এক তরুণ ক্রিকেটার। সেই সময় তাঁকে ক্রিকেট ছেড়ে দেওয়ার পরামর্শও দিয়েছিলেন তাঁর চিকিৎসক। ওই সময় ১৮ মাস ২২ গজ থেকে দূরে থাকতে হয়েছিল তাঁকে। সাত বছর আগে পন্থের মতো তিনিও ভাবতেন কবে ফিরবেন ২২ গজে। সেই ক্যারিবিয়ান তরুণ আজ ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ফুল ফোটাচ্ছেন। বর্তমানে সেই ক্রিকেটার ১৬তম আইপিএলে (IPL 2023) লখনউ সুপার জায়ান্টসের (LSG) জার্সিতেও দারুণ পারফর্ম করছেন। তিনি আর কেউ নন, নিকোলাস পুরান (Nicholas Pooran)। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
এখন ২২ গজে চার-ছয়ের ফুলঝুরি ফোটাচ্ছেন নিকোলাস পুরান। ৭ বছর আগে ছবিটা পুরো অন্যরকম ছিল। ২১ বছর বয়সে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন পুরান। যার ফলে ২টো পা ভেঙে গিয়েছিল এবং তাঁর পায়ে প্লাস্টার করাতে হয়েছিল। পুরান জানান, তিনি অনুশীলন করে বাড়ি ফেরার পথে নিজেই গাড়ি চালাচ্ছিলেন। বাড়ির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন পুরান। কিন্তু ২টো গাড়ি রেষারেষি করছিল। আর সেই সময় পুরানের গাড়িতে এসে অন্য একটি গাড়়ি ধাক্কা মেরেছিল। যার ফলে গাড়ি থেকে ছিটকে যান পুরান। এরপর তাঁকে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই দুর্ঘটনায় পুরানের ডান পায়ের গোড়ালি ভেঙেছিল। একই সঙ্গে বাঁ-পায়ের পেশিতে গুরুতর চোট পেয়েছিলেন পুরান।
নিকোলাস পুরানের শোচনীয় অবস্থা দেখে চিকিৎসকরা তাঁকে ক্রিকেট ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এরপর তাঁর ২টি সার্জারি হয়েছিল। পরবর্তীতে তিনি সুস্থ হলে যদিও চিকিৎসকরা জানান, তিনি আবার ২২ গজে ফিরতে পারেন।
সেই পুরানই ওয়েস্ট ইন্ডিজের হয়ে বর্তমানে টি-২০ এবং ওডিআই ফর্ম্যাটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দেশের জার্সিতে ৫৪টি টি-টোয়েন্টি এবং ৭৫টি ওডিআই ম্যাচে যথাক্রমে করেছেন ১৬৩৩ ও ১৪৮৬ রান। উল্লেখ্য, ১৬তম আইপিএলে এখনও অবধি ৪টি ম্যাচে খেলে ১৪১ রান করেছেন নিকোলাস পুরান। সর্বাধিক ৬২। আগামী ১৫ এপ্রিল, শনিবার লখনউয়ের হোম ম্যাচ। সেই ম্যাচে সুপার জায়ান্টসদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। উল্লেখ্য, কোচিতে হওয়া আইপিএলের মিনি নিলাম থেকে ১৬ কোটি টাকা দিয়ে নিকোলাস পুরানকে কেনে লখনউ। দিনকয়েক আগে আরসিবির বিরুদ্ধে মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি করেন পুরান। চলতি আইপিএলে এটাই সবচেয়ে দ্রুততম হাফসেঞ্চুরি। একইসঙ্গে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরানের তালিকায় নাম লিখিয়েছেন নিকোলাস পুরান।