বেঙ্গালুরু: চিন্নাস্বামী স্টেডিয়াম মঙ্গলবার রাতে বিরাট… বিরাট… কোহলি… কোহলি… এবং আরসিবি ধ্বনিতে মুখরিত হয়েছিল। এটাই যেন লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসকে (LSG) বেশি তাতিয়েছিল। আর জায়ান্টস তারকারা নিজেদের প্রমাণ করার তাগিদ নিয়ে বড় রানের টার্গেট তাড়া করতে নেমেছিল। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন লোকেশ রাহুল। ঘরের মাঠে প্রথমে ব্যাটিং করে মাত্র ২ উইকেট হারিয়ে ২১২ রান তোলে আরসিবি (RCB)। ২১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লখনউ। ধীরে ধীরে ম্যাচের হাল ধরেন মার্কাস স্টইনিস ও নিকোলাস পুরান (Nicholas Pooran)। দেখতে দেখতে ১৬তম আইপিএলের সবচেয়ে দ্রুততম হাফসেঞ্চুরি করলেন ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান। চমক তখনও বাকি ছিল। লখনউয়ের ইনিংসের শেষ ওভারে ভরপুর রোমাঞ্চ দেখা গেল। শেষ বলে মাত্র ১ উইকেটে জিতল লখনউ। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
ছয় নম্বরে ব্যাট করতে নামেন নিকোলাস পুরান। মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেন পুরান। নিকোলাসের অর্ধশতরান এসেছে যেভাব – ০, ৬, ০, ০, ৪, ৬, ৬, ১, ৬, ১, ৪, ৬, ৪, ১, ৬। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরানের তালিকায় নাম লেখালেন নিকোলাস পুরান। এ বারের আইপিএলে দ্রুততম অর্ধশতরান এটিই। এর আগে চেন্নাই সুপার কিংসের অজিঙ্ক রাহানে ১৯ বলে হাফসেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। শেষ অবধি ১৯ বলে ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন পুরান। তাঁর ঝুলিতেই গিয়েছে ম্যাচের সেরার পুরস্কার।
২০২২ সালের আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার নিকোলাস পুরান। কোচিতে হওয়া আইপিএলের মিনি নিলামে ১৬ কোটি টাকা দিয়ে পুরানকে কেনে লখনউ। চলতি আইপিএলে চার ম্যাচে যথাক্রমে পুরান করেছেন ৩৬ (প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস), ৩২ (প্রতিপক্ষ সিএসকে), ১১* (প্রতিপক্ষ হায়দরাবাদ) ও ৬২ (প্রতিপক্ষ আরসিবি) রান।
উল্লেখ্য, নিকোলাস পুরানের আগে আইপিএলে দ্রুততম সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় রয়েছেন – লোকেশ রাহুল (২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ বলে হাফসেঞ্চুরি করেছিলেন কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলে)। গত বারের আইপিএলে কেকেআরের প্যাট কামিন্স মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৪ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। এ ছাড়া ২০১৪ সালে ইউসুফ পাঠান ১৫ বলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেছিলেন। এই তালিকায় রয়েছেন কেকেআরের সুনীল নারিনও। তিনি ২০১৭ সালে আরসিবির বিরুদ্ধে ১৫ বলে হাফসেঞ্চুরি করেছিলেন।