মুম্বই: আজ আইপিএলের (IPL 2022) ষষ্ঠ দিন। বৃহস্পতিবারের ম্যাচে মুখোমুখি হয়েছিল লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এ বারের আইপিএলের শুরুটা দুই দলের জন্যই ভালো হয়নি। আইপিএল-১৫-র উদ্বোধনী ম্যাচেই শ্রেয়স আইয়ারের কেকেআরের (KKR) কাছে হারতে হয়েছিল সিএসকেকে। আর অন্যদিকে এ বারের আইপিএলের দুই নতুন দলের লড়াইয়ে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সের কাছে হারতে হয়েছিল কেএল রাহুলের লখনউকে। ফলে দুই দলই জয়ে ফেরার জন্য ঝাঁপিয়েছিল। কিন্তু শেষ হাসি ফুটল সুপার জায়ান্টসদের মুখে।
টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন লোকেশ রাহুল। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১০ রান তোলে জাডেজার চেন্নাই। সিএসকের হয়ে সর্বোচ্চ রান করেন রবীন উথাপ্পা (৫০) ও শিবম দুবে (৪৯)।
২১১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯৯ রান পর্যন্ত কোনও উইকেট হারায়নি লখনউ। দুরন্ত খেলেন ডি’কক (৬১), লোকেশ (৪০), লুইসরা। শেষ বেলায় এভিন লুইসের (৫৫*) ঝোড়ো ব্যাটিংয়ে ভর করেই ৩ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতলেন কেএ রাহুলরা।
২১১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯৯ রান পর্যন্ত কোনও উইকেট হারায়নি লখনউ। দুরন্ত খেলেন ডি’কক (৬১), লোকেশ (৪০), লুইসরা। শেষ বেলায় এভিন লুইসের (৫৫*) ঝোড়ো ব্যাটিংয়ে ভর করেই ৩ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতলেন কেএ রাহুলরা।
টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন লোকেশ রাহুল। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১০ রান তোলে জাডেজার চেন্নাই। সিএসকের হয়ে সর্বোচ্চ রান করেন রবীন উথাপ্পা (৫০) ও শিবম দুবে (৪৯)।
সিএসকের বিরুদ্ধে ৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল লখনউ সুপার জায়ান্টস।
চাপের মধ্যে থেকেও হাফসেঞ্চুরি পূর্ণ করলেন এভিন লুইস
শেষ ওভারে ম্যাচ জেতার জন্য লখনউকে তুলতে হবে ৮ রান।
দীপর হুডার উইকেট তুলে নিলেন ডোয়েন ব্র্যাভো। ১৩ রান করে সাজঘরে ফিরে গেলেন দীপক।
১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে লখনউ সুপার জায়ান্টস।
এভিন লুইস ৩৯*
দীপক হুডা ৭*
খেলা বাকি ৫ ওভারের। ম্যাচ জিততে হলে লখনউকে তুলতে হবে ৩০ বলে ৬৭ রান
কুইন্টন ডি’ককের উইকেট তুলে নিলেন ডোয়েন প্রিটোরিয়াস। ৬১ রানে মাঠ ছাড়লেন প্রিটোরিয়াস।
মাত্র ৫ রান করে তুষার দেশপান্ডেকে উইকেট দিয়ে বসলেন মনীশ পান্ডে।
৪০ রান করে আউট হলেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। চেন্নাইকে প্রথম উইকেট এনে দিলেন ডোয়েন প্রিটোরিয়াস।
ম্যাচ জিততে এখনও লোকেশ রাহুলদের প্রয়োজম ১১৩ রান। খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৯৮ রান তুলে ফেলেছে লখনউ।
চেন্নাইয়ের বিরুদ্ধে ৩৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন কুইন্টন ডি’কক
পাওয়ার প্লে-র খেলা শেষ। ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫৫ রান তুলেছে লখনউ। ম্যাচ জিততে লোকেশ রাহুলদের চাই এখনও ১৫৬ রান।
কোনও উইকেট না হারিয়ে ৫১ রান তুলেছে লখনউ।
ডি’কক ২৮*
রাহুল ১৮*
প্রথম ৩ ওভারে ২৪ রান তুলেছে লখনউ সুপার জায়ান্টস।
কেএল রাহুল ব্যাট করছেন ১৩ রানে। কুইন্টন ডি’কক রয়েছেন ৭ রানে।
টার্গেট ২১১। রান তাড়া করতে নেমে পড়ল লখনউ সুপার জায়ান্টস।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১০ রান তুলেছে সিএসকে। লোকেশ রাহুলের লখনউয়ের সামনে ২১১ রানের টার্গেট ঝুলিয়ে দিল চেন্নাই সুপার কিংস।
অ্যান্ড্রু টাই এক ওভারে পর পর দুই উইকেট নিলেন। কোনও রান না করেই মাঠ ছাড়লেন ডোয়েন প্রিটোরিয়াস।
রবীন্দ্র জাডেজার উইকেট তুলে নিলেন অ্যান্ড্রু টাই। ১৭ রান করে মাঠ ছাড়লেন জাড্ডু।
লখনউয়ের বিরুদ্ধে হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়লেন শিবম দুবে। ৩০ বলে ৪৯ রান করে আবেশ খানের শিকার হলেন দুবে।
অম্বাতি রায়ডুর উইকেট তুলে নিলেন রবি বিষ্ণোই। ২৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেন রায়ডু।
