Mumbai Indians, IPL 2023 : রসালো আম চেখে সেলিব্রেশন মুম্বই শিবিরে, নিশানায় কি নবীন?
LSG vs MI, IPL 2023 : রোহিত শর্মাদের কাছে ৮১ রানের বড় ব্যবধানে হেরে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস। তারপরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং সুইট ম্যাঙ্গো। কিন্তু কেন?

কলকাতা: ইট মারলে পাটকেল তো খেতেই হবে। কথা হচ্ছে লখনউ সুপার জায়ান্টস পেসার নবীন উল হকের (Naveen Ul Haq)। শেষ ম্যাচে তা হাড়েহাড়ে টের পেলেন। ভালো পারফর্ম করেও সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের শিকার নবীন। অন্য দলের পরাজয় খুব উপভোগ করেন এই আফগান পেসার। আরসিবির হারের দিন মিষ্টি, রসালো আমে কামড় দিয়ে সেলিব্রেশন করেছিলেন। পরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লে অফ থেকে ছিটকে যাওয়ার দিনে অট্টহাসির ভিডিয়ো ইনস্টা স্টোরিতে দেন। মঙ্গলবার, ২০২৩ আইপিএলের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স (LSG vs MI)। ম্যাচে ধুয়ে মুছে সাফ নবীন উল হকরা। রোহিতদের কাছে ৮১ রানের বড় ব্যবধানে হেরে গিয়েছে সুপার জায়ান্টস। আগামী ২৭ মে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে মুম্বই ইন্ডিয়ান্স (IPL 2023)। লখনউয়ের হারের পরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং সুইট ম্যাঙ্গো। কম যান না মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের তরুণ ক্রিকেটাররাও। সন্দীপ ওয়ারিয়র, বিষ্ণু বিনোদরা পাকা আম টেবিলে রেখে ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন। বিতর্ক ছড়াতে পারে ভেবেই হয়তো পরে পোস্টটি ডিলিট করে দেওয়া হয়। তবে সোশ্যাল মিডিয়ায় পোস্টের স্ক্রিনশট ভাইরাল হতে সময় নেয়নি। বিস্তারিত TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
বিরাট কোহলির সঙ্গে বিবাদে জড়িয়ে শিরোনামে এসেছিলেন। ২০২৩ আইপিএলের শেষ ম্যাচে অবশেষে চর্চায় নবীনের বোলিং। মুম্বইয়ের বিরুদ্ধে বল হাতে আগুন ঝরিয়েছেন নবীন। এলিমিনেটর ম্যাচে চার উইকেট তুলে নেন। লখনউ বোলারদের মধ্যে যশ ঠাকুর ছাড়া তিনিই সবচেয়ে উজ্জ্বল। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথম ধাক্কা দেন নবীন। ফেরান ক্যাপ্টেন রোহিত শর্মাকে। এরপর তাঁর শিকার হলেন একে একে সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিন। এই দুই বিধ্বংসী ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল মুম্বই। নবীনের শেষ শিকার তিলক ভার্মা। তবে আফগান পেসারের বিক্রম শেষমেশ কাজে লাগেনি লখনউয়ের। আকাশ মাধওয়ালের পাঁচ উইকেটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে লখনউয়ের ব্যাটিং লাইন আপ। ৩.৩ ওভারে মাত্র ৫ রান খরচ করে পাঁচটি উইকেট তুলে নেন। সর্বাধিক ৪০ রান মার্কাস স্টইনিসের। বাকিদের অবস্থা তথৈবচ। সেখানেই পিছিয়ে পড়ল লখনউ। ৮১ রানের বড় ব্যবধানে হার এবং আইপিএল থেকে এ বারের মতো বিদায়।
Naveen ul Haq Teased with Kohli Kohli chants in today’s match. ? pic.twitter.com/n8DE8XplJM
— Hemant Kumar (@HemantK61928583) May 24, 2023
বিরাট কোহলির সঙ্গে ঝামেলা এবং খোঁচা দেওয়া ইনস্টা পোস্ট। এ বারের আইপিএল জুড়ে বিতর্ক সঙ্গে নিয়ে চলেছেন নবীন। চার উইকেট নিয়ে মুম্বইকে চাপে ফেলে দিলেও বিতর্ক থেকে দূরে থাকতে পারলেন না। এদিন রোহিত শর্মাকে আউট করে এক দুই কানে আঙুল চাপা দিয়ে সেলিব্রেশন করে আফগান পেসার। দু কানে আঙুল গুঁজে এই সেলিব্রেশনের অর্থ হল, তোমরা যা খুশি বলতে পার, আমি আমার মতো কাজ করব। নবীনের এই সেলিব্রেশন মনে ধরেনি ধারাভাষ্যকারদের। সুনীল গাভাসকর বলে দেন, “নবীনের দর্শকদের সঙ্গে সমস্যা রয়েছে মনে হয়। নয়তো কানে আঙুল দিয়ে কেন সেলিব্রেশন করবে। কানে চিৎকার ঢুকলে আত্মবিশ্বাস বাড়ে। দর্শকদের সঙ্গে বিবাদে জড়ানো ঠিক নয়।” প্রসঙ্গত, একানা স্টেডিয়ামে কোহলির সঙ্গে ঝামেলার পর নবীন প্রায় সব ম্যাচেই দর্শকদের কটাক্ষের শিকার হয়েছেন। এলিমিনেটর ম্যাচেও ছাড় পাননি। সেই অভিজ্ঞতা থেকেই বোধহয় কানে আঙুল দিয়ে সেলিব্রেশন তাঁর।

নবীনের বিতর্কিত সেলিব্রেশন





