LSG, IPL 2023: লখনউয়ের জোড়া বিপদ, আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা পেসার

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 03, 2023 | 5:56 PM

Jaydev Unadkat : জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও অনিশ্চিত রাহুল। গোদের উপর বিষফোঁড়ার মতো আইপিএল থেকে ছিটকে গিয়েছেন লখনউয়ের এক তারকা পেসার।

LSG, IPL 2023: লখনউয়ের জোড়া বিপদ, আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা পেসার
Image Credit source: Twitter

Follow Us

লখনউ: বিপদ বাড়ছে বই কমছে না। আইপিএল দল লখনউ সুপার জায়ান্টস এবং ভারতীয় ক্রিকেট দলের অন্দরে চোটের আতঙ্ক। গত ম্যাচে চোট পেয়ে আইপিএলের বাকি ম্যাচগুলি থেকে ছিটকে গিয়েছে সুপার জায়ান্টসের ক্যাপ্টেন লোকেশ রাহুল। জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও অনিশ্চিত রাহুল। গোদের উপর বিষফোঁড়ার মতো আইপিএল (IPL 2023) থেকে ছিটকে গিয়েছেন লখনউয়ের তারকা পেসার জয়দেব উনাদকটও (Jaydev Unadkat)। বাঁ হাতে চোট রয়েছে তাঁর। লোকেশ রাহুলের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভারতের স্কোয়াডে রয়েছেন উনাদকট। লোকেশ রাহুলের মতো তাঁকেও WTC ফাইনালে পাওয়া নিয়ে অনিশ্চয়তা। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

আইপিএলের বাকি পর্ব থেকে ছিটকে গিয়েছেন জয়দেব উনাদকট। নেটে বোলিং করার সময় হঠাৎই পা হড়কে পড়ে যান বাঁহাতি পেসার। বাঁ কাঁধে মারাত্মক চোট পেয়েছেন। পড়ে যাওয়ার পর চোটের জায়গায় বরফ দেওয়া হয়। স্ক্যান করানোর জন্য মুম্বই পাঠানো হয়েছে উনাদকটকে। বিশ্ব টেস্ট ফাইনালের টিমে রয়েছেন তিনি। চোটে ছিটকে গেলে চাপে পড়ে যাবে ভারতীয় টিম।

চোট পাওয়ার পর মুম্বইয়ে বিসিসিআই নিযুক্ত চিকিৎসকদের সঙ্গে দেখা করেন উনাদকট। বোর্ডের মেডিকেল টিমের পরামর্শে নিজেকে আইপিএল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ফিট হওয়ার চ্যালেঞ্জ তাঁর সামনে। আপাতত বেঙ্গালুরুর এনসিএ অ্যাকাডেমিতে রিহ্যাব চলবে তাঁর।

আরসিবির বিরুদ্ধে ম্যাচে থার্ড ম্যানে ফিল্ডিং করার সময় পায়ে গুরুতর চোট পান রাহুল। তাঁর চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ভারতীয় দলের অন্দরে। সামনের মাসে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। একটি ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটের খবর অনুযায়ী, চোটের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ৭-১১ জুনের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ফিট হতে পারবেন না রাহুল। চলতি সপ্তাহে বেঙ্গালুরুর এনসিএ-তে রিপোর্ট করতে হবে রাহুলকে। আপাতত লখনউ টিমের সঙ্গেই রয়েছেন। তবে কোনও ম্যাচ খেলবেন না।

Next Article