খেলা বাকি ৫ ওভারের। ক্রিজে অম্বাতি রায়ডু ও শিবম দুবে। ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছে চেন্নাই।
৩৫ রান করে আবেশ খানের শিকার হলেন ইংলিশ অলরাউন্ডার মইন আলি।
খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৬ রান তুলে ফেলেছে চেন্নাই।
৯.১ ওভারে রবি বিষ্ণোইয়ের বল বাউন্ডারিতে পাঠিয়ে দলের শতরান পূর্ণ করালেন মইন আলি।
হাফসেঞ্চুরি পূর্ণ করেই উইকেট দিয়ে বসলেন রবীন উথাপ্পা। দ্বিতীয় উইকেট হারাল সিএসকে। রবি বিষ্ণোই ফেরালেন রবীনকে।
২৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন সিএসকের রবীন উথাপ্পা। এর মধ্যে রয়েছে ৮টি চার ও ১টি ছয়।
পাওয়ার প্লে-র খেলা শেষ। প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে সিএসকে তুলেছে ৭৩ রান।
রবীন উথাপ্পা ৪৫*
মইন আলি ২১*
P?wer Pl?y…#WhistlePodu #Yellove #LSGvCSK ?? pic.twitter.com/0AGCWB3P2L
— Chennai Super Kings (@ChennaiIPL) March 31, 2022
প্রথম ৫ ওভারের খেলা শেষ। ক্রিজে রবীন উথাপ্পা ও মইন আলি। প্রথম ৫ ওভারে জাডেজার চেন্নাই সুপার কিংসের স্কোর ১ উইকেটে ৫৭।
প্রথম ৩ ওভারের খেলা শেষ। ওপেনার ঋতুরাজে উইকেট হারিয়ে প্রথম ৩ ওভারে ২৮ রান তুলেছে চেন্নাই সুপার কিংস।
রবি বিষ্ণোইয়ের ডাইরেক্ট হিটে রান আউট হলেন ঋতুরাজ গায়কোয়াড়। মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন সিএসকে ওপেনার।
সিএসকের হয়ে ওপেনিংয়ে নামলেন ঋতুরাজ গায়কোয়াড় ও রবীন উথাপ্পা।
লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), মনীশ পান্ডে, ক্রুণাল পান্ডিয়া, কুইন্টন ডি’কক, এভিন লুইস, দুশমন্ত চামিরা, দীপক হুডা, আয়ুষ বদোনি ও আবেশ খান, অ্যান্ড্রু টাই ও রবি বিষ্ণোই।
हमारे गयारह नवाब जो आज बढ़ाएंगे मैदान में लखनऊ की शान ?? #LSG #AbApniBaariHai #LSGvCSK #IPL2022 pic.twitter.com/jAzbjlkhVK
— Lucknow Super Giants (@LucknowIPL) March 31, 2022
সিএসকের প্রথম একাদশে তিন পরিবর্তন।
চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: ঋতুরাজ গায়কোয়াড, রবীন উথাপ্পা, মইন আলি, অম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার) রবীন্দ্র জাডেজা (অধিনায়ক), শিবম দুবে, ডোয়েন ব্র্যাভো, ডোয়াইন প্রিটোরিয়াস, তুষার দেশপান্ডে, মুকেশ চৌধুরি।
Triple Change for the Lion up today! ???#LSGvCSK #WhistlePodu #Yellove ? pic.twitter.com/E21jzaJHzT
— Chennai Super Kings (@ChennaiIPL) March 31, 2022
টসে জিতে ফিল্ডিং বাছলেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল।
আজ লখনউ সুপার জায়ান্টসের হয়ে অভিষেক হচ্ছে অ্যান্ড্রু টাইয়ের।
.@aj191 set for his @LucknowIPL debut. ? ?#TATAIPL | #LSGvCSK pic.twitter.com/QyUnaxEyxx
— IndianPremierLeague (@IPL) March 31, 2022
আজ ব্র্যাবোর্নে মুখোমুখি দুই সুপার। লখনউ সুপার কিংস ও চেন্নাই সুপার কিংস।
?? before a competitive battle ahead ?#TATAIPL | #LSGvCSK pic.twitter.com/kTM70pCfTJ
— IndianPremierLeague (@IPL) March 31, 2022
আর কিছুক্ষণ পর ব্র্যাবোর্ন স্টেডিয়ামে শুরু হবে লখনউ বনাম চেন্নাই ম্যাচ।
? on board! Brabourne Bound!#LSGvCSK #WhistlePodu #Yellove ? pic.twitter.com/w55t6R8Ccj
— Chennai Super Kings (@ChennaiIPL) March 31, 2022
এখনও পর্যন্ত আইপিএল-১৫-র ৬টি ম্যাচ হয়েছে। সেই ৬ ম্যাচের নিরিখে লিগ টেবলের সাত নম্বরে রয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট -০.২৮৬। এবং আট নম্বরে রয়েছে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস। সিএসকের নেট রান রেট -০.৬৩৯।
Hello and welcome from the Brabourne Stadium ?@LucknowIPL take on @ChennaiIPL in Match 7️⃣ of the #TATAIPL. ? ?
Who among the two will register their first victory of the season tonight❓#LSGvCSK pic.twitter.com/8Z5XmyuMV8
— IndianPremierLeague (@IPL) March 31, 2